মোংলায় আশ্রয়ণের ঘর পাচ্ছেন আরও ১০০ জন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাগেরহাটের মোংলায় আরও ১০০ জন ভূমিহীন-গৃহহীন মানুষ জমিসহ আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে যাচ্ছেন। বুধবার (৯ আগষ্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ঘরের উদ্বোধন করবেন।

মঙ্গলবার (৮ আগষ্ট) বেলা ১১টায় এ তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ।

তিনি জানান, চতুর্থ পর্যায়ের তৃতীয় ধাপে ৯ আগষ্ট (বুধবার) উপজেলার চাঁদপাই ইউনিয়নের পাকখালী গ্রামে ১০০ জন ভূমিহীন-গৃহহীনের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হবে। উপজেলায় এর আগে ৫৯৫ ভূমিহীন-গৃহহীনের মাঝে দুই কক্ষ বিশিষ্ট রঙিন টিনের আধাপাকা আশ্রয়ণের ঘর দেওয়া হয়েছে।

মোংলায় আরও যারা ভূমিহীন-গৃহহীন রয়েছে, তাদের তালিকা করে পর্যায়ক্রমে তাদেরও ঘর দেওয়া হবে বলে জানান ইউএনও দীপংকর দাশ।