এবার ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শরীফা বিনতে আজিজ নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। ২৭ বছর বয়সী এই চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোর ৫টায় তাঁর মৃত্যু হয়।

শুক্রবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) মারা যান তিনি।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. নাজমুল হক বলেন, ‘‘চিকিৎসক শরীফা ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। আমাদের এখানে আসার আগে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা খারাপ হলে গতকাল(বৃহস্পতিবার) আমাদের এখানে আনা হয়। আমরা তার জন্য আইসিইউর ব্যবস্থা করে দিই। কিন্তু আনার সময়ই তার অবস্থা খারাপ ছিল। কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার, ভোরে মারা গেছেন।”

শরীফা বিনতে আজিজ রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট টু করছিলেন।

এর আগে গত মঙ্গলবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ডা. আলমিনা দেওয়ান মিশু। তিনি ঢাকার শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

শরিফার গ্রামের বাড়ি ঢাকা জেলার দোহার জয় পাড়া গ্রামে। তার বাবার নাম আজিজ ভূঁইয়া।

Nagad