আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
কারাগারে ইমরানের সঙ্গে দেখা করলেন স্ত্রী বুশরা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করেছেন তাঁর স্ত্রী বুশরা বিবি। গতকাল বৃহস্পতিবার দেশটির পাঞ্জাবের অ্যাটক কারাগারে গিয়ে ইমরানের সঙ্গে বুশরা দেখা করেন। রাষ্ট্রীয় উপহার কেনা–বেচাসংক্রান্ত (তোশাখানা) দুর্নীতি মামলায় দণ্ড ঘোষণার পর ৫ আগস্ট ইমরানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর গতকালই প্রথম ইমরানের সঙ্গে তাঁর স্ত্রী বুশরার দেখা হয়। আইনজীবীদের উপস্থিতি ছাড়াই ইমরানের সঙ্গে কথা বলেন বুশরা।পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরানের আইনজীবীদের সঙ্গে নিয়ে অ্যাটক কারাগারে গিয়েছিলেন বুশরা। কিন্তু ইমরানের সঙ্গে তাঁর আইনজীবীদের সাক্ষাতের অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ। ফলে ইমরানের আইনজীবীদের কারাগারের বাইরেই অবস্থান করতে হয়।কারাগারে ইমরান ও বুশরা একান্তে প্রায় এক ঘণ্টা কথা বলেন। ইমরানের আইনজীবী নাঈম হায়দার পানজোথা জানান, কারাগারে ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি ইসলামবাদ হাইকোর্ট থেকে পান বুশরা। সূত্র: প্রথম আলো
নিহত অন্তত ৩৬
দাবানলে ছাই হাওয়াইয়ের শহর
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের মাউয়ি দ্বীপে ভয়ংকর দাবানলে অন্তত ৩৬ জনের প্রাণহানি ঘটেছে। দূরের সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে তীব্র বাতাসে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে। হাওয়াইয়ের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মাউয়ির পর্যটন শহর লাহাইনার বেশির ভাগ পুড়ে ছাই হয়ে গেছে। দাবানলের কারণে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়।দ্বীপে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ব্যাপক পরিসরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। বেশ কিছু মানুষ গতকাল দুপুর পর্যন্ত নিখোঁজ ছিল। সূত্র: কালের কণ্ঠ
ফের ধর্ষণের অভিযোগ মণিপুরে
ফের গণধর্ষণের ঘটনা উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুরে। মণিপুর ইস্যুতে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে গতকাল ভারতের প্রধানমন্ত্রী যখন সংসদে তাঁর বক্তব্য রাখছেন ঠিক সে সময় এ ঘটনা সামনে এলো। বুধবার স্থানীয় বিষ্ণুপুর নারী থানায় গণধর্ষণের অভিযোগ করেছেন ৩৭ বছর বয়সী এক নারী। এফআইআর-এর ভিত্তিতে জানা গেছে, গত ৩ মে রাজ্যটিতে জাতিগত সংঘর্ষ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাদের এবং পাড়া-প্রতিবেশীদের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ঘটানো হয়। সে সময় চূড়াচাঁদপুরের বাড়ি থেকে প্রাণভয়ে তিনি, তার দুই ছোট ছেলে, তার ভাতিজি দৌড়াতে শুরু করেন। তার ঠিক পেছনেই ছিল তার ভাইয়ের বউ এবং তার সন্তান। কিন্তু দৌড়াতে গিয়ে কিছু দূর যাওয়ার পরেই এক সময় রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যান ওই নারী। এরই মধ্যে কয়েকজন দুর্বৃত্ত ওই নারীকে ঘিরে ফেলে এবং যৌন নির্যাতন করে। ধর্ষণকারীরা কুকি সম্প্রদায়ের দাবি ওই নারীর। পরে তাকে ইম্ফলে ‘রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে’ চিকিৎসার জন্য যান। কিন্তু এরই মধ্যে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় এবার ইম্ফলের জেএনআইএমএস হাসপাতালে ভর্তি হন তিনি। অবশেষে ওই ঘটনার প্রায় তিন মাস পর ভয় ও সম্মানহানির আতঙ্ক কাটিয়ে এফআইআর করেন। এর আগে গত ৪ মে মণিপুরে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের দুই নারীকে বিবস্ত্র করে হাটানোর অভিযোগ ওঠে। আর সেই ইস্যুতেই সংসদে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা। গতকাল এ নিয়ে কথা বলেন নরেন্দ্র মোদি। আর তাঁর বক্তৃতার পরই ধ্বনি ভোটে খারিজ হয়ে যায় অনাস্থা প্রস্তাব। সূত্র: বিডি প্রতিদিন।
একসঙ্গে ছুটি কাটাচ্ছেন ট্রুডো-সোফি
একসঙ্গে ছুটি কাটাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ার। তবে বরাবরের মতো নয়, এবারের অবকাশ যাপন একটু ভিন্ন। কারণ গত সপ্তাহে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়েছে। বিচ্ছেদের ওই ঘোষণার পর নতুন করে আলোচনায় এলেন বিশ্বজুড়ে জনপ্রিয় এই জুটি। গত সপ্তাহে ১৮ বছরের দাম্পত্য জীবনের ছাড়াছাড়ির পর পরিবার হিসেবে সন্তানদের নিয়ে তারা একসঙ্গে অবকাশকালীন ছুটি কাটাচ্ছেন। বর্তমানে তারা রয়েছেন ব্রিটিশ কলম্বিয়ায়। তিন সন্তানের সঙ্গে এক সপ্তাহেরও বেশি সময় সেখানে ছুটি কাটাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর-সিটিভি নিউজ-তারা কোথায় থাকবেন তা প্রধানমন্ত্রীর কার্যালয় নির্দিষ্ট করে বলেনি। তবে বলেছে, তারা ১৮ আগস্ট অটোয়ায় ফিরবেন। সূত্র; সমকাল
পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের দৌড়ে এগিয়ে কে
পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছেন, তা এখনো চূড়ান্ত হয়নি। গতকাল বৃহস্পতিবার দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পার্লামেন্টের আরেক বিদায়ী বিরোধী নেতা রাজা রিয়াজের সঙ্গে এ সংক্রান্ত প্রথম দফা আলোচনা সেরেছেন। আজ শুক্রবার তারা আবারও বৈঠকে বসবেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানায়, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক আমলা ও রাষ্ট্রদূত জলিল আব্বাস জিলানি। তবে সাবেক অর্থমন্ত্রী ড. হাফেজ শেখ, শরিফ সরকারের অর্থমন্ত্রী ইশাক দার, সাবেক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসী, সাবেক প্রধান বিচারপতি তাসাদুক জিলানিসহ আরও কয়েকজনের নাম আলোচনায় আসছে।পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী গত বুধবার আনুষ্ঠানিকভাবে পার্লামেন্ট ভেঙে দেয়ার আদেশ দিয়েছেন। দেশটির নিয়মানুযায়ী, একটি তত্ত্বাবধায়ক সরকার এখন দেশ পরিচালনার দায়িত্ব নেবে। গতকাল পাকিস্তানের পার্লামেন্ট বিষয়ক মন্ত্রণালয়ও এক বার্তায় প্রেসিডেন্টের আদেশে অবিলম্বে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেয়ার খবর নিশ্চিত করে। সূত্র: দৈনিক বাংলা
অবশেষে মুখ খুললেন মোদি
মণিপুরে শান্তির সূর্য উঠবেই
২০২৪ সালে ক্ষমতায় আসবে বিজেপি ও এনডিএ জোট * অনাস্থা ভোটের আগেই বিরোধীদের ওয়াকআউট মোখিক ভোটে বিজেপির জয়
টানা তিন মাসেরও বেশি সময় পর অবশেষে মণিপুর দাঙ্গা নিয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের আনা অনাস্থা ভোট-বিতর্কের শেষ দিন বৃহস্পতিবার জবাবি বক্তব্য দিলেন মোদি। এতদিনের ‘মৌন ব্রত’ ভেঙে এদিনই প্রথম প্রকাশ্যে মণিপুরের নাম মুখে আনলেন মোদি। অধিবেশন শুরুর প্রায় দেড় ঘণ্টা পর নিজের ভাষণে বলেলেন, ‘মণিপুরে শান্তির সূর্য উঠবেই। দেশ আপনাদের সঙ্গে আছে।’ ২ ঘণ্টারও দীর্ঘ বক্তব্য শেষে লোকসভায় অনুষ্ঠিত অনাস্থা ভোটের মৌখিক ভোটে জয়ী হয় ক্ষমতাসীন বিজেপি দল। ২০১৮ সালের অনাস্থা ভোটেও উৎরে গিয়েছিল মোদি সরকার। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।মোদির বক্তব্য শুরুর আগেই এদিন ওয়াকআউট করে বিরোধী জোট। বক্তব্যে এ নিয়েও কংগ্রেসকে খোঁচা দেন মোদি। বিরোধী শূন্য লোকসভায় তিনি বলেন, ‘মণিপুর নিয়ে আলোচনায় অংশ নেওয়ার ইচ্ছে নেই বিরোধীদের। রাজনীতি দূরে সরিয়ে কথা বলতে চেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আলোচনায় অংশই নিতে ইচ্ছা নেই বিরোধীদের।’ এর পরই তিনি বলেন, ‘মণিপুরের ঘটনা আদালতে বিচারাধীন। মণিপুরের ঘটনায় অনেকেই তাদের স্বজন হারিয়েছেন। নারীদের সঙ্গে যা হয়েছে তা ক্ষমার অযোগ্য অপরাধ। দোষীদের সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকার একসঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের সব নাগরিককে আশ্বস্ত করছি, ভবিষ্যতে মণিপুরে শান্তির সূর্য উঠবে, মণিপুর আবার আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে। দেশ আপনাদের সঙ্গে আছে, এই সংসদ সঙ্গে আছে। আমরা সবাই মিলে সমাধান করব। শান্তি স্থাপন হবেই।’ সূত্র যুগান্তর
ক্ষমতা দখলের আড়াই বছরে ৭৫ হাজার বাড়ি পুড়িয়ে দিয়েছে জান্তাবাহিনী
অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমারের জান্তাবাহিনী। এরপরের আড়াই বছরে সারা দেশে ৭৫ হাজারেরও বেশি বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তারা। মিয়ানমারের বিভিন্ন খাতের পরিসংখ্যান নিয়ে কাজ করা স্বাধীন প্রতিষ্ঠান ডেটা ফর মিয়ানমারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়েছে, ডেটা ফর মিয়ানমার গতকাল বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত জান্তাবাহিনী দেশের সাতটি রাজ্য এবং ছয়টি অঞ্চলে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সূত্র: আজকের পত্রিকা ।
গুরগাঁও ছেড়ে কেন পালাচ্ছেন মুসলমান অভিবাসী শ্রমিকরা?
হরিয়ানার সাম্প্রতিক দাঙ্গার পরে গত এক সপ্তাহে নূহ আর গুরগাঁও থেকে বহু মুসলমান চলে গেছেন। এঁদের একটা বড় অংশই পশ্চিমবঙ্গ আর বিহার থেকে যাওয়া অভিবাসী শ্রমিক। এরা বলছেন, প্রথমে নূহ্-তে দাঙ্গা, তারপরে গুরগাঁও আর লাগোয়া মসজিদে হামলা, এক ইমামের হত্যা এবং সবশেষে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি – সব মিলিয়ে গুরগাঁওকে নিরাপদ বলে মনে করছেন না এই মুসলমানরা। তবে পশ্চিমবঙ্গ বা বিহার থেকে যাওয়া আরও বহু শ্রমিক এখনও গুরগাঁওতেই রয়ে গেছেন। বৃহস্পতিবার, ১০ই অগাস্ট সকালে যখন আমি তাকে ফোনটা করি, তখন তিনি পরিবার প্রতিবেশী আরও ১২ জনের সঙ্গে পশ্চিমবঙ্গের মালদা রেল স্টেশনে নেমেছেন। তার ফোন নম্বরটা যোগাড় করেছিলাম গুরগাঁওতে তারই এক প্রতিবেশীর কাছ থেকে। সাংবাদিক পরিচয় পাওয়ার পর প্রথমেই অনুরোধ করলেন, যে তার নামটা যেন প্রকাশ না করি।
“পরিস্থিতি ঠাণ্ডা হলে আবারও তো আমাদের ফিরতে হবে গুরগাঁওতেই, তাই নামটা দয়া করে প্রকাশ করবেন না,” অনুরোধ করলেন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর অঞ্চলের আদি বাসিন্দা ওই মুসলমান ব্যক্তি। গুরগাঁওতে গত ১০-১২ বছর ধরে গাড়ি চালকের কাজ করেন তিনি। সূত্র: বিবিসি বাংলা।
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
জাপানে আঘাত হেনেছে শক্তিশালী একটি ভূমিকম্প। জার্মান ভূ-বিজ্ঞান গবেষণা সংস্থা জানিয়েছে, শুক্রবার (১১ আগস্ট) ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের হোককাইদো। জার্মান সংস্থার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৪৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছিল।গত মার্চেও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল হোককাইদো। রিখটার স্কেলে যা ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ছিল বলে জানিয়েছিল দেশটির জাতীয় ভূকম্পন সংস্থা। ওই ভূমিকম্পে হোককাইদো ছাড়াও অন্যান্য অঞ্চলগুলো কেঁপেছিল।প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ অবস্থিত হওয়ায় জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। অতীতে অনেক ভয়াবহ ভূমিকম্প ও সুনামির সম্মুখীন হয়েছে দেশটি। সূত্র; দেশ রুপান্তর
ফিলিপিন্সে কিশোরকে গুলি করে হত্যা: ৬ পুলিশ বরখাস্ত
ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় ভুল করে খুনি সন্দেহে এক কিশোরকে গুলি করে হত্যা করা ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। নিহত কিশোরের নাম জেরহোদ বালতাজার। রাজধানী ম্যানিলার কাছে জেলেদের একটি গ্রামে পুলিশের ধাওয়া খেয়ে সে আতঙ্কে পানিতে ঝাঁপিয়ে পড়লে পুলিশ তার মাথায় গুলি করে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ১৭ বছরের ওই কিশোর নিরস্ত্র অবস্থায় থাকার পরও তাকে গুলি করা পুলিশসদস্যদের ‘ভুল সিদ্ধান্ত’ ছিল। নাভোতাস নগরীর পুলিশ প্রধান কর্নেল অ্যালান উমিপিগ স্থানীয় টেলিভিশনে বলেন, “তারা আত্মরক্ষার স্বার্থে গুলি করেছে এমন দাবি করতে পারবে না। কারণ, তারা এটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে নিহত কিশোর তাদের গ্রেপ্তারে বাধা দিয়েছিল।”পুলিশ কী কারণ ওই কিশোরকে সন্দেহভাজন খুনি মনে করেছিল, যাকে তারা খুঁজছে তা তাৎক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তারা নাভোতাসেই আরেকটি গুলির ঘটনায় সন্দেহভাজন হত্যাকারীকে খুঁজছিল। সুত্র: বিডি নিউজ