মেসির গোলে সেমিফাইনালে মায়ামি

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৩

ছবি- সংগৃহীত

টানা ১১ ম্যাচ হারার পর টানা পঞ্চম জয় পেয়েছে আমেরিকান ক্লাব ইন্টার মায়ামি। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিই দলটির জ্বলন্ত প্রদীপের মতো হাজির হয়েছেন। তার নেতৃত্বেই আরও একবার জয় দেখল মায়ামি সমর্থকরা। শার্লট এফসিকে বড় ব্যবধানে হারিয়ে লিগস কাপের সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি।

শনিবার (১২ আগস্ট) ভোরে ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের ম্যাচে শার্লটকে ৪-০ ব্যবধানে হারিয়েছে মায়ামি।

এদিন প্রথমার্ধের ১২ মিনিটেই প্রথম স্কোরশিটে নাম তুলতে পারতেন লিওনেল মেসি। তবে সেখানে ঠাণ্ডা মাথার নিখুঁত শটে স্পট কিক থেকে মায়ামিকে লিড এনে দেন মার্টিনেজ। এরপর আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা দলটি ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। ডেয়ানড্রের বাড়ানো বলে কোনাকুনি শট নেন টেইলর। এতে ২-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুইদল।

দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া শার্লট বেশ কয়েকবার মায়ামির ডি-বক্সে হানা দেয়। তবে গোলরক্ষকের বাধা পেরোতে পারছিল না সফরকারী ফুটবলাররা। একইসাথে ব্যবধান আরও বাড়ানোর চেষ্টায় ছিল মায়ামি। এদিন মেসিকে অনেকটা আটকে রাখতে পারলেও ৬৯তম মিনিটে তার নেওয়া শট প্রতিপক্ষ ফুটবলারের গায়ে লেগে বাইরে চলে যায়। এরপর সাবেক পিএসজি তারকা আক্রমণেই আসে তৃতীয় গোলটি। বল ক্লিয়ার করতে গিয়েই শার্লট ডিফেন্ডার ভুল করে বসেন। বল জড়িয়ে পেলেন নিজেদের জালে।

মেসি কি তাহলে গোল পাবেন না? এমন প্রশ্নে ম্যাচের ৮৭ মিনিটে ডি-বক্সের ভেতর বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন ইন্টার মায়ামি অধিনায়ক। মায়ামির জার্সিতে পাঁচ ম্যাচে এটি তার ৮ গোল। এতেই ৪-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে সেমিফাইনালে পৌঁছে মাঠ ছাড়ে মেসির দল।

আগামী ১৫ আগস্ট লিগস কাপের ফাইনালে ওঠার লক্ষ্যে ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

Nagad

সারাদিন/১২ আগস্ট/এমবি