জীবন শুধু মায়ায় আটকায়: পরীমনি
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিং বা আলোচনায় বিষয় হলো ‘নারী কীসে আটকায়?’। সাধারণ মানুষ থেকে শোবিজের তারকারা- বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিষয়টি নিয়ে তাদের মতামত দিচ্ছেন।
ঢাকাই সিনেমার নায়িকা পরীমনিও ‘নারী কীসে আটকায়’ বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। রোববার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
ওই স্ট্যাটাসে পরীমনি লিখেছেন, “নারী, পুরুষ কিংবা মানুষ, কীসে এত আটকে রাখার দায়? জীবন শুধু মায়ায় আটকায়।” এটা লিখে পরীমনি একটি ভালোবাসার চিহ্ন দিয়েছেন।
বরাবরের মতো পরীমনির এই স্ট্যাটাসটিতে লাইক, কমেন্ট ও শেয়ার দেন তার ভক্ত-অনুরাগীরা। স্ট্যাটাসের সাথে পরীমনি তার ছেলেন রাজ্যকে নিয়ে একটি ছবিও প্রকাশ করেন।
সারাদিন/১৪ আগস্ট/এমবি