রাজধানীতে তুমুল বৃষ্টি-গর্জন
সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল। বেলা ১১টার পর ঘন কালো মেঘে ঢাকার আকাশ ছেয়ে যায়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টি শুরু হয়। টানা তুমুল বৃষ্টি চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এরপর বৃষ্টি কমে আসে। তখনও মেঘের গর্জন শোনা যাচ্ছিল। কোথাও কোথাও সৃষ্টি হয় জলাবদ্ধতা। সড়কও পানিতে তলিয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়ে নগরবাসী।
বুধবার (১৬ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ জানান, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
![](https://www.saradin.news/wp-content/uploads/2024/08/KSRM_Tunnel_-320-x-100.png)
![](https://www.saradin.news/wp-content/uploads/2024/08/KSRM_Tunnel_-320-x-100.png)
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ।
সারাদিন/১৬ আগস্ট/এমবি