জাতীয় শোক দিবসে জাতির পিতা ও শহীদদের প্রতি বাক্কোর শ্রদ্ধাঞ্জলি

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের জন্য নিবেদিত একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর পক্ষ হতে শ্রদ্ধা জানানো হয়।

মঙ্গলবার (১৫ আগস্ট) ধানমন্ডিস্থ ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সম্মুখে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

বাক্কোর এ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে যুক্ত হয়েছিলেন সংস্থাটির সদস্য প্রতিষ্ঠানসমূহ থেকে আগত প্রতিনিধিগণ।

বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি ওয়াহিদ শরীফ, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল খায়ের এবং পরিচালক আবু দাউদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন বাক্কো সচিবালয়ের সদস্যবৃন্দ।

সারাদিন. ১৬ আগস্ট

Nagad