কোথায় হানিমুনে গেলেন তাসনিয়া ফারিণ?

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩

ছবি- সংগৃহীত

সদ্য বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার স্বামীর নাম শেখ রেজওয়ান রাফিদ আহমেদ। বিয়ের দুদিন পরই হানিমুনে গেলেন ফারিণ-রাফিদ দম্পতি।

সোমবার (১৪ আগস্ট) বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে বিয়ের একটি ছবি প্রকাশ করে করেই বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। গত ১১ আগস্ট দীর্ঘদিনের প্রেমিক শেখ রেজওয়ান রাফিদের গলায় বিয়ের মালা পরিয়েছেন তিনি।

এরপর থেকেই জল্পনা শুরু হয়, হানিমুনে কোথায় যাচ্ছেন তাসনিয়া ফারিণ। অবশেষে জানা গেল, স্বামীকে নিয়ে বর্তমানে দ্বীপরাষ্ট্র মালদ্বীপে অবস্থান করছেন ফারিণ-রাফিদ দম্পতি।

তাসনিয়া ফারিণ বলেন, আমাদের দুজনের সুন্দর সময় কাটছে। জায়গাটি ভীষণ সুন্দর। এখানে সমুদ্রঘেরা অনেকগুলো রিসোর্ট। প্রাইভেট একটি রিসোর্টে আছি আমরা। কী সুন্দর জায়গাটি! মালদ্বীপ আমার পছন্দের জায়গা। বলতে পারেন, বিয়ের পর এ কারণেই এখানে আসা। এর আগেও একবার ভাইকে সাথে করে মালদ্বীপে এসেছিলাম। আর এবারকার আসাটা ভিন্ন। অন্যরকম ভালো লাগা ও আনন্দের।

হানিমুনের সময় কাটিয়ে শিগগিরই ফিরতে হবে সদ্য বিবাহিত এই দম্পতির। কারণ আগামী মাস থেকে যুক্তরাজ্যে নতুন চাকরিতে জয়েন এবং নিজের শুটিংয়ের কাজে অস্ট্রেলিয়ায় উড়াল দেওয়ার তাড়ার কথা জানান অভিনেত্রী ফারিণ।

তার ভাষ্য, রাফিদ যুক্তরাজ্য থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে মাস্টার্স শেষ করলো। সেপ্টেম্বর থেকে চাকরিতে যোগ দেবে সেখানে। এর মধ্যে আমারও দুটি ওয়েব ফিল্মের শিডিউল দেওয়া আছে। দুটি কাজের অংশবিশেষের শুটিং অস্ট্রেলিয়াতে হবে। ১৭ বা ১৮ আগস্ট সেখানে যাওয়ার কথা আছে। সুতরাং তাড়াতাড়ি ফিরতে হবে।

Nagad

সারাদিন/১৬ আগস্ট/এমবি