চট্টগ্রামে ডেঙ্গুতে মহিলার মৃত্যু, হাসপাতালে নতুন ৮৪ রোগী

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৩

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু ও নতুন করে আরো ৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যুবরণকারী নারীর নাম মমতাজ বেগম (৪১)।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে জানিয়েছে, ডেঙ্গুর এনএস-১ ভ্যারিয়েন্টে আক্রান্ত কোতোয়ালী থানা এলাকার মমতাজ বেগমকে ৯ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু ঘটে। তিনি এনএস-১ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে আগস্ট মাসের প্রথম ১৭ দিনে ১৪ ও চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি শিশু, ১৫ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ পুরুষ ও ১৩ নারীর মৃত্যু ঘটেছে।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৮৪ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৭ জন। সরকারি হাসপাতালে ৪৭ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২১, জেনারেল হাসপাতালে ৬, বিআইটিআইডি’তে ১৫ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৭৯ জনে। এদের ২ হাজার ৫৮৮ জন সরকারি হাসপাতালে এবং ১ হাজার ৭৯১ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৪৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ১৩০ জন।

সারাদিন. ১৭ আগস্ট