আদালতের রায়েই খালেদা-তারেক শাস্তি ভোগ করছে: ওবায়দুল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আদালতের রায়েই খালেদা-তারেক শাস্তি ভোগ করছে এখানে আমাদের কোনো হাত নেই। যাদের রাজপথে থেকে রাজনীতি করার সৎ সাহস নেই তাদেরকে রাজনীতি থেকে পদত্যাগ করা উচিত।’

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে এই সমাবেশ হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব ইতিহাস ভুলে গেছেন? অবাক লাগে, যখন মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করছে। যাদের চক্ষুলজ্জা নেই, তারা দিনের আলোকে অন্ধকার বলতে পারে। বিএনপি কি ভুলে গেছে, ১৫ আগস্টের কথা। রক্তের স্রোতে ভেসে গেছে বঙ্গবন্ধু পরিবারের সবাই। এ মাসটি আমাদের জন্য রক্তক্ষরণের মাস। এ মাসে আমাদের বেদনা অশ্রু গড়িয়ে পড়ে। এই মাসে ভয়াল ট্র্যাজেডির স্মৃতি আমাদের স্মরণ করিয়ে দেয়।’

তিনি বলেন, ‘সেদিনের (১৫ আগস্টের) সে রক্তের দাগ বিএনপির হাতে আজও আছে। বিএনপি এখনো চেষ্টা করছে শেখ হাসিনাকে হত্যা করতে। আল্লাহ যাকে রাখে তাকে কেউ সরাতে পারে না। শেখ হাসিনার শেকড় বাংলার মাটির অনেক গভীরে। শেখ হাসিনার ওপর আল্লাহ রহমত আছে। এই দেশের মানুষের দোয়া আছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘গত ১৫ বছরে বাংলাদেশকে শেখ হাসিনা কোথায় নিয়ে গেছে তার প্রমাণ দৃশ্যমান। মির্জা ফখরুল যখন বলে আওয়ামী লীগ নাকি জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছে… চক্ষু লজ্জা যাদের নেই তারা এমন মন্তব্য করতে পারে।

বিএনপি কি ভুলে গেছে ১৫ আগস্টের কথা। রক্তের স্রোতে ভেসে গেছে বঙ্গবন্ধু পরিবারের সবাই। সেদিনের সে রক্তের দাগ বিএনপির হাতে আজও আছে।’

Nagad

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আদালতের রায়েই খালেদা-তারেক শাস্তি ভোগ করছে এখানে আমাদের কোনো হাত নেই। যাদের রাজপথে থেকে রাজনীতি করার সৎ সাহস নেই তাদেরকে রাজনীতি থেকে পদত্যাগ করা উচিত।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারেক জিয়া বলছে শেখ হাসিনাকে হটানোর জন্য টাকার অভাব হবে না, এই টাকার উৎস কোথায়?’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘মির্জা ফখরুলের ভাব দেখলে মনে হয় ফখরুল ছাড়া আর কোনো রাজনৈতিক নেতা জেল খাটেননি। প্রতিদিনই তাদের এক কথা এক দফা।’

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যারা আন্দোলন করছেন তাদের পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পৃথিবীতে একটি দেশেই তত্ত্বাবধায়ক সরকার রয়েছে, সে দেশ পাকিস্তান। সেখানে আপনারা (বিএনপি নেতারা) চলে যান। না হয় তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামিয়ে নির্বাচনের পথে আসুন। তা নাহলে বিএনপির আম-ছালা সব যাবে।’