১০৪ ডিগ্রি জ্বরে হাসপাতালে ভর্তি তমা মির্জা

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩

ছবি- সংগৃহীত

ঢাকাই সিনেমার অভিনেত্রী তমা মির্জা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৮ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে তমা মির্জা এই তথ্য জানান।

ওই পোস্টের ক্যাপশনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী লিখেছেন, “দুঃখিত, কারো ফোন ধরা বা কারো সাথে যোগাযোগ করা সম্ভব না। দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।”

অভিনেত্রী তমা মির্জার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার ১০৪ ডিগ্রি জ্বর।

উল্লেখ্য, গত ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমায় ‘ময়না’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন অভিনেত্রী তমা মির্জা। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় তমার বিপরীতে নায়ক চরিত্রে ছিলেন আফরান নিশো। সিনেমাটি চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে।

সারাদিন/১৯ আগস্ট/এমবি 

Nagad