পাশে আইফোন চার্জ দিয়ে ঘুমাচ্ছেন! যা বলেছে অ্যাপল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৩

ফোন চার্জ করা নিয়ে নানা বিধিনিষেধের কথা আমরা সবাই জানি। তবে এবার আলোচনায় আসার অন্যতম কারণ হলো মার্কিন টেক জায়ান্ট কোম্পানি অ্যাপল-যখন তার ব্যবহারকারীদের সতর্ক করে। আসলে কি বলতে চাচ্ছে প্রতিষ্ঠানটি।

অ্যাপল বলছে, তার ব্যবহারকারীদের মধ্যে যারা চার্জে বসিয়ে ঘুমান, তাদেরকে সতর্ক করেছেন। কারণ ইতিমধ্যেই ডিভাইসটি বিভিন্ন ভাবে ব্যবহার করার ফলে অগ্নিকাণ্ডের বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। এর মধ্যে সবথেকে বেশি এই ধরনের ঘটনা ঘটেছে আইফোন চার্জ দিয়ে ঘুমানোর সময়। এছাড়া আইফোন চার্জ করার সময় ব্যবহারকারীদের কখনো আইফোন নিজেদের কাছে না রাখার পরামর্শ দিয়েছে অ্যাপল।

বিশেষ করে মোবাইলকে পাওয়ার অ্যাডাপ্টার বা ওয়্যারলেস চার্জারে রাখার সময়ও ঘুমবেন না। কারণ যখন ফোনটি পাওয়ার সোর্সের সঙ্গে সংযুক্ত থাকবে, তখন সেটিকে মাথার কাছেও রাখবেন না। এমনকি এগুলোকে কম্বল, বালিশের নিচে রাখবেন না।

সংস্থাটি জানিয়েছে, ফোনটি চার্জে রাখাকালীন এটি ব্যবহার করা যাবে না। ডিভাইসটিকে তৃতীয় পক্ষের কোনো চার্জার বা অন্য কারও চার্জার ব্যবহার করবেন না। এতেও একই সমস্যা দেখা দিতে পারে। ভুলেও ফোনটি সারারাত চার্জ করবেন না। চার্জে ফোন রেখে গেম খেলবেন না বা ব্যবহার করবেন না। অনেক সময় ফোনে কথা বলতে বলতে চার্জ শেষ হয়ে গেলে, ফোনটিকে চার্জে রেখেই কথা বলেন। ভুলেও এটা করবেন না। যখন তখন ফোনটি বিস্ফোরিত হতে পারে।

সারাদিন. ২০ আগস্ট

Nagad