‘যিনি আমার গাড়ি চালান, তিনিই আমার সবচেয়ে কাছের বন্ধু’

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩

ছবি- সংগৃহীত

ভারতীয় কিংবদন্তী সংগীত শিল্পী এ আর রহমান জানিয়েছেন, তার কোনো বন্ধু নেই! যারা তার সাথে কাজ করেন, তারাই তার বন্ধু। তবে আলাদা করে তার আর কোনো বন্ধু নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল, কারা তার বন্ধু? উত্তরে কিংবদন্তী এই সংগীত শিল্পী বলেন, “যিনি আমার গাড়ি চালান, তিনিই আমার সবচেয়ে কাছের বন্ধু। যারা আমার সাথে কাজ করেন, তাদেরই আমি বন্ধু বলে মনে করি।”

অস্কারজয়ী এ আর রহমান আরও বলেন, “কাউকেই আমি বলতে পারি না, চিরকাল আমার সাথে থেকে যেতে। আমি তাদের বলি, নিজের মতো জীবন কাটাতে, এগিয়ে যেতে। আর সেই কারণেই এমন কেউ নেই, যাকে আমি আমার বন্ধু বলতে পারি।”

কিন্তু বন্ধু কি সত্যিই নেই? এমন প্রশ্নের জবাবে সংগীত পরিচালক ও গায়ক এআর রহমান বলেন, তার আসল বন্ধুর কথা। বললেন, “আমার নিঃসঙ্গতা, আমার একাকিত্ব, নির্জনতাই আমার বন্ধু।”

সারাদিন/২৩ আগস্ট/এমবি 

Nagad