আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২৩

রোহিঙ্গা সংকট সমাধানে সংলাপকে গুরুত্ব বিশেষজ্ঞদের

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচারের জন্য ভূরাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন শিক্ষাবিদ, নিরাপত্তাবিশেষজ্ঞ, জ্যেষ্ঠ কূটনীতিক এবং মানবাধিকার–বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, বিশ্ব এই মানবিক সংকটের জটিলতা মোকাবিলা করছে এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার, মানবাধিকার ও মর্যাদা সমুন্নত রাখতে সহযোগিতামূলক সমাধানের জন্য একমাত্র ফলপ্রসূ সংলাপই আশার আলো হিসেবে কাজ করতে পারে। বৃহস্পতিবার নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সিন্ডিকেট হলে ‘রোহিঙ্গা প্রত্যাবাসন: হু ডিসাইডস অ্যান্ড হোয়াই?’ শীর্ষক এক সেমিনারে এসব কথা উঠে আসে। বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) আয়োজিত এই আলোচনা সভায় রোহিঙ্গা গণহত্যা দিবস ২০২৩ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। প্রথম আলো

অপেক্ষায় থাকতে হচ্ছে বাংলাদেশকে

ব্রিকসের সদস্য হওয়ার জন্য ২২টি দেশ আনুষ্ঠানিকভাবে আবেদন করলেও মাত্র ছয়টি দেশ নতুন সদস্য পদ পাচ্ছে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সম্মেলনের শেষ দিন গতকাল বৃহস্পতিবার ব্রিকস নেতারা নতুন ছয়টি দেশের পূর্ণ সদস্য পদ পাওয়ার ‘ঐতিহাসিক’ ঘোষণা দিয়েছেন। আবেদন করলেও বাংলাদেশ প্রথমবারেই সদস্য পদ পায়নি। ফলে অন্তত পরবর্তী সম্মেলন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে বাংলাদেশকে। ক্রমেই পশ্চিমাদের বাইরে শক্তিশালী হয়ে ওঠা জোট ব্রিকস জনসংখ্যাবহুল উদীয়মান দেশগুলোর প্রতিনিধিত্ব করছে। বৈশ্বিক নতুন মেরুকরণে এই সংস্থার গুরুত্ব দিন দিন বাড়বে বলেই সদস্য হওয়ার আবেদনও বাড়ছে। সূত্র কালের কণ্ঠ

রিপাবলিকান প্রার্থী দৌড়ে জনপ্রিয়তা বাড়ছে ভারতীয় বংশোদ্ভূত রামস্বামীর

মার্কিন নির্বাচনের আর সোয়া বছর বাকি। তার মধ্যেই বেজে গেছে নির্বাচনী ডঙ্কা। সবচেয়ে প্রতিকূল অবস্থায় থেকে ফের মসনদে ফিরে আসার হুঙ্কার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বাইডেনকে গদিচ্যুত করার ক্ষেত্রে উঠে আসছে আরও এক রিপাবলিকানেরও নাম। তিনি বিবেক রামস্বামী এবং ভারতীয় বংশোদ্ভূত। ধারণা করা হচ্ছিল, ডোনাল্ড ট্রাম্পকে ছাড়া রিপাবলিকান দলের প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ক অনেকটাই ম্যাড়মেড়ে লাগবে। বুধবার অনুষ্ঠিত হয় এই বিতর্ক। বাস্তবে দেখা গেল একদম উল্টো চিত্র। ট্রাম্প না থাকার পরেও পুরো বিতর্কজুড়েই ছিল চরম উত্তেজনা। প্রার্থীরা তীব্র ভাষায় একজন আরেকজনকে আক্রমণ করেছেন। পুরোটা সময় ধরেই নিজেদের মধ্যে রীতিমতো আগুনের গোলা ছুড়াছুড়ি চলেছে। তবে আটজনের এ ডিবেটে প্রথমেই মাত করল বিবেক রামস্বামী। ভারতীয় বংশোদ্ভূত এ উদ্যোগপতির মধ্যে অনেকেই খুঁজে পাচ্ছেন ‘ট্রাম্প ২.০’। তার প্রশংসায় পঞ্চমুখ এলন মাস্কের মতো প্রভাবশালী ধনকুবের।বিতর্কে উপস্থিত জনতার মধ্যে তরুণদের আধিক্যই ছিল বেশি। আর সেখানে দেখা গেল, বাকিদের চেয়ে রামস্বামীর প্রতি তাদের আগ্রহ অনেক বেশি। সুত্র বিডি প্রতিদিন

Nagad

রোহিঙ্গা সংকট নিয়ে দুই মেরুতে যুক্তরাষ্ট্র-চীন

যুক্তরাষ্ট্র মনে করছে, বর্তমান পরিস্থিতিতে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ নেই। সহায়ক পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের প্রত্যাবাসন স্থগিত থাক, এমনটাই চাওয়া ওয়াশিংটনের। আর বেইজিং চাইছে, রোহিঙ্গাদের প্রত্যাবাসন দ্রুততম সময়ের মধ্যে শুরু হোক। বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিয়ে দুই দেশ এভাবেই দুই মেরুতে অবস্থান নিয়েছে। ২০১৭ সালে বাংলাদেশে রোহিঙ্গার ঢল শুরুর পর থেকে তাদের প্রত্যাবাসন ঢাকার অন্যতম অগ্রাধিকার। তবে এ প্রত্যাবাসন যাতে মর্যাদাপূর্ণ, নিরাপদ এবং স্বেচ্ছায় হয়, তা নিয়ে চাপ রয়েছে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিশ্বের। বাংলাদেশও রোহিঙ্গা প্রত্যাবাসনের এ প্রতিশ্রুতিগুলো দিয়েছে। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে একের পর এক অসফল প্রচেষ্টা চালিয়েছে বেইজিং। সূত্র: সমকাল

ক্রেতার ভোগান্তি
বাজারে মসলার অগ্নিমূল্যে রান্নায় বাড়তি ঝাঁজ

সিন্ডিকেট চক্রের কারসাজিতে মসলা পণ্যের বাড়তি দাম বাজারে যেন আগুন ছড়িয়েছে। সরবরাহ ঠিক থাকলেও আমদানির তুলনায় খুচরা পর্যায়ে দামের ব্যবধান বাড়ানো হচ্ছে।পরিস্থিতি এমন-এক কেজি আদা ১২৯-১৩০ টাকায় আমদানি করলেও খুচরা বাজারে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিপ্রতি ৩৩২-৩৩৫ টাকায় জিরা আমদানি করলেও ক্রেতা সাধারণের কিনতে হচ্ছে ১২০০ টাকায়। ভারত পেঁয়াজ রপ্তানিতে শুল্ক আরোপ করায় অসাধুদের কারসাজিতে খুচরা বাজারে ফের পণ্যটির দাম সেঞ্চুরিতে গিয়ে ঠেকেছে।তবে বৃহস্পতিবার দাম কিছুটা কমেছে। এছাড়া বছরের ব্যবধানে এলাচ, লবঙ্গ, ধনে, তেজপাতা ও রসুন-হলুদসহ সব ধরনের মসলার দাম দুই থেকে তিনগুণ বেড়েছে। তবে এতকিছুর পরও নিশ্চুপ বাজার তদারকি সংস্থা। এতে পণ্য কিনতে গিয়ে নাজেহাল হচ্ছেন ভোক্তা। সূত্র: যুগান্তর

বিচারপতির বক্তব্য বিকৃত করে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, একজন বিচারপতির বক্তব্য বিকৃত করে আইনাঙ্গণে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। বিচারপতি বলেছিলেন, একজন বিচারক শপথ নেন সংবিধানকে সংরক্ষণ করার জন্য, আইনকে প্রটেক্ট করার জন্য। সংবিধান রক্ষা করা বিচারপতিদের দায়িত্ব। সে হিসেবে তারা শপথবদ্ধ রাজনীতিবিদ ।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ বার কাউন্সিলে শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, সামরিক শাসনের মাধ্যমে সংবিধানকে ক্ষতবিক্ষত করা হয়েছিল। সেই সংবিধানকে রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট ফিরিয়ে এনেছে। এই সাংবিধানিক দায়িত্ব বিচারপতিরা পালন করেছেন। সূত্র: আজকের পত্রিকা ্

ব্রিকসে হোঁচট বাংলাদেশের
শেষ মুহূর্তে আবেদন জোরালো কূটনৈতিক তৎপরতাও দেখা যায়নি কারও কারও মত, চীনের সমর্থনের উল্টো ফল

পাঁচ দেশের জোট ব্রিকসের এবারের শীর্ষ সম্মেলনের শেষ দিনে ছয়টি দেশকে সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে বাংলাদেশ নেই। ছয় মাস ধরে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি জোরালোভাবে আলোচনায় ছিল। প্রভাবশালী দেশ চীনেরও জোরালো সমর্থন ছিল। নির্বাচনের আগে পশ্চিমা চাপের মধ্যে ব্রিকসের সদস্যপদ লাভের ব্যাপারে সরকারের আগ্রহ ও প্রত্যাশা ছিল। ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ব্রিকসের সদস্য হতে পারলে তাতে নতুন মাত্রা যোগ হতো। সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় কেউ কেউ মনে করছেন, কূটনৈতিকভাবে হোঁচট খেয়েছে বাংলাদেশ। তবে কারও কারও মত হলো, বাংলাদেশ শেষ মুহূর্তে আবেদন করেছে। তাছাড়া এমন একটি ফোরামে যোগ দেওয়ার ক্ষেত্রে যে ধরনের কূটনৈতিক প্রয়াস চালাতে হয়, সেটা করেনি। হতে পারে, এবার বাংলাদেশ সদস্যপদ পাবে ভাবেনি।গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে তিন দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন শেষ হয়। ১৫তম শীর্ষ সম্মেলনে এ জোটে ছয় দেশকে সদস্য করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছয়টি দেশ হলো সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা। আগামী বছর ১ জানুয়ারি থেকে তাদের সদস্যপদ কার্যকর হবে। অর্থাৎ পাঁচ দেশ থেকে এগারো দেশের জোটে পরিণত হবে ব্রিকস। সূত্র: দেশ রুপান্তর

বাংলাদেশে সাংবাদিকদের সুরক্ষার আহ্বান সিপিজের

জাতিসংঘের মানবাধিকার পর্যালোচনা অধিবেশনের প্রাক্কালে বাংলাদেশে সাংবাদিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ-ইউপিআর (সর্বজনীন নিয়মিত পর্যালোচনা) ওয়ার্কিং গ্রুপের ৪৪তম অধিবেশনের জন্য পাঠানো এক প্রতিবেদনে এই আহ্বান জানানো হয়েছে। সিপিজের ওয়েবসাইটে গত বুধবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষ বেআইনি আটক, হয়রানি এবং বিধিনিষেধ আরোপের মাধ্যমে গণমাধ্যমকে স্তব্ধ করতে ক্রমবর্ধমানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।সিপিজে, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও এশিয়ান লিগ্যাল রিসোর্স সেন্টার- এই তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে প্রতিবেদনটি দাখিল করেছে। আগামী নভেম্বরে ইউপিআর অধিবেশন বসার কথা রয়েছে। সূত্র: দৈনিক বাংলা।

রোহিঙ্গা ঢলের ৬ বছর: ‘গ্যাঁড়াকলে’ প্রত্যাবাসন, মুখ ফিরিয়েছে দাতারা

পেছনে জ্বলছে গ্রামের পর গ্রাম, চলছে জঘন্যতম হত্যাযজ্ঞও; প্রাণে বাঁচতে সেই সময়ে জন্মভূমির মায়া ছেড়ে নাফ নদীর এপার-ওপারে কাদামাটি পেরিয়ে রোহিঙ্গাদের অনিশ্চিত এক যাত্রায় হতবাক হয়েছিল বিশ্ব। অসংখ্য মানুষের অজানা পথ পাড়ি দেওয়ার হৃদয়স্পর্শী সেই মুহূর্তগুলো ছয় বছর পেরিয়ে এখন তা রূপ নিয়েছে কষ্টের এক জীবনে, পরিণত হয়েছে দীর্ঘশ্বাসে। মিয়ানমারের প্রতিশ্রুতি আর বাংলাদেশের চর্তুমুখী প্রচেষ্টার পরও একজন রোহিঙ্গাও ফিরতে পারেননি নিজের বাসভূমে; হতাশাময় সময় গড়িয়েই চলছে।আশ্রয় শিবিরের কষ্টকর জীবনযাত্রায় লাখো রোহিঙ্গার দিনরাত কাটছে ছন্দহীনভাবে; নিজ বাসভূমে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন হচ্ছে দীর্ঘায়িত। সূত্র: বিডি নিউজ

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭

নরসিংদীর শিবপুরের ইটাখোলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।ইটাখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানিয়েছে, রাতে ঢাকা থেকে একটি মাইক্রোবাস সিলেট যাচ্ছিল। মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। আহত হন ৬ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নেওয়ার পথে ১ জন ও হাসপাতালে আরও ১ জন মারা যান। সূত্র; জাগো নিউজ