আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২৩

নির্বাচনে হস্তক্ষেপের মামলায় ট্রাম্প গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ২০২০ সালে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার তাঁকে জর্জিয়ার ফুলটন কাউন্টি কারাগারে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর বেশিক্ষণ কারাবন্দী থাকতে হয়নি সাবেক এই প্রেসিডেন্টকে। সিএনএনের সরাসরি সম্প্রচারিত খবরে বলা হয়েছে, তিনি কারাগার ছিলেন ২০ মিনিটের মতো। এ নিয়ে চলতি বছরে দুবার গ্রেপ্তার হলেন ট্রাম্প। এর আগে গত এপ্রিলে পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় নিউইয়র্কে ম্যানহাটানের আদালতে ট্রাম্পকে গ্রেপ্তার করা হয়। সূত্র: প্রথম আলো

জোহানেসবার্গ ঘোষণা
বহুত্ববাদী বিশ্বব্যবস্থার তাগিদ

ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিকস জোটের সম্মেলনের সমাপনী দিনে গতকাল বৃহস্পতিবার ‘জোহানেসবার্গ ঘোষণাপত্র ২’ প্রকাশ করা হয়। এই ঘোষণাপত্রে উন্নয়নশীল বিশ্বের কথা আবারও পুনর্ব্যক্ত করা হয়। নতুন ছয়টি দেশকে জোটে অন্তর্ভুক্তির পর ব্রিকস জানায়, দুই ডজনের মতো দেশ জোটভুক্তির ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছে। বহুত্ববাদী বিশ্বব্যবস্থার তাগিদ জোহানেসবার্গে এবারের সম্মেলনে ৫০টি দেশে সরকার ও রাষ্ট্র প্রধান যোগ দেন। সম্মেলনের সমাপনী দিনে ‘ব্রিকস অ্যান্ড আফ্রিকা : ফস্টারিং কোলাবরেটিভ গ্রোথ, সাসটেইনেবল প্রগ্রেস অ্যান্ড কম্প্রিহেনসিভ মাল্টিলেটারালিজম’ শীর্ষক ‘জোহানেসবার্গ ঘোষণা ২’ প্রকাশ করা হয়। এই ঘোষণাপত্রে উন্নয়নশীল দেশগুলোর হয়ে জোরালো আওয়াজ তোলা হয়। সুত্র: কালের কণ্ঠ

বিশ্বনেতাদের সঙ্গে শেখ হাসিনা
ব্রিকসকে বহুমুখী বিশ্বের বাতিঘর হিসেবে আবির্ভূত হওয়ার আহ্বান, পাঁচ দফা প্রস্তাব

বিশ্ব অর্থনীতির এক-চতুর্থাংশের নিয়ন্ত্রণকারী পাঁচ দেশের জোট ব্রিকসের সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক, সাক্ষাৎ ও কুশলবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর কথা হয়েছে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। ব্রিকস সম্মেলনের বিভিন্ন অনুষ্ঠানের বাইরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ও সাক্ষাৎ হয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান অল-সাউদ, উগান্ডার ভাইস প্রেসিডেন্ট জেসিকা রোজ আলুপ্পোসহ, মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে জ্যাচিনতো নাইওসিরসহ বিভিন্ন দেশের নেতার। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা সম্পর্কে বলেন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বুধবার রাতে জোহানেসবার্গের গ্যালাঘের এস্টেট, মিড্রান্ডে তাঁর আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। সূত্র: বিডি প্রতিদিন ।

কারাগার থেকে ট্রাম্পের মুখমণ্ডলের ছবি প্রকাশ

Nagad

ছবিটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল মগশট (মুখমণ্ডলের ছবি)। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় এটি প্রকাশ করেছে জর্জিয়ার ফুলটন কারাগার কর্তৃপক্ষ। খবর-বিবিসি -বিকেলে কারাগারে আত্মসমর্পণের সময় ছবিটি তোলা হয়েছিল। এরপর ফুলটন কাউন্টি শেরিফের অফিস থেকে এটি জনসমক্ষে প্রকাশ করা হয়। এর আগে ট্রাম্পের আরেকটি মগশট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। মগশটটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে সাংবাদিক ও পর্যবেক্ষকরা ছবিটিকে ভুয়া বলে চিহিৃত করে। সূত্র: সমকাল

মক্কায় ঝড়ের তাণ্ডব ও বজ্রপাত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও জেদ্দাসহ অন্যান্য অঞ্চলে ঝড় হয়েছে। এতে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েন ওমরাহযাত্রী ও স্থানীয় বাসিন্দারা।মঙ্গলবার ঝড়ের পাশাপাশি ভয়ংকর বজ্র ও ভারি বৃষ্টিপাতও হয়। খবর খালিজ টাইমস ও এএফপির। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দেশটির মক্কা ও জেদ্দাসহ অন্যান্য অঞ্চলে শুরু হওয়া তীব্র ঝড়ের সময় ক্লক টাওয়ারে বজ্র আঘাত হানে। ঝড়ের কারণে বুধবার বন্ধ রয়েছে মক্কার স্কুল। বিভিন্ন স্থানে হয়েছে নানা ক্ষয়ক্ষতি।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কিছু ভিডিওতে দেখা গেছে ঝড়ের তাণ্ডব আর বাতাসের তীব্রতা। এমনকি ঝড়ের সময় মক্কার গ্র্যান্ড মসজিদে উপস্থিত অনেক ওমরাহযাত্রীকে তীব্র বাতাসে পড়ে যেতে দেখা যায়। সূত্র: যুগান্তর

মেধাবী ছিলেন প্রিগোঝিন, কিন্তু ভাগ্য ছিল খারাপ: পুতিন

ভাড়াটে ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন নিহত হওয়ার পর থেকেই এ বিষয়ে পুতিনের মনোভাব জানতে উদ্‌গ্রীব ছিল সারা পৃথিবীর মানুষ। অবশেষে নীরবতা ভেঙে তিনি এক সময়ের বন্ধুর প্রসঙ্গে বিবৃতি দিয়েছেন। আজ বৃহস্পতিবার একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া ভাষণে তিনি বলেছেন, ‘প্রিগোঝিন মেধাবী মানুষ ছিলেন। তবে খারাপ ভাগ্য নিয়ে এসেছিলেন।’ সূত্র আজকের পত্রিকা।

ইমরান খানকে আরেক মামলায় গ্রেপ্তারের অনুমতি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আরেকটি মামলায় জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তারের অনুমতি দিয়েছে দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে আরও বলা হয়, গত বুধবার লাহোরে সন্ত্রাসবিরোধী আদালতে পুলিশ ইমরান খানকে তথাকথিত জিন্নাহ হাউজে ভাঙচুর এবং শীর্ষ সামরিক কমান্ডারের দাপ্তরিক বাসভবনে তাণ্ডবের বিষয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে। সূত্র: দেশ রুপান্তর

বিমান বিধ্বস্তে ওয়াগনার প্রধান ‘নিহত’
ইউক্রেন ও পশ্চিমাদের সন্দেহ দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড

তবে বিমান বিধ্বস্তের ঘটনাটি আদৌ দুর্ঘটনা কি না তা নিয়ে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা সংশয় প্রকাশ করেছে। প্রিগোজিনকে হত্যার উদ্দেশ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ বাহিনী বিমানটি ধ্বংস করে থাকতে পারে বলে পশ্চিমা নেতারা আভাস-ইঙ্গিতে তা বলার চেষ্টা করেছেন।বিবিসি জানায়, প্রিগোজিনের মৃত্যুর গুঞ্জন নিয়ে মুখে কুলুপ এঁটেছে ক্রেমলিন। সেই সঙ্গে ব্রিকস সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়াল বক্তব্যে এই বিমান দুর্ঘটনার কোনো উল্লেখ ছিল না।আল-জাজিরা জানায়, গত বুধবার রাজধানী মস্কোর উত্তর-পশ্চিমের তিভিয়ের এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর সবাই নিহত হন। প্রিগোজিন বিমানটির আরোহী যাত্রীদের তালিকায় ছিলেন। প্রিগোজিনের ঘনিষ্ঠ কমান্ডার দিমিত্রি উৎকিনও ওই বিমানের যাত্রীদের তালিকায় ছিলেন। রুশ কর্তৃপক্ষ জানায়, তারা বিমান দুর্ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করেছে। তবে প্রিগোজিনের মরদেহ মিলেছে কি না তা নিয়ে কিছু জানায়নি। বিবিসি জানায়, রাশিয়ার রোসাভিয়াতসিয়া বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রিগোজিনের বিমানটি ছিল একটি এমব্রায়ার-১৩৫। এটি মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গের দিকে যাচ্ছিল। বিমানটিতে সাতজন যাত্রী ও তিনজন ক্রু ছিল। বিমানটি কুঝেনকিনো নামে একটি গ্রামের কাছে বিধ্বস্ত হয়। এই গ্রামটি মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গের দিকে যেতে অর্ধেক পথ পেরোনোর পর পরই অবস্থিত। সূত্র; দৈনিক বাংলা।

বিশ্বনেতাদের সঙ্গে শেখ হাসিনা
ব্রিকসকে বহুমুখী বিশ্বের বাতিঘর হিসেবে আবির্ভূত হওয়ার আহ্বান, পাঁচ দফা প্রস্তাব

বিশ্ব অর্থনীতির এক-চতুর্থাংশের নিয়ন্ত্রণকারী পাঁচ দেশের জোট ব্রিকসের সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক, সাক্ষাৎ ও কুশলবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর কথা হয়েছে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। ব্রিকস সম্মেলনের বিভিন্ন অনুষ্ঠানের বাইরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ও সাক্ষাৎ হয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান অল-সাউদ, উগান্ডার ভাইস প্রেসিডেন্ট জেসিকা রোজ আলুপ্পোসহ, মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে জ্যাচিনতো নাইওসিরসহ বিভিন্ন দেশের নেতার। সূত্র: বিডি প্রতিদিন।

রাশিয়া আফ্রিকার ‘বিশ্বাসযোগ্য অংশীদার’:ব্রিকসে বলেছেন পুতিন

মস্কো আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চায় এবং দেশটি খাদ্যপণ্য ও জ্বালানি সরবরাহে আফ্রিকার ‘বিশ্বাসযোগ্য অংশীদার’ হয়ে থাকবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিকসের সম্মেলনে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। ভিডিও লিংকের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ওই সম্মেলনে যোগ দেন পুতিন।বলেন, রাশিয়া আফ্রিকার সাথে ‘বহুমুখী সম্পর্ক’ গড়ে তুলতে আগ্রহী । যা ইউক্রেইনের সঙ্গে সংঘাতের ফলে জ্বালানি ও খাদ্যের মূল্য বৃদ্ধির কারণে বিপর্যস্ত হয়েছে।গত মাসে রাশিয়া কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তি প্রত্যাহার করলে বিশ্ববাজারে তার প্রভাব পড়ে। আবারও হু হু করে বেড়ে যায় খাদ্যপণ্যের দাম। যার কঠোর প্রভাব পড়ে আফ্রিকার দেশগুলোতে। সূত্র; বিডি নিউজ