৪ মিনিটে ২ গোল খেয়েও ম্যানইউর দুর্দান্ত জয়

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩

ছবি- সংগৃহীত

নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ৪ মিনিটে দুই গোল হজম করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সেখান থেকেই দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে ম্যানইউ।

শনিবার (২৬ আগস্ট) নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়া ম্যাচে ৩-২ ব্যবধানে জিতে মাঠ ছেড়েছে এরিক টেন হাগের দল।

এদিন ম্যাচের মাত্র ২ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের জালে বল জড়ান নাইজেরীয় ফুটবলার তাইয়ো আওনিয়ি। দুই মিনিট পর আবারও গোল করে নটিংহ্যাম। উইলি বলি হেড করে জাল কাঁপান।

এরপর ম্যানইউর প্রত্যাবর্তনের শুরুটা হয় ম্যাচের ১৭ মিনিটে। এক গোল শোধ করেন ক্রিশ্চিয়ান এরিকসন। বিরতিতে ২-১ গোলে এগিয়ে থেকে স্বাগতিকদের চাপে রাখে নটিংহ্যাম।

দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে সমতা ফেরান ব্রাজিলিয়ান ডিফেন্ডার কাসেমিরো। ৬৭ মিনিটে বক্সের বাইরে ফার্নান্দেসকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নটিংহ্যাম অধিনায়ক জো ওয়ারেল।

এরপর ৭৬তম মিনিটে সফল স্পট-কিকে ম্যানচেস্টার ইউনাইটেডের জয় নিশ্চিত করা গোল করেন ফার্নান্দেস। বক্সে র্যাশফোর্ডকে নটিংহ্যামের দানিলো ফাউল করলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

Nagad

সারাদিন/২৭ আগস্ট/এমবি