২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩

করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ১৩ জন শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে ৫০২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দুই দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৫ হাজার ৩২০ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭৬ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১২ হাজার ৮১১ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

সারাদিন. ২৯ আগস্ট

Nagad