আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩

সর্বজনীন পেনশনের অর্থ বিনিয়োগ হবে ট্রেজারি বিল–বন্ডে
১৭ আগস্ট সর্বজনীন পেনশন কর্মসূচি চালু করা হয়। এ নিয়ে গতকাল প্রথমবারের মতো আলোচনা সভার আয়োজন করে মেট্রো চেম্বার বা এমসিসিসিআই।

সর্বজনীন পেনশন কর্মসূচির চাঁদার অর্থ নিরাপদ খাতেই বিনিয়োগ করা হবে। প্রাথমিকভাবে সরকারের ট্রেজারি বিল ও বন্ডে এ অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান। কবিরুল ইজদানী খান বলেন, জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধীনে দুটি তহবিল থাকবে। একটি তহবিলে সরকার সরাসরি অর্থ দেবে। সেই অর্থ দিয়েই জাতীয় পেনশন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং অফিসের ব্যয় বহন করা হবে। অন্য তহবিলে জমা হবে পেনশনের চাঁদার অর্থ। সেই অর্থ কোথায় বিনিয়োগ হবে, সেটি নির্ধারণ করবে তহবিল ব্যবস্থাপনা কমিটি। সেই কমিটিতে ব্যাংকার, অর্থনীতিবিদ, নাগরিক সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিসহ অনেকে থাকবেন। প্রাথমিকভাবে নিশ্চিত ও নিরাপদ জায়গায় বিনিয়োগ করা হবে, যাতে করে এ অর্থ সুরক্ষিত থাকে এবং মুনাফাও হয়। ভবিষ্যতে একসময় এই তহবিলে অর্থ জমা অনেক বেড়ে যাবে। তখন প্রয়োজনে দ্বিতীয় পদ্মা সেতুর মতো বড় প্রকল্পে দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিকল্পনাও আছে। সূত্র: প্রথম আলো

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
জনগণ অংশ নিলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে
► ব্রিকসের সদস্য পদ চাইলে পাব না সেই অবস্থা আর নাই ► পেনশনের টাকায় নির্বাচনী ফান্ডের মতো দৈন্যে আ. লীগ পড়েনি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর কাছে অংশগ্রহণমূলক নির্বাচনের অর্থ হচ্ছে জনগণের অংশগ্রহণ। জনগণ ভোট দেবে, যে জয়ী হবে, তারা সরকারে আসবে। গতকাল মঙ্গলবার বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে তথ্য জানাতে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।সেখানে তিনি লিখিত বক্তব্যের পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। নির্বাচন প্রসঙ্গ ছাড়াও ব্রিকসে বাংলাদেশের সদস্য পদ পাওয়ার সম্ভাবনা, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, সর্বজনীন পেনশন, বাজার সিন্ডিকেটসহ নানা বিষয়ে খোলাখুলি কথা বলেন।অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ভোট ডাকাত, দুর্নীতিবাজ, গ্রেনেড হামলাকারী, খুনি, একাত্তরের যুদ্ধাপরাধী—তাদের অংশগ্রহণ কি জনগণ চায়? তারা অংশগ্রহণ করলেই বৈধ হবে, এটা তো হতে পারে না। তাদের প্রতি মানুষের ঘৃণা, এটা মনে রাখতে হবে। সূত্র; কালের কণ্ঠ

মহাসচিবের মুখপাত্র
ড. ইউনূসের ব্যাপারটি অবগত নয় জাতিসংঘ

ড. ইউনূসের ব্যাপারটি জাতিসংঘ অবগত নয় : ‘১০০ জনেরও বেশি নোবেল বিজয়ীসহ ১৬০ জনেরও বেশি বিশ্বনেতা, যাদের মধ্যে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা রয়েছেন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা একটি খোলা চিঠিতে সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসকে টার্গেট করে বিচার বিভাগের মাধ্যমে হেনস্তা করার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। তারা আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলকভাবে আয়োজন করার এবং মানবাধিকারের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। ড. ইউনূসের এই সংকটময় মুহূতে জাতিসংঘ মহাসচিবের অবস্থান কী? কারণ ড. ইউনূস জাতিসংঘের অনেক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত’- একজন সংবাদদাতার এমন এক প্রশ্নের জবাবে ডোজারিক বলেন, ‘যেমনটা এর আগেও আমরা বলেছি, জাতিসংঘ খুব গুরুত্বের সঙ্গে চায় বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন যেন অবাধ এবং সুষ্ঠু হয়। আর সবাই চায় নির্বাচনটা যেন অবাধ এবং সুষ্ঠু হয়। প্রফেসর ইউনূসের বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখব। তার মামলার বিষয়টি আমি অবগত নই।’ সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

সংসদ সদস্য আব্দুল কুদ্দুস মারা গেছেন

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস মারা গেছেন। আজ বুধবার সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর।সমকালকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ নেতা আবু হানিফ।
শ্বাসকষ্টজনিত কারণে আব্দুল কুদ্দুসকে গত শনিবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। পরে অক্সিজেনের মাত্রা কমতে থাকায় আইসিউতে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সূত্র; সমকাল

ক্রয় প্রস্তাবে জাতীয় নির্বাচন সুষ্ঠু করার যুক্তি
ডিসি-ইউএনওরা পাচ্ছেন সচিব গ্রেডের গাড়ি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভালোভাবে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) জন্য ২৬১টি গাড়ি কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ। এর মধ্যে ৬১টি ডিসিদের জন্য এবং ইউএনওদের ২০০টি। এতে মোট ব্যয় হবে ৩৮০ কোটি টাকা। সোমবার এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। সরকারের কৃচ্ছ্রসাধনের নীতি বহাল থাকা সত্ত্বেও গত কয়েক বছরের মধ্যে এবারই বেশিসংখ্যক গাড়ি পাচ্ছেন মাঠপ্রশাসনের কর্মকর্তারা। শুধু তাই নয়, গাড়ি প্রাপ্যতার শর্ত শিথিল করে তাদের ২৭০০ সিসির গাড়ি দেওয়া হচ্ছে, যা গ্রেড-১ ও ২ (সচিব ও অতিরিক্ত সচিব) পদমর্যাদার কর্মকর্তাদের প্রাধিকার। এভাবে শর্ত শিথিল করে গাড়ি কেনার যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোবাইল কোর্ট পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা ও পরিবহণ সেবা স্বাভাবিক রাখতে এ গাড়ি কেনা প্রয়োজন।’জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এবিএম মির্জ্জা আজিজুল ইসলাম যুগান্তরকে বলেন, বর্তমান রাজস্ব আহরণ পরিস্থিতি ভালো নয়। এই মুহূর্তে গাড়ি কেনার সিদ্ধান্ত সরকার না নিলেই ভালো হতো। তারা প্রতিস্থাপক করার কথা বলছে। কিন্তু সব গাড়ি কি একসঙ্গে অচল হয়েছে। আমি মনে করি, কৃচ্ছ্রসাধনের যে সিদ্ধান্ত ছিল এটি তার পরিপন্থি। গাড়ি কেনার ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা দরকার ছিল। সূত্র; যুগান্তর

চীন থেকে বিচ্ছিন্ন হতে চায় না যুক্তরাষ্ট্র, শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থান চায় বেইজিং

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেছেন, উভয় দেশের (যুক্তরাষ্ট্র ও চীন) মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উভয় পক্ষের সমান সহযোগিতা অংশীদারত্বই দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারে। চীন সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্দোর সঙ্গে বেইজিংয়ে বৈঠককালে কিয়াং এ কথা বলেন। জবাবে জিনা রাইমন্দো বলেন, চীন থেকে বিচ্ছিন্ন হতে চায় না যুক্তরাষ্ট্র। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্দোর সঙ্গে সাক্ষাৎ করেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৈঠকে দুই দেশের শীর্ষ নেতারা উভয় পক্ষের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। সূত্র: আজকের পত্রিকা।

বিবৃতি ভিক্ষা করছেন ইউনূস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে সেটাই অংশগ্রহণমূলক নির্বাচন। বিগত কয়েকটি নির্বাচনে জনগণ ভালো পরিবেশে ভোট দিয়েছে, ভবিষ্যতে ভালোভাবে ভোট দিতে পারবে। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো চাপ নেই। জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে।ড. ইউনূসের বিরুদ্ধে চলা শ্রম আদালতের মামলার বিচারিক কার্যক্রম স্থগিত করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে শতাধিক নোবলজয়ীসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তির পাঠানো চিঠি প্রসঙ্গেও কথা বলেন শেখ হাসিনা। ড. ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, নিজের প্রতি এত আত্মবিশ্বাস থাকলে আন্তর্জাতিক অঙ্গনে বিবৃতি ভিক্ষা করে বেড়ান কেন? তাদের বিবৃতি না দিয়ে বিশেষজ্ঞ ও আইনজীবী পাঠানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দলিল-দস্তাবেজ, কাগজপত্র ঘেঁটে দেখুন অন্যায় আছে কি না। এক্সপার্টরা দেখুক, অনেক কিছু পাবেন। সদ্য সমাপ্ত ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের নতুন সদস্যপদ না পাওয়ার বিষয়ে শেখ হাসিনার স্পষ্ট বক্তব্য, এখনই ব্রিকসের সদস্যপদ পেতে হবে সেই ধরনের কোনো চিন্তা ছিল না। সদস্যপদ পেতে সেই ধরনের চেষ্টাও করা হয়নি। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলন নিয়ে গতকাল মঙ্গলবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সূত্র: দেশ রুপান্তর

বড়পুকুরিয়া কয়লা খনিতে উত্তোলন বন্ধ
এ সময়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন খনির ব্যবস্থাপনা পরিচালক।দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে। খনির চলমান ‘১১০৩’ ফেইজের কয়লার মজুদ শেষ হওয়ার কারণে বুধবার থেকে উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।খনি থেকে কয়লা উত্তোলনে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে তিনি জানান, বন্ধ করে দেওয়া ফেইজের কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা তিন লাখ ২০ হাজার টন থাকলেও সেখান থেকে তিন লাখ ৭৫ হাজার টন কয়লা উত্তোলন করা হয়েছে এবং এই ফেইজের মজুদ শেষ হয়ে গেছে।“এখন বন্ধ করে দেওয়া ফেইজ থেকে ইকিউবমেন্ট বের করে নতুন ‘১৪১২’ ফেইজ স্থাপন করা হবে। সূত্র; বিডি নিউজ

বরগুনায় নয় শিক্ষককে শোকজ
বরগুনার আমতলীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের নয় শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) তাদের শোকজ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম। এ বিষয়ে তিনি বলেন, কোচিং বাণিজ্য টিকিয়ে রাখতে ক্লাস্টারভিত্তিক প্রশ্নপত্রে পরীক্ষা না নিয়ে আমতলী বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা নিজেরা প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নিয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত নয় শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে শোকজের জবাব সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।অভিযুক্ত শিক্ষকরা হলেন- আমতলী বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুনীল কংস বণিক, সহকারী শিক্ষিকা নার্গিস আক্তার, নাসিমা, ফাতেমা, লাভলী, কুলসুম, নাজমা, জোহরা ও নার্গিস নিরু। তাদের বিরুদ্ধে অভিযোগ, গত ২৩ আগস্ট আমতলীর ১৫৩টি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়। ওই পরীক্ষায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ক্লাস্টারভিত্তিক প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নিচ্ছিল। এতে বিপাকে পড়ে কোচিং বাণিজ্যে জড়িত আমতলী বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এবং ক্লাস্টারভিত্তিক প্রশ্নপত্রে পরীক্ষা না নিয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা তাদের তৈরি করা প্রশ্নপত্রে পরীক্ষা নেন। মঙ্গলবার ইংরেজি পরীক্ষা চলাকালে বিষয়টি ফাঁস হয়। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করে সত্যতা পেয়ে ঘটনার সঙ্গে জড়িত নয় শিক্ষককে শোকজ করেন। সূত্র; বাংলানিউজ

এশিয়া কাপের ‘হাইব্রিড মডেল’, দলগুলোর শক্তি ও দুর্বলতা যেখানে

বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেক ক্রিকেটপ্রেমীর কাছেই বিশ্বকাপের চেয়ে অনেক বেশি পছন্দের আসর এশিয়া কাপ। খেলাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় মানুষের কথার লড়াই, এক দেশকে কটাক্ষ করে আরেক দেশের মিডিয়ার বিদ্বেষ উদগার বা খেলা নিয়ে রাজনীতির মাঠে কথার ঝড় তোলা – এর কিছুই বাদ যায় না এশিয়া কাপে। তার ওপর ক্রিকেটের সবচেয়ে আলোচিত দ্বৈরথের – ভারত আর পাকিস্তানের মধ্যকার ম্যাচ – কারণে এশিয়া কাপের দিকে শুধু দক্ষিণ এশিয়ার নয়, সারা বিশ্বের ক্রিকেট ফ্যানরা আগ্রহ নিয়ে নজর রাখে।এবারের এশিয়া কাপ সেই হিসেবে আরো বেশি জমজমাট হবে, কারণ এবার দুই সপ্তাহের মধ্যে তিনবার ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সুযোগ রয়েছে। সূত্র; বিবিসি বাংলা।