আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
চীন, ভারত, রাশিয়ার ঋণ–সাহায্য কমেছে, বেড়েছে বিশ্বব্যাংকের
গত অর্থবছরে এডিবি, চীন, রাশিয়া ও ভারত আগের চেয়ে কম অর্থ দিয়েছে। কমেছে এনজিওর বিদেশি সহায়তাও।
বাংলাদেশের জন্য সাহায্য ও ঋণ কমে গেছে। বড় ঋণদাতা দেশ ও সংস্থাগুলোর মধ্যে কেবল বিশ্বব্যাংক ও জাপান ছাড়া বাকি প্রায় সবাই ঋণের ছাড় কমিয়ে দিয়েছে। বিশেষ করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) এবং চীন, রাশিয়া ও ভারত থেকে বাংলাদেশ আগের তুলনায় কম ঋণ পেয়েছে।বর্তমান ভূরাজনৈতিক বিবেচনায় এসব বহুজাতিক সংস্থা ও দেশগুলো বেশ গুরুত্বপূর্ণ। এ ছাড়া নির্বাচনের বছরে এসব দেশের অর্থছাড় কম হওয়া নিয়েও বেশ আলোচনা হচ্ছে। শুধু বড় দেশ ও বহুজাতিক ঋণদাতা সংস্থা নয়; বিদেশি সাহায্য সংস্থার ঋণের অর্থছাড়ের পরিমাণও কমেছে। এসব অর্থ এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মাধ্যমে আসে। কয়েক বছর ধরেই বড় বড় দাতা সংস্থা ও দেশগুলোর ঋণের অর্থছাড় বেড়েছিল। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, বিদায়ী অর্থবছরের আগের বছরের চেয়ে একলাফে ৭৪ কোটি ডলার অর্থছাড় কমেছে। সূত্র: প্রথম আলো


ভারতের চাল রপ্তানি বন্ধে বিশ্বে খাদ্যসংকট তীব্র হতে পারে
বিশ্বের সবচেয়ে বড় চাল রপ্তানিকারক দেশ ভারত। দেশটির উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় গত জুলাই মাস থেকে পানির নিচে ডুবে আছে নতুন রোপণ করা ধানের চারা। চারা পচে যাওয়ায় সংকট দেখা দিয়েছে দেশটির চালের মজুদে। এমন অবস্থায় স্থানীয় বাজারে দাম সহনীয় রাখতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাদা চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। পাশাপাশি সিদ্ধ চাল রপ্তানিতে আরোপ করেছে অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক। ভারতের এই পদক্ষেপে বৈশ্বিক খাদ্য মূল্যস্ফীতি এবং কৃষকের জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চালের ওপর নির্ভরশীল কয়েকটি দেশ এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
উল্লেখ্য, বিশ্বের ৩০০ কোটি মানুষের প্রধান খাদ্য ভাত। সূত্র: কালের কণ্ঠ
গির্জায় এলোপাতাড়ি গুলিতে নিহত ১৪
আফ্রিকার কঙ্গোর পূর্ব কঙ্গোলিজ প্রদেশের একটি গির্জায় প্রার্থনার সময় ভয়াবহ হামলায় অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। রবিবার সংঘটিত এ হামলার পেছনে দ্য কো-অপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব কঙ্গো (কোডেকো) গ্রুপ রয়েছে বলে জানিয়েছেন ডজুগু অঞ্চলের প্রশাসক রুফিন মাপেলা ও নাগরিক সমাজের নেতা ডিউডোন লোসা। রয়টার্স।লোসা বলেন, সৃষ্টিকর্তার উদ্দেশ্যে গির্জায় তারা প্রার্থনায় ছিলেন। কিন্তু অপ্রত্যাশিতভাবে কোডেকোর কয়েকজন সদস্য গির্জায় ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের ৯ বেসামরিক নাগরিক, চার হামলাকারী এবং একজন সেনা রয়েছেন। ইতুরির সেনাবাহিনীর মুখপাত্র জুলেস এনগোঙ্গো শিকুদি বলেছেন, আমরা জনগণকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। কারণ, এ বিষয়ে কাজ করছে সশস্ত্র বাহিনী। সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীটি প্রায়শই এখানকার মানুষের ওপর হামলা চালায়। কৃষি জমির ফসল, গবাদি পশুসহ অনেক কিছু লুট করে নিয়ে যায় তারা। এখানকার সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব। এখানকার ৩০ লাখ মানুষ মানবেতর জীবন ধারণ করছে বলে জানিয়েছে জাতিসংঘ। তাদের মানবিক সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে সংস্থাটি। সূত্র: বিডি প্রতিদিন।
‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পছন্দে এগিয়ে পয়লা বৈশাখ
‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালনের জন্য বেছে নেওয়া হবে বিশেষ দিন। এই দিবস নির্ধারণে বিশিষ্টজন ও রাজনৈতিক দলগুলোর মতামত জানতে গতকাল মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিতদের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছে পয়লা বৈশাখ। এছাড়া তালিকায় অক্ষয় তৃতীয়া, রাখি পূর্ণিমার মতো দিন যেমন রয়েছে, তেমনই আলোচনায় উঠে এসেছে ১৫ আগস্ট, ২৩ জানুয়ারি, এমনকি বঙ্গভঙ্গ রদের ঐতিহাসিক দিন ১২ ডিসেম্বরও। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। পছন্দ নিয়ে বৈঠকে ঐকমত্য না হলেও অপছন্দের বিষয়টিতে একবাক্যে সহমত হয়েছেন সবাই। অপছন্দের তালিকায় প্রথমের রয়েছে ২০ জুন। তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মানতে আপত্তি জানিয়েছে ‘হিন্দু মহাসভা’ও। সূত্র; সমকাল
বাবার কবরের পাশে শায়িত হলেন প্রিগোজিন
অভ্যুত্থান-নেতৃত্বদানকারী ভাড়াটে ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন গত সপ্তাহে বিমান দুর্ঘটনায় মারা যান। কঠোর নিরাপত্তা ও গোপনীয়তায় প্রিগোজিনকে জানানো হলো শেষ বিদায়। মঙ্গলবার নিজ শহর সেন্ট পিটার্সবার্গে বাবার কবরের পাশে সমাহিত হন ওয়াগনারপ্রধান। খবর এপির।ভাড়াটে সেনাদলটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, নিজ শহরেই বাবার কবরের পাশে সমাহিত করা হয়েছে প্রিগোজিনকে। কবরে ওড়ানো হয় রাশিয়া ও ওয়াগনারের পতাকা।এর আগে, স্থানীয় গির্জায় চরম গোপনীয়তায় হয় অন্ত্যিষ্টিক্রিয়া। প্রার্থণায় অংশ নেন নিকটাত্মীয়রা।অবশ্য শেষ বিদায় জানাতে পোরোখোভস্কি গোরস্থানে যান দলীয় সদস্যরা। সেখানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান। নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা ছিল পুরো এলাকা। সূত্র; যুগান্তর
রিজার্ভ সংকটে মিয়ানমার, দেশবাসীকে ভোজ্যতেলের ব্যবহার কমাতে বললেন জান্তাপ্রধান
মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ক্রমেই কমছে। পাশাপাশি ঘনীভূত হচ্ছে আর্থিক সংকটও। এই সংকটের পেছনে দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং জনগণের ভোজ্যতেলের অতিরিক্ত ব্যবহারকে দায়ী করেছেন। কারণ, প্রতিবছর ভোজ্যতেল আমদানি করতে সরকারকে ৬০০ মিলিয়ন ডলার খরচ করতে হয়। তাই ডলারের সংকট কাটিয়ে উঠতে তিনি দেশবাসীর প্রতি ভোজ্যতেলের ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন। থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ আগস্ট দেশটির অর্থনৈতিক কমিটির বৈঠকে মিন অং হ্লাইং এ কথা বলেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারের শীর্ষ দুই ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এই সংকট আরও ঘনীভূত হয়েছে। সূত্র: আজকের পত্রিকা।
ভারতের সিদ্ধান্তে বৈশ্বিক শঙ্কা
অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ ও স্থানীয় প্রাপ্যতা নিশ্চিত করতে জুলাইয়ের শেষদিকে বাসমতী ছাড়া অন্য চালের রপ্তানি বন্ধ করে দেয় ভারত। বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ থেকে আসা এ নিষেধাজ্ঞা বিশ্ববাজারে আতঙ্ক সৃষ্টি করেছে। কারণ বিশে্বর কয়েক ডজন দেশ, বিশেষ করে এশিয়া ও সাব-সাহারান আফ্রিকার দেশগুলো ভারতীয় চালের ওপর নির্ভরশীল। বিশ্বের ৩০০ কোটির বেশি মানুষের প্রধান খাদ্য চাল। বিশ্বব্যাপী চাল রপ্তানির ৪০ শতাংশই করে ভারত। কিন্তু বৈরী আবহাওয়ায় ভারতে গত কয়েক বছর চালের উৎপাদন কম হচ্ছে; বিশেষ করে বন্যায় ক্ষতির মুখে ভারতের চালের ফলন। সংবাদমাধ্যম সিএনএন জানায়, উত্তর ভারতে প্রবল বৃষ্টিপাতের কারণে গত জুলাই মাস থেকে নতুন লাগানো ধানের চারাগুলো ডুবে আছে পানির নিচে। ফসলের ক্ষতি ছাড়াও তীব্র বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে ওই অঞ্চলে। ফলে ভারত অভ্যন্তরীণ চাল সংকটের ঝুঁকিতে আছে। দেশের ভেতরে চালের চড়া দাম সহনীয় পর্যায়ে আনতে এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সাদা চাল রপ্তানি নিষিদ্ধ করেছে দেশটির সরকার। এরপর চাল রপ্তানিতে আরও কিছু বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। যেমন আধা সেদ্ধ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এমনকি নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে বাসমতি চাল রপ্তানিতেও। সূত্র; দেশ রুপান্তর
চীনে কনের বয়স ২৫’র কম হলেই মিলবে ‘নগদ পুরস্কার’!
চীনের পূর্বাঞ্চলের একটি কাউন্টিতে যদি কনের বয়স ২৫ বা তার কম হয় তবে নবদম্পতির জন্য নগদ এক হাজার ইউয়ান ‘পুরস্কার’ ঘোষণা করা হয়েছে। মূলত তরুণ-তরুণীদের বিয়েতে আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ।জন্মহার নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে রাখতে একসময় কঠোর আইন প্রয়োগ করা চীনই এখন জন্মহার বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে। কারণ, দেশটিতে শিশু জন্মহার বর্তমানে নিম্নমুখী। গত ছয় দশকের মধ্যে গতবছর প্রথমবার দেশটিতে মোট জনসংখ্যা কমেছে। ফলে তারা বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ থেকে এক ধাপ পিছিয়ে দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার দেশে পরিণত হয়েছে। বর্তমানে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ভারত।বিবিসি জানায়, গত সপ্তাহে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাট এ চ্যাংশান কাউন্টির অফিশিয়াল পেজে একটি নোটিস জারি করা হয়।
যে নোটিসে বলা হয়, প্রথমবার বিয়ের ক্ষেত্রে ‘উপযুক্ত বয়সে বিয়ে এবং সন্তান জন্মদানে’ উৎসাহ দিতে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। সূত্র; বিডি নিউজ
নতুন মানচিত্রে তাইওয়ান ও অরুণাচলকে সীমানাভুক্ত করলো চীন
সোমবার (২৮ আগস্ট) নিজ দেশের নতুন এক মানচিত্র প্রকাশ করেছে চীন। এই মানচিত্রে গোটা অরুণাচল প্রদেশকে চীনের অংশ হিসেবে দেখানো হয়েছে। আকসাই চীনের সঙ্গে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরকেও চীন তাদের অংশ বলে দাবি করেছে এই মানচিত্রে।চীনের এই নতুন মানচিত্র সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয় সংকর বলেছেন, চীন এমন সব ভূখণ্ড নিয়ে নিজেদের মানচিত্র তৈরি করেছে যা তাদের নয়। এটি তাদের একটি পুরানো অভ্যাস। ভারতের কিছু অংশ চীনে মানচিত্রের সঙ্গে জুড়ে দিলেই তা বাস্তব অবস্থা পরিবর্তন করে না। আমাদের সরকার ভারতের ভূগৌলিক সীমা সম্পর্কে খুবই সচেতন। একটি অযৌক্তিক দাবি করে বসলেই অন্যের এলাকা আপনার হয়ে যায় না। খবর এনডিটিভি। সূত্র; বাংলানিউজ
রাশিয়ার বিমানবন্দরে ড্রোন হামলায় সামরিক বিমানে আগুন
রাশিয়ার উত্তর-পশ্চিম এলাকার শহর পেসকভের একটি বিমানবন্দরে ড্রোন হামলায় চারটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির বার্তা সংস্থাগুলো জানিয়েছে।এর মধ্যে দুটি ইল্যুশিন এল-৭৬ পরিবহন বিমানে আগুন ধরে যায় বলে জানা যাচ্ছে।স্থানীয় গভর্নর জানিয়েছেন, এর আগে আরেকটি ড্রোন হামলা ঠেকিয়ে দেয় সামরিক বাহিনী। তিনি একটি ভিডিও আপলোড করেছেন যাতে বড় ধরনের একটি আগুন জ্বলতে দেখা যাচ্ছে। সেই সময় বিস্ফোরণের শব্দও শুনতে পাওয়া যায়। পেসকভ শহরটি ইউক্রেন থেকে ৬০০ কিলোমিটার দূরে আর এস্তোনিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত।পেসকভের আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদের্নিকভ টেলিগ্রামে একটি পোস্টে লিখেছেন, ‘’পেসকভ বিমানবন্দরের ওপর চালানো একটি ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।‘’তিনি নিজে ওই ঘটনার প্রত্যক্ষদর্শী জানিয়ে মি. ভেদের্নিকভ লিখেছেন, ‘’প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা যাচ্ছে, ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।‘’ সূত্র: বিবিসি বাংলা।