আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩

 

দ্বিতীয় দিনে প্রায় ২২ লাখ টাকার টোল আদায় এক্সপ্রেসওয়েতে

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার দ্বিতীয় দিনে এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছে ২৭ হাজারের বেশি গাড়ি। এসব গাড়ি থেকে প্রায় ২২ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আখতার এ তথ্য জানান।তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় (৪ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ৫ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি উঠেছে মোট ২৭ হাজার ১২১টি। এসব গাড়ির মধ্যে বিমানবন্দর থেকে বনানী, মহাখালী, ফার্মগেটের পথে ১৪ হাজার ৩০০টি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেটের পথে ৩ হাজার ১০৫টি গাড়ি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দরের পথে ২ হাজার ৯৪৪টি গাড়ি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরের পথে ৬ হাজার ৭২৮টি গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছে। এসব গাড়ি থেকে মোট টোল আদায় হয়েছে ২১ লাখ ৯৭ হাজার ৪০ টাকা। সূত্র: কালের কণ্ঠ

দ্বিপক্ষীয় সম্পর্ক
ঢাকায় লাভরভের ২৪ ঘণ্টার ‘রাজনৈতিক’ সফর

ঢাকায় ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যোগ দেবেন বলে কথা ছিল। শেষ পর্যন্ত তিনি আসেননি।
আইওআরএর বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের নভেম্বরে। তখন সের্গেই লাভরভের সফরের কথা শুনে অনেকেই কৌতূহলী হয়ে উঠেছিলেন। কারণ, রাশিয়ার ক্ষমতার পরিমণ্ডলে লাভরভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। ইউক্রেনের সঙ্গে রাশিয়া যুদ্ধে জড়ানোর পর বিশ্বের নানা প্রান্ত ঘুরে গুরুত্বপূর্ণ আলোচনার দায়িত্বটা তাঁর কাঁধে। ওদিকে রাশিয়া তখন সবে আইওআরএর পর্যবেক্ষক হয়েছে। এরপরই মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে সের্গেই লাভরভের বাংলাদেশ আসার বিষয়টি ঠিক হয়েছিল, যা অনেককে অবাক করেছিল।সেবার ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সের্গেই লাভরভের সৌজন্য সাক্ষাতের প্রস্তুতি নেওয়া হয়েছিল। শেষ মুহূর্তে অনিবার্য কারণ দেখিয়ে লাভরভের ঢাকা সফর বাতিল করে মস্কো। সূত্র; প্রথম আলো

ভেজাল ওষুধে রোগীর সর্বনাশ

Nagad

কিশোরগঞ্জের বিসিক শিল্পনগরীতে কারখানা করে ওষুধ তৈরি করছে ইস্ট বেঙ্গল ইউনানী। এখানে নিয়মিত আয়ুর্বেদিক ওষুধ উৎপাদন করার জন্য ওষুধ প্রশাসন অধিদফতর অনুমোদন দেয়। কিন্তু আয়ুর্বেদিক ওষুধের আড়ালে এই কারখানায় দিনের পর দিন তৈরি হতে থাকে গ্যাস্ট্রিকসহ বিভিন্ন রোগের নকল ওষুধ। খবর পেয়ে ঔষধ প্রশাসন অধিদফতর অভিযান চালালে পালিয়ে যায় ভেজাল ওষুধ চক্রে জড়িতরা। কারখানাটি সিলগালা করেছে অধিদফতর। ইউনানী ওষুধ উৎপাদনের জন্য লাইসেন্স রয়েছে ২৮৪টি প্রতিষ্ঠানের। নীতিমালা অনুসরণ করে ওষুধ উৎপাদনের কথা তাদের। তা না করে বৈধ কারখানায় নকল ওষুধ উৎপাদন করছে প্রতিষ্ঠানগুলোর কয়েকটি। এসব কারখানায় কিডনি, ক্যান্সার থেকে শুরু করে সব ধরনের দুরারোগ্য ব্যাধির নকল ওষুধ তৈরি হচ্ছে। আয়ুর্বেদিক কারখানার অনুমোদন থাকায় সন্দেহ করছে না প্রশাসন কিংবা সাধারণ মানুষ। জনবল সংকটের কারণে এসব কারখানায় নিয়মিত তদারকি করতে পারছে না ওষুধ প্রশাসন অধিদফতর। সূত্র: বিডি প্রতিদিন।

মৌসুমের শেষ সময়ে এসেছে ‘ডেঙ্গু’ অ্যাপ
সাড়া মেলেনি আগেরটিতে

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার নানা ব্যবস্থা গ্রহণের কথা বললেও এর প্রকোপ কমছে না। এরই মধ্যে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ১ লাখ ৩৩ হাজার ১৩৪-এ দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ৬৪৬ জনের। এমন অবস্থায় ‘ডেঙ্গু’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করছে স্বাস্থ্য বিভাগ। আজ মঙ্গলবার অ্যাপটি উন্মুক্ত করা হবে।স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকা মেডিকেলে ‘ডেঙ্গু’ অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এর আগে ২০১৯ সালে এডিস মশা নিয়ন্ত্রণে এমন একটি অ্যাপ চালু করা হলেও তাতে সাড়া মেলেনি। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন অ্যাপের মাধ্যমে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গু রোগীর ‘ফ্লুইড ম্যানেজমেন্ট’ করতে পারবেন। রোগীর কখন কী পরিমাণ ফ্লুইড প্রয়োজন, তা এই অ্যাপের মাধ্যমে জানা যাবে। এ ছাড়া কোন হাসপাতালে কত শয্যা ফাঁকা, তা জানতে পারবে সাধারণ মানুষ। করোনার সময় করোনাডটবিডি ওয়েবসাইটের মাধ্যমে এমন সেবা দেওয়া হয়। সূত্র; সমকাল

৭৮% নতুন ভবনে অগ্নিঝুঁকি

প্রতি বছর রাজধানী ঢাকায় যে ৯০ হাজার ভবন নির্মাণ হচ্ছে তার মধ্যে ৭০ হাজারই রাজউকের অনুমোদন ছাড়া নির্মিত হচ্ছে। এসব ভবনের ৭৮ শতাংশেরই ফায়ার সেফটির সার্টিফিকেট নেই।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন গতকাল দুপুরে এক অনুষ্ঠানে এমন তথ্য জানান। গতকাল সদর দপ্তরে নবগঠিত ‘ফায়ার সার্ভিস রিপোর্টার্স ফোরামের’ নেতাদের সঙ্গে পরিচয়-পর্ব অনুষ্ঠানে তিনি বলেন, ‘এসব ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের নিজস্ব কোনো ম্যাজিস্ট্রেট নেই। আমরা মাঝেমধ্যে বিভিন্ন জায়গা থেকে ম্যাজিস্ট্রেট ধার নিয়ে অভিযান করছি।’ফায়ার সার্ভিসের ডিজি বলেন, এ মুহূর্তে ফায়ার সার্ভিসের জনবল ১৪ হাজার ৪৪৮ জন। রাজধানীতে ১২ হাজার জন মানুষের জন্য একজন ফায়ার ফাইটার। আর সারা দেশে ১১ হাজার ৭০০ জনে একজন ফায়ার ফাইটার রয়েছেন। আমেরিকায় ৯০০ জনে একজন করে ফায়ার কর্মী রয়েছেন। তবে কত মানুষে কতজন ফায়ার কর্মী থাকবেন সেটা নিয়ে আন্তর্জাতিক কোনো হিসাব নেই। আমরা তো ২০৪১ সালে উন্নত দেশে যেতে চাচ্ছি। তাহলে তো ৯০০ জনে না হোক এক হাজার জনে একজন লাগবে। সূত্র: দেশ রুপান্তর

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রতিবেদন
রপ্তানির আড়ালে ৬৮২ কোটি টাকা পাচার
রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বিল অব এক্সপোর্ট জালিয়াতি করে অন্য রপ্তানিকারক প্রতিষ্ঠানের ইএক্সপি ব্যবহার করে * ‘রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনগত কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান’

তৈরি পোশাক রপ্তানির আড়ালে গত ৫ বছরে ১৪টি প্রতিষ্ঠান অন্তত ৬৮২ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এসব প্রতিষ্ঠান সিএন্ডএফ এজেন্টের সহায়তায় জাল কাগজপত্র বানিয়ে পণ্য বোঝাই শত শত কনটেইনার মধ্যপ্রাচ্যসহ ২৮টি দেশের অপ্রচলিত বাজারে রপ্তানি করে। প্রতিষ্ঠানগুলো বিল অব এক্সপোর্ট জালিয়াতি এবং অন্য রপ্তানিকারক প্রতিষ্ঠানের ই-এক্সপি ব্যবহার করে চট্টগ্রাম বন্দর দিয়ে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৫ বছরে এসব পণ্য রপ্তানি করে।কিন্তু পণ্যগুলোর বিপরীতে প্রযোজ্য বৈদেশিক মুদ্রা দেশে আসেনি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক এমনকি কাস্টমস কর্তৃপক্ষও কোনো প্রশ্ন তোলেনি, কারও বিরুদ্ধে তদন্তও হয়নি। তবে সম্প্রতি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বিষয়টি নিয়ে কাজ শুরু করে। সংস্থাটির যুগ্ম পরিচালক মো. শামসুল আরেফিন খান সোমবার বিষয়টি নিশ্চিত করেন। সূত্র: যুগান্তর

ইউনূসকে নিয়ে বিশ্বনেতাদের চিঠি ‘বিচারব্যবস্থায় হস্তক্ষেপ’, রাবির প্রগতিশীল শিক্ষকদের উদ্বেগ

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশ্বনেতাদের খোলা চিঠি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক ড. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তারা এ উদ্বেগ প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে শ্রম আদালতে চলমান মামলা স্থগিত করার জন্য একটি খোলা চিঠি দেন বিভিন্ন দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী, কয়েকজন নোবেল বিজয়ী এবং সুশীল সমাজের সদস্যরা। এ চিঠির বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। সূত্র; আজকের পত্রিকা।

রবি ফসলের উৎপাদন বৃদ্ধিতে ১৮৯ কোটি টাকা দেবে সরকার

চলতি অর্থবছরে রবি মৌসুমের ১০ ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ১৮৮ কোটি ৪৯ লাখ টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও চারা খাত থেকে এ প্রণোদনা দেয়া হবে। ইতোমধ্যে এ-সংক্রান্ত আদেশ জারি হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ ফসলের মধ্যে আছে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ডাল।
এ প্রণোদনার আওতায় ৬৪টি জেলার ১৯ লাখ ৫৩ হাজার ৭০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনা মূল্যে বীজ ও সার দেয়া হবে।একজন কৃষক ১০টি ফসলের যেকোনো একটি চাষের জন্য এ প্রণোদনা পাবেন। প্রণোদনার আওতায় এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় গম বীজ ২০ কেজি, ভুট্টার বীজ ২ কেজি, সরিষা বা সূর্যমুখীর বীজ ১ কেজি, চিনাবাদামের বীজ ১০ কেজি, সয়াবিনের বীজ ৮ কেজি, শীতকালীন পেঁয়াজের বীজ ১ কেজি, মুগ বা মসুরের বীজ ১ কেজি ও খেসারির বীজ ৮ কেজি ও সার বিনা মূল্যে পাবেন। সূত্র: দৈনিক বাংলা।

‘দীর্ঘদিন ভল্টের স্বর্ণ সরিয়ে সুড়ঙ্গ তৈরির নাটক!’

দীর্ঘদিন ভল্টের স্বর্ণ সরিয়ে সুড়ঙ্গ তৈরির নাটক! – এটি দৈনিক সমকাল পত্রিকার শিরোনাম। এতে বলা হয়েছে, তদন্ত কর্মকর্তারা মনে করছেন, স্বর্ণ চুরির ঘটনা ভিন্ন খাতে নিতেই সুড়ঙ্গ তৈরির নাটক করা হয়েছে। আসলে সুড়ঙ্গ দিয়ে নয়, বরং অনেক দিন ধরে ধীরে ধীরে স্বর্ণ সরানো হয়েছে। যারা লকার রুমে নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাদের মধ্যে তিন জনকে সন্দেহের কেন্দ্রে রেখে তদন্ত করছে পুলিশ।
এদিকে, বিমানবন্দরের লকার থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনার আপডেট নিয়ে সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো। যার শিরোনামে বলা হয়েছে, দুজন শনাক্ত, সন্দেহে আরো দুই কর্মকর্তা।
এতে বলা হয়েছে, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত হয়ে বলেছেন যে, শুল্ক বিভাগের কোন না কোন কর্মকর্তার যোগসাজশে বিমানবন্দরের লকার থেকে ৫৫ কেজি সোনা চুরি হয়েছে। এর মধ্যে দুজন কর্মকর্তাকে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সন্দেহের তালিকায় আরও দুজন কর্মকর্তা রয়েছেন। সূত্র; বিবিসি বাংলা।

এক্সপ্রেসওয়েতে দ্বিতীয় দিনে প্রায় ২২ লাখ টাকার টোল আদায়

সর্বসাধারণের জন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার দ্বিতীয় দিনে এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছে ২৭ হাজারের বেশি গাড়ি। এসব গাড়ি থেকে প্রায় ২২ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বিষয়টি ঢাকা পোস্টকে জানান ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আখতার। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় (৪ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ৫ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি উঠেছে মোট ২৭ হাজার ১২১টি। এসব গাড়ির মধ্যে বিমানবন্দর থেকে বনানী, মহাখালী, ফার্মগেটের পথে ১৪ হাজার ৩০০টি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেটের পথে ৩ হাজার ১০৫টি গাড়ি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দরের পথে ২ হাজার ৯৪৪টি গাড়ি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরের পথে ৬ হাজার ৭২৮টি গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছে। এসব গাড়ি থেকে মোট টোল আদায় হয়েছে ২১ লাখ ৯৭ হাজার ৪০ টাকা। সূত্র: ঢাকা পোস্ট