আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
জি-২০ সম্মেলনে নাও যেতে পারেন সি, হতাশ বাইডেন
মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হোয়াইট হাউস গতকাল সোমবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। তবে করোনা পরীক্ষায় প্রেসিডেন্ট জো বাইডেনের ফল নেগেটিভ এসেছে। ৭২ বছর বয়সী জিল বাইডেনের শরীরে মৃদু উপসর্গ রয়েছে। গত বছরের আগস্টে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। আর ৮০ বছর বয়সী বাইডেন গত বছরের জুলাইয়ে করোনায় আক্রান্ত হন।জিল বাইডেনের যোগাযোগ পরিচালক এলিজাবেথ আলেজান্দার এক বিবৃতিতে জানান, তিনি ডেলাওয়্যার অঙ্গরাজ্যের রেহোবথ সৈকতে তাঁর বাড়িতে থাকবেন। বাইডেন গতকাল সন্ধ্যায় ডেলাওয়্যার থেকে একাই ফিরে এসেছেন। সূত্র: প্রথম আলো


জাকার্তায় আজ সম্মেলন শুরু
বিভক্তি দূর করাই চ্যালেঞ্জ
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দক্ষিণ-পূর্ব এশিয়া সহযোগিতা সংস্থা তথা আসিয়ান জোটের চার দিনব্যাপী শীর্ষ সম্মেলন আজ মঙ্গলবার শুরু হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মিয়ানমার সংকটসহ নানা কারণে জোটভুক্তদের মধ্যে অনৈক্য আগের চেয়ে এখন বেশি। এর ফলে সম্মেলন শেষমেশ আগের মতো সিদ্ধান্তহীনতায় শেষ হতে পারে।আসিয়ান জোটে দীর্ঘদিন থেকে বড় ইস্যু হচ্ছে মিয়ানমার সংকট, যা এবারের সম্মেলনের বড় আলোচ্য।চীনের সাম্প্রতিক ‘স্ট্যান্ডার্ড মানচিত্র’ বিতর্ক নতুন ইস্যু হিসেবে আবির্ভূত হয়েছে। বিশ্লেষকদের ভাষ্য, সদস্যের কারো কারো চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সখ্য গড়ার পরিপ্রেক্ষিতে বিভক্তির চিত্র সুস্পষ্ট হচ্ছে। এ অবস্থায় বিভক্তি দূর করাই চ্যালেঞ্জ। ২০২১ সালে এপ্রিলে আসিয়ানের দেওয়া শান্তি প্রস্তাব বাস্তবায়ন করেনি মিয়ানমার। সূত্র: কালের কণ্ঠ
ঝাঁকে ঝাঁকে রুশ ড্রোনের হামলা ইউক্রেনের বন্দরে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ফের তীব্র হয়ে উঠছে খাদ্যসংকটের আশঙ্কা। পর পর দুই দিন ইউক্রেনের বৃহত্তম বন্দরে ভয়াবহ হামলা চালায় রুশ বাহিনী। গত রবিবার ওডেসা অঞ্চলের দানিউব নদীবন্দরে সাড়ে তিন ঘণ্টাব্যাপী ওই ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে দুজন নিহত হন। এর জের না কাটতেই ফের গতকাল সকালে ওডেসায় ড্রোন হামলা চালায় রাশিয়া। দানিউব নদীর ইজমাইল বন্দরকে নিশানা করে রুশ সেনাবাহিনী। এর ফলে শস্য রপ্তানি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। আর এই হামলা এমন সময় চালানো হলো যখন ইউক্রেনের খাদ্য রপ্তানি নিয়ে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বৈঠক হওয়ার কথা। ইউক্রেন কর্তৃপক্ষ জানায়, গতকাল ভোরে পঙ্গপালের মতো ঝাঁকে ঝাঁকে নেমে আসে রাশিয়ার ড্রোন। এয়ার ডিফেন্স সিস্টেম কিছু ড্রোন প্রতিহত করতে পারলেও বন্দরটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন।
বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় উদ্বিগ্ন কলকাতার হোটেল ব্যবসায়ীরা
পশ্চিমবঙ্গের কলকাতায় দিন দিন কমতে শুরুর করেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার হোটেল ব্যবসায়ীরা। সম্প্রতি ভিসা জটিলতা এবং নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে কলকাতায় বাংলাদেশ থেকে আসা পর্যটকের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। আর তাতে মাথায় হাত পড়েছে কলকাতার বিশেষ করে নিউমার্কেট এলাকার হোটেল ব্যবসায়ীদের।
কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার নিউমার্কেট চত্ত্বর। কেনাকাটা থেকে শুরু করে খাওয়া-দাওয়া, সাজসজ্জা; সবকিছু প্রায় এক ছাতার তলায় পাওয়া যায় নিউমার্কেট চত্ত্বরে। তাই বিদেশিদের কাছে, বিশেষ করে বাংলাদেশিদের কাছে নিউমার্কেট স্বাভাবিকভাবেই অত্যন্ত পছন্দের এক জায়গা। অনেকের কাছেই আবার মিনি বাংলাদেশ বলেও পরিচিত। বাংলাদেশিরা পর্যটকরা কলকাতায় পা রেখে নিউমার্কেটের মার্কুইস স্ট্রীট, কিডস স্ট্রীট, সদর স্ট্রীট, টটি লেনসহ বিভিন্ন জায়গার হোটলে অবস্থান করে। কিন্তু প্রশ্ন হলো, এই নিউমার্কেটে বাংলাদেশি নাগরিকরা কতটা নিরাপদ ও সুরক্ষিত? সূত্র: সমকাল
রাশিয়া যাচ্ছেন কিম জং উন
চলতি মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়া সফরে যাবেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। অস্ত্র সরবরাহ ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করবেন কিম। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বিবিসির মার্কিন পার্টনার সিবিএস নিউজকে এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।প্রতিবেদনে বলা হয়েছে, পিয়ংইয়ং থেকে অস্ত্রে সজ্জিত ট্রেনে রুশ শহর ভ্লাদিভোস্টকে যেতে পারেন কিম। তবে বৈঠকের সম্ভাব্য স্থান নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি রাশিয়া বা উত্তর কোরিয়া। গত জুলাইয়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সাথে সাক্ষাৎ হয় কিমের। কোরিয় যুদ্ধ অবসানের ৭০তম বার্ষিকী উদযাপনে অনুষ্ঠিত বিশাল সামরিক প্যারেড পরিদর্শন করেন শোইগু। এর আগে, রাশিয়া-উত্তর কোরিয়ার অস্ত্র সংক্রান্ত আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছিল হোয়াইট হাউস। সূত্র: দেশ রুপান্তর
পুরোনো মিত্র ছেড়ে প্রিয় বন্ধুর ঘরে
কেন ভারত ছেড়ে চীনে পুতিন
দরজায় কড়া নাড়ছে জি-২০ শীর্ষ সম্মেলন। বিশ্বনেতাদের মহাসমাগমের সবচেয়ে বড় মিলনমেলা। ইতিহাসের প্রথমবারের মতো এবারের আয়োজক দেশ ভারত। এশিয়ায় সোভিয়েত পরবর্তী রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ট বন্ধু। অথচ আসন্ন এ সম্মলনে ‘পুরোনো মিত্র’ ভারতের আহ্বানকে কৌশলে এড়িয়ে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (৭০)। ‘ব্যস্ত সময়সূচি’র চাপে সম্মেলনের জন্য আলাদা অবসর খুঁজে নেওয়া সম্ভব হয়নি তার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোন বার্তায় এমনটাই জানিয়েছেন পুতিন। তার পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আসবেন দিল্লিতে। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু বিষয়টি সমালোচনায় উঠল তখনই যখন ‘প্রিয় বন্ধু’ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এক ডাকেই সাড়া দিলেন প্রেসিডেন্ট পুতিন। অক্টোবরে চীনের উদ্দেশে যাত্রাও করবেন তিনি।পুতিনের না আসার ব্যাপারটি সোমবার আরও জোরালো হয়ে ওঠে বিশ্বরাজনীতিতে। এদিন দুপুরের এক সংবাদ সম্মেলনে ধোঁয়াশা কাটিয়ে শি জিনপিংয়েরও ভারত না যাওয়ার বিষয়টি নিশ্চিত করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয়, শি’র পরিবর্তে যোগ দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। আগের দিন রোববারই এই সম্মেলনে যোগ দেওয়ার আগেই হতাশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চীন প্রেসিডেন্টের অনুপস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘তাকে (শি জিনপিং) দেখার জন্যই (ভারতে) যাচ্ছি।’ এ বিষয়ে অবশ্য আর বিস্তারিত কিছু বলেননি তিনি। সূত্র; যুগান্তর
আমিরাতের রাস্তায় ৬৫ টনের বেশি ওজনের গাড়ি চলাচল নিষিদ্ধ হচ্ছে
উন্নত অবকাঠামোর সুরক্ষা এবং সড়ক নিরাপত্তার স্বার্থে রাস্তায় ৬৫ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষিদ্ধ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ২০২৪ সাল থেকে এই নিয়ম কার্যকর করা হবে। যানবাহনের ওজন নিয়ন্ত্রণে একটি কেন্দ্রীয় সরকারের আইনের অংশ হিসেবে এই বিধান সম্প্রতি দেশটির মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।সোমবার (৪ সেপ্টেম্বর) সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এক বিবৃতিতে বলেছেন, ‘এর উদ্দেশ্য হলো আমাদের উন্নত অবকাঠামোর সুরক্ষা এবং সড়ক নিরাপত্তা বাড়ানো।’ সূত্র; আজকের পত্রিকা ।
ভারতে ‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে বিতর্ক
ভারতে ‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে ফের তৎপরতা শুরু করেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। চলতি মাসে পার্লামেন্টের বিশেষ অধিবেশনে আসতে পারে এ-সংক্রান্ত বিল। বিরোধীরা এই নীতির সমালোচনা করছে। সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, ভারতে একই সঙ্গে লোকসভা ও রাজ্য বিধানসভার নির্বাচন করতে চায় কেন্দ্রের বিজেপি সরকার। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে ফের এই নীতি নিয়ে তৎপরতা দেখা যাচ্ছে। আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সেই অধিবেশনে একসঙ্গে দুই নির্বাচন আয়োজনসংক্রান্ত বিল পেশ করা হতে পারে। সূত্র: দৈনিক বাংলা ।
মুকেশ আম্বানির অঢেল সম্পদের উত্তরাধিকারী হচ্ছেন যারা
কর্পোরেট এলিটদের জীবন নিয়ে তৈরি এমি-পুরস্কার বিজয়ী টিভি নাটক ‘সাকসেশন’ হয়তো অনেকেই দেখেছেন – যার শেষ পর্ব সারা বিশ্বের অসংখ্য দর্শককে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। কিন্তু ভারতে এখন যা সংবাদ শিরোনাম হয়ে উঠেছে তার বিষয়বস্তু হচ্ছে বাস্তব জীবনের এক ধনকুবেরের উত্তরাধিকারের পরিকল্পনা – যার সাথে জড়িত শত শত কোটি ডলারের সম্পদ।বর্তমানে এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি হচ্ছেন মুকেশ আম্বানি – যিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান। রিটেইল থেকে শুরু করে তেল শোধনাগার পর্যন্ত তার বিশাল বিনিয়োগের সাম্রাজ্যের পরিমাণ ২২,০০০ কোটি ডলার। এরই পরিচালকমণ্ডলিতে এখন বসবেন মুকেশ আম্বানির তিন সন্তান।এরা হচ্ছেন দুই যমজ সন্তান ইশা ও আকাশ – যাদের বয়স এখন ৩১ – আর অনন্ত, তার বয়স ২৮। শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে তারা পরিচালকমন্ডলিতে যোগ দেবেন।মুকেশ আম্বানি সোমবার এক বিবৃতিতে বলেছেন, এর ফলে রিলায়েন্সে পুরোনো নেতৃত্বের অভিজ্ঞতার সাথে নতুন নেতৃত্বের উচ্চাভিলাষ যোগ হবে। সূত্র: বিবিসি বাংলা।
যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে গোলাগুলি, হতাহত ৫
যুক্তরাষ্ট্রে একটি নাইটক্লাবে গোলাগুলিতে অন্তত দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। উত্তর আমেরিকার এই দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাবামার একটি নাইটক্লাবে স্থানীয় সময় সোমবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে গোলাগুলির জেরে হতাহতের এই ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আলাবামার একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে অন্তত দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে সিএনএন জানিয়েছে। সেই ঘটনার কিছুক্ষণ পর হাসপাতালের জরুরি বিভাগে আসা একটি গাড়িতে গুলি চালানো হয়। নাইটক্লাবের গোলাগুলিতে আহত ব্যক্তিদের লক্ষ্য করে ওই হামলা হয় বলে মনে করা হচ্ছে। সূত্র: ঢাকা পোস্ট