উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য মার্কিন দূতাবাসের ‘ইউনিভার্সিটি ফেয়ার’

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘ইউনিভার্সিটি ফেয়ার’ আয়োজন করছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

আগামী ০৭ সেপ্টেম্বর বন্দর নগরী চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে এবং ০৯ সেপ্টেম্বর রাজধানী ঢাকার শেরাটন হোটেলে এই মেলা অনুষ্ঠিত হবে।

জাগো ফাউন্ডেশন’-এর সহযোগিতায় মার্কিন দূতাবাসের এডুকেশন-ইউএসএ প্ল্যাটফর্ম এই মেলার আয়োজন করছে। মেলায় আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট উভয় ধরনের আবেদনকারীরা অংশ নিতে পারবেন।

মেলায় যুক্তরাষ্ট্রের ৩০টিরও বেশি স্বীকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বাংলাদেশি শিক্ষার্থীরা মেলায় যুক্তরাষ্ট্রের ওইসব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি যোগাযোগ করার অনন্য সুযোগ পাবেন।

তারা একাডেমিক প্রোগ্রাম, ক্যাম্পাস জীবন, আর্থিক সহায়তার সুযোগ, আবেদন পদ্ধতি এবং আবেদন ফি মওকুফ সম্পর্কে মূল্যবান তথ্য জানতে পারবেন। মেলায় অংশ নিতে https://edusafair.com/ এই লিংকে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে।

সারাদিন/০৫ সেপ্টেম্বর/এমবি 

Nagad