সাজেকে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেপ্তার ১

রাঙামাটি সংবাদদাতারাঙামাটি সংবাদদাতা
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৩

ছবি- সংগৃহীত

রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক ভ্রমণে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী দিপীতা চাকমাকে (২৫) অপহরণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) সকালে সাজেকের সীমান্তবর্তী দাড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম দানপ্রিয় চাকমা (২৬)। তিনি সাজেক দাড়িপাড়া গ্রামের অনিল চাকমার ছেলে।

রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তোহিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপহরণেন ঘটনায় জড়িতদের ধরতে ওই এলাকায় যৌথ অভিযান চলমান রয়েছে। সন্দেহে আজ সকালে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দানপ্রিয় চাকমার রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে দীপিকা চাকমার পিতা স্মৃতেন্দু বিকাশ চাকমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় দুই-তিনজনকে আসামি করে রাঙামাটির সাজেক থানায় মামলা দায়ের করেন।

বুধবার (০৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের একদল শিক্ষার্থী সাজেক যাওয়ার পথে শিজকছড়ি এলাকা থেকে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে দীপিকা চাকমাকে তুলে নিয়ে যায়। এই ঘটনার পরপর উদ্ধার অভিযানে নামে যৌথ বাহিনী। অপহরণের ৬ ঘণ্টা পরে সাজেকের দাড়িপাড়া থেকে তাকে উদ্ধার করা হয়।

Nagad

সারাদিন/০৭ সেপ্টেম্বর/এমবি