আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৩

মশা নিয়ন্ত্রণে শুধুই লোক দেখানো কার্যক্রম

এক সময় গুটিকয়েক প্রতিষ্ঠান সিটি করপোরেশনে মশার ওষুধ সরবরাহ করত। সিন্ডিকেট করে তারা নিম্নমানের ওষুধ সরবরাহ তো করতই, ওষুধের নামে ড্রামে পানি ভরে গছিয়ে দেওয়ার নজিরও রয়েছে। এসব হয়েছে সিটি করপোরেশনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীকে ‘ম্যানেজ করে’। মশার ওষুধ সরবরাহে জালিয়াতি ধরা পড়ার পর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কয়েকটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে। ঘোষণা দেয়– ‘সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, আর কেউ ডিএনসিসিকে যা-তা গছিয়ে দিতে পারবে না।’ ওষুধ আমদানির শর্তও শিথিল করে ডিএনসিসি। এতে নগরবাসী আশ্বস্ত হয়– আর হয়তো মশার ওষুধে ভেজাল থাকবে না, নির্ভেজাল ওষুধে মশার মরণ অনিবার্য। ডেঙ্গু-চিকুনগুনিয়া মহামারি রূপ নেবে না। স্বস্তিতে ঘুমানো যাবে। কিন্তু সে আশায় ‘গুড়ে বালি’!মশার উৎপত্তিস্থল চিহ্নিত করতে ২০২১ সালে ড্রোন ব্যবহার শুরু করে ডিএনসিসি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) চালু করে ‘ব্যাঙ থেরাপি’ অর্থাৎ ব্যাঙ দিয়ে মশা নিধন কার্যক্রম। এ ছাড়া মশা নিধনে জলাশয়ে নোভালরুন ট্যাবলেট, গাপ্পি মাছ ও হাঁস ছাড়ার ঘটনাও দেখেছে নগরবাসী। সূত্র: সমকাল

খাদ্য মূল্যস্ফীতি সাড়ে ১১ বছরে সর্বোচ্চ, মানুষের কষ্ট আরও বাড়ল
সরকার আশা করেছিল মূল্যস্ফীতি কমবে, উল্টো বেড়ে গেছে। মানুষের কষ্ট আরও বাড়ল।

ঢাকার দিয়াবাড়ি এলাকার একটি পোশাক তৈরির কারখানায় ব্যবস্থাপক হিসেবে কাজ করেন আবদুল্লাহ আল মামুন। এ বছরের জানুয়ারি মাসে তাঁর চার হাজার টাকা বেতন বেড়েছে। এখন মাসে মোট বেতন ৪০ হাজার টাকার মতো। থাকেন কাওলা এলাকায়। দুই ছেলে-মেয়ে, স্ত্রীসহ চারজনের সংসার। বাজারে নিত্যপণ্যের দামের উত্তাপে মাসের আয় দিয়ে চলা আবদুল্লাহ আল মামুনের জন্য কঠিন। প্রায় প্রতি মাসেই আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবের কাছ থেকে ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে তাঁকে। আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘যেদিন বেতন হয়, সেদিনই টাকা প্রায় ফুরিয়ে যায়। দোকানের বাকি টাকা, বাসাভাড়া পরিশোধ করতে হয়।’ তিনি জানান, গত এক বছরে তাঁর বাজার খরচ বেড়েছে প্রায় ৩০ শতাংশ, মাসে খরচ ২৪-২৫ হাজার টাকা। মাছ-মাংস খাওয়া প্রায় বন্ধই বলা চলে। এরপর বাসাভাড়া, সন্তানের স্কুলের বেতন দেওয়ার পর হাতে তেমন কিছু থাকে না। ধার করতে হয় অন্য সব খরচ চালাতে। সূত্র: প্রথম আলো

অগ্রগতি, ভূরাজনীতির কারণে ঢাকার দিকে দৃষ্টি ফ্রান্সের

অর্থনৈতিক অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনার কারণে বাংলাদেশের দিকে দৃষ্টি দিচ্ছে ফ্রান্স। সঙ্গে আছে ভূরাজনৈতিক কারণ। বাংলাদেশেরও ফ্রান্সের সঙ্গে সম্পর্ক গড়তে জোরালো আগ্রহ আছে। এর কারণ কৌশলগত। ফ্রান্স মনে করছে, এ অঞ্চলে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ভূরাজনৈতিক প্রতিযোগিতায় নেমেছে। ফলে এক দেশের সঙ্গে সম্পর্ক তৈরি হলে অন্য দেশের বিরাগভাজন হওয়ার ঝুঁকি বাড়ছে। এমন বাস্তবতায় ফ্রান্সের সঙ্গে সম্পর্ক জোরদার করলে বাংলাদেশের জন্য ঝুঁকি কম।ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ দুই দিনের সফরে গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন। সূত্র: কালের কণ্ঠ

Nagad

বিশ্বমঞ্চে বিরল সম্মানে শেখ হাসিনা
সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক, আন্তরিকতার সঙ্গে সম্মান দেখিয়েছেন যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর ও ইতালির প্রধানমন্ত্রীসহ বিশ্বনেতারা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি২০ সম্মেলনে অংশগ্রহণ করে বিরল সম্মান পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জি২০-এর মতো বিশ্বমঞ্চে প্রথমবার অংশগ্রহণ করা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিভিন্ন আয়োজনে আন্তরিকভাবে সম্মান দেখিয়েছেন বিশ্বের প্রভাবশালী দেশগুলোর নেতারা। গতকাল সম্মেলনের শেষ দিনে সাইডলাইনে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে। গতকাল ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রধানমন্ত্রীর চেয়ারের পাশে হাঁটু গেড়ে বসে শুভেচ্ছা চেয়েছেন। পাশাপাশি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ অন্য বিশ্বনেতারাও প্রধানমন্ত্রীকে দেখিয়েছেন অন্যরকম ভালোবাসা। এর আগে শনিবার দিনভর বিশ্বের ক্ষমতাধর নেতাদের সঙ্গে নানান আনুষ্ঠানিকতায় কাটিয়েছেন শেখ হাসিনা। গতকাল সকালে মহাত্মাগান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। নয়াদিল্লির রাজঘাটে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অংশ নেন জি২০ সদস্য এবং অতিথি রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে। সেখানে শ্রদ্ধা জানানোর পর নিজেদের মধ্যে মিথস্ক্রিয়ায় অংশ নেন বিশ্বনেতারা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনেককে ছবি তুলতে দেখা গেছে। এসব ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ জড়িয়ে ধরেছেন, কেউ হাত ধরে আছেন। সূত্র জানান, এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন কিছু সময়। তিনি নিজে থেকে প্রধানমন্ত্রীর কাছে আসেন এবং শেখ হাসিনা যে চেয়ারে বসে ছিলেন তাঁর পাশে হাঁটু গেড়ে বসে কথা বলেন। ঋষি সুনাক ছোটবেলা থেকে শেখ হাসিনার নাম শুনে আসছেন বলে উল্লেখ করে বলেন, এতদিন ধরে আপনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ খুঁজছিলাম। আমার জন্য আপনার শুভেচ্ছা প্রয়োজন বলেও উল্লেখ করেন ঋষি সুনাক। সূত্র; বিডি প্রতিদিন।

নেপথ্যে দুই পুলিশ কর্মকর্তার ‘সম্পর্ক’
ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে হারুন প্রত্যাহার

ছাত্র পেটানো, সাংবাদিকদের ওপর হামলা, কনস্টেবলকে চড় দেওয়াসহ নানা ঘটনায় সমালোচিত রমনার এডিসি হারুন এবার প্রত্যাহার হলেন থানায় দুই ছাত্রলীগ নেতাকে পিটিয়ে। বিসিএস পুলিশ ক্যাডারের ৩৩ ব্যাচের এক নারী কর্মকর্তার সঙ্গে ৩১ ব্যাচের কর্মকর্তা হারুনের ‘সম্পর্কে’র জের ধরে ঘটনার সূত্রপাত। ওই নারী পুলিশ সদস্যের স্বামীর (বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তা) উপস্থিতিতেই শাহবাগ থানায় ছাত্রলীগের দুই নেতাকে বেদম পিটিয়ে আহত করেন হারুনসহ ১০-১৫ জন পুলিশ সদস্য। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত নারী পুলিশ কর্মকর্তার স্বামীই ছাত্রলীগ নেতাদের ডেকে নিয়েছিলেন। পরে তার স্বামীকেও মারধর করা হয় থানায়। অবশেষে কেন্দ্রীয় ছাত্রলীগ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে তাদের থানা থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এর আগে এই তিনজনের মোবাইল ফোন জিম্মায় নিয়ে সব ধরনের তথ্য ডিলিট করে দেন এডিসি হারুন ও তার সহযোগী পুলিশ সদস্যরা। ভুক্তভোগীরা এসব তথ্য জানিয়েছেন।শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ নিয়ে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া দেখান। হারুণের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সূত্র: যুগান্তর

৩ ফ্ল্যাট ও ৩ প্লটের জন্য সাবেক স্ত্রীকে অপহরণ
স্ত্রীর নামে ঢাকায় তিনটি ফ্ল্যাট ও তিনটা প্লট লিখে দিয়েছিলেন স্বামী। স্ত্রীর কাছে ছিল ৪০ ভরি সোনাও। কিন্তু তালাক হয়ে যায় তাঁদের। এরপর অপহরণের শিকার হন ওই নারী। তিনি মনে করছেন, ফ্ল্যাট-প্লট ও সোনার মালিকানা ফেরত পেতে সাবেক স্বামী হারুন অর রশিদই তাঁকে অপহরণ করেন। ওই নারী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কমিশনার পদমর্যাদার কর্মকর্তা। অপহরণের পর নির্যাতনের শিকার হয়ে পা ভাঙা নিয়ে এখনো বিছানাবন্দী তিনি।অপহরণের পরিকল্পনাকারী সাবেক স্বামীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি এবং ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামির জবানবন্দিতে নাম এলেও এখনো তাঁর খোঁজ করেনি পুলিশ।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, হারুন অর রশিদ সপ্তম বিসিএসের প্রশাসনিক ক্যাডারের কর্মকর্তা ছিলেন। সর্বশেষ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব পদে থেকে অবসরে যান। ঢাকায় দুটি বাসায় ঘুরে এবং ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি বলে সাবেক স্ত্রীর অভিযোগ সম্পর্কে তাঁর মন্তব্য মেলেনি। সূত্র: আজকের পত্রিকা।

খাবারের দাম কমেছে সারা বিশ্বে, দেশে রেকর্ড বৃদ্ধি

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) হিসাবে, গত আগস্ট মাসে বিশ্বে খাদ্যে মূল্যস্ফীতি ছিল সর্বনিম্নে। এটি গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন। সংস্থাটি বলছে, এ সময়ে চাল ও চিনি ছাড়া বিশ্ববাজারে প্রায় সব খাদ্যপণ্যের দামই কমেছে। তবে পুরো উল্টোচিত্র বাংলাদেশে। বিশ্বে খাদ্যে মূল্যস্ফীতি কমলেও বাংলাদেশে খাদ্যে মূল্যস্ফীতি রেকর্ড ছুঁয়েছে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ভোক্তা মূল্য ও মজুরি সূচক (সিপিআই) ইনডেক্সের আগস্ট মাসের তথ্য অনুযায়ী, গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। তবে খাদ্যে মূল্যস্ফীতি গিয়ে ঠেকেছে ১২ দশমিক ৫৪ শতাংশে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নেওয়া মুদ্রানীতি ব্যর্থ হয়ে পড়েছে। কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের কোনো নীতিই কাজে আসছে না। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের টাকা ছাপিয়ে ধার দেওয়াটা মূল্যস্ফীতিকে উসকে দিয়েছে। পৃথিবীর প্রায় সব দেশ সুদহার বাড়িয়ে যেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করছে সেখানে বাংলাদেশ হাঁটছে উল্টো পথে। ব্যবসায়ীদের সুবিধা দিতে এখনো কৌশলে সুদহার কমিয়ে রাখা হয়েছে। তাছাড়া বাজার অব্যবস্থাপনার কারণেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে। যদিও সরকার দাবি করছে নিত্যপণ্যের দাম কমাতে তারা সদা সচেষ্ট। কিন্তু বাজারের চিত্র পুরোটাই ভিন্ন। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ সত্ত্বেও, আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ১২ দশমিক ৫৪ শতাংশের উচ্চতা ছুঁয়েছে। এতে দেশে সার্বিক মূল্যস্ফীতির হারও বেড়ে গেছে। সূত্র: দেশ রুপান্তর

‘ইসলামি ব্যাংকিং আদর্শ থেকে দুর্দশাগ্রস্ত’

ইসলামী ব্যাংকিং আদর্শ থেকে দুর্দশাগ্রস্ত – বণিক বার্তার প্রধান শিরোনাম এটি। বাংলাদেশের ইসলামী ধারার ব্যাংকের আর্থিক পরিস্থিতি নিয়ে এ প্রতিবেদন। এতে বলা হয়েছে, বাংলাদেশে এক সময় ইসলামী ধারার ব্যাংকিং দ্রুত জনপ্রিয় হয়েছে। কিন্তু অর্থনীতিতে কাঙ্ক্ষিত ভূমিকা রাখার আগেই আস্থার সংকটের মুখে পড়েছে ইসলামী ধারার ব্যাংকিং। আদর্শ থেকে বিচ্যুত হয়ে এ ধারার ব্যাংকিং এখন দুর্দশাগ্রস্ত অবস্থায় পতিত হয়েছে। রিপোর্টে আরো বলা হয়েছে, বাংলাদেশে শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের সূচনা হয়েছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের হাত ধরে। পরবর্তিতে আরও বেশ কিছু ব্যাংক এ কার্যক্রম শুরু করে। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, গত তিন দশকে প্রচলিত ধারার ব্যাংকিংয়ের চেয়ে ইসলামী ধারার ব্যাংকিংয়ের প্রবৃদ্ধি ছিল প্রায় দ্বিগুণ। সূত্র: বিবিসি বাংলা।

মানুষ পেটানোয় ওস্তাদ এডিসি হারুন, ‍পিটিয়েছেন পুলিশও!

সহকর্মী পুলিশ সদস্য, সাংবাদিক, আন্দোলনকারী শিক্ষার্থী– কেউ বাদ যাননি; সবাইকেই পিটিয়েছেন রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ। দাবি-দাওয়া নিয়ে শাহবাগ চত্বরে আন্দোলনকারী হলে তো কথাই নেই– এডিসি হারুনের হাতে মার খেয়েছেন প্রায় সবাই।
পুলিশ কর্মকর্তা হারুনের এমন আক্রমণাত্মক ও আপত্তিকর ‘অ্যাকশন’ অনেক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা পছন্দ করেন না। পুলিশের ভেতরে তাকে নিয়ে বিভিন্ন সময় আলোচনাও হয়েছে। বাইরেও বিভিন্ন সময় সমালোচনা হয়েছে তাকে নিয়ে; নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন তিনি। তারপরও মানুষ পেটানোকে অভ্যাসে পরিণত করা হারুনের বিরুদ্ধে এর আগে কখনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সবশেষ ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে শাহবাগ থানায় নিয়ে নির্মম নির্যাতন করেন এডিসি হারুন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সমালোচনার পর তাকে রমনা জোন থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) বদলি করা হচ্ছে বলে প্রথমে জানিয়েছিলেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে পরে তাকে এপিবিএন-এ বদলি করা হয়েছে বলে জানায় পুলিশ হেড কোয়ার্টার। সূত্র: ঢাকা পোস্ট

খাদ্যে মূল্যস্ফীতি এক দশকে সর্বোচ্চ, সুখবর নেই আমদানিতে
রোববার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য থেকে জানাযায় আগস্টে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৯২ শতাংশে দাঁড়িয়েছে। আর খাদ্যে মূল্যস্ফীতির এই হার ১২ দশমিক ৫৪ শতাংশ। আগের মাস অর্থাৎ জুলাইয়ে এ হার ছিল ৯ দশমিক ৭৬ শতাংশ। আগস্টে খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছে ২ দশমিক ৭৮ শতাংশ।খাদ্যে মূল্যস্ফীতির এই হার ১১ বছর ৭ মাসের মধ্যে সর্বোচ্চ।বিবিএসের তথ্যে জানা গেছে, আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ, যা গত বছরের আগস্টে ছিল ৯ দশমিক ৫২ শতাংশ। ২০২১ সালের আগস্টে ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ। সূত্র: বাংলানিউজ