কোহলি-রাহুলের ব্যাটে রানের পাহাড় ভারতের

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৩

ছবি- সংগৃহীত

চলমান এশিয়া কাপের গ্রুপপর্বে ভারত-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সুপার ফোরের ম্যাচও বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কায় ছিল। সুপার ফোরের লড়াইয়ে প্রথম দিন বৃষ্টির কারণে ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডে’তে। দ্বিতীয় দিনেও ম্যাচ শেষ হওয়ার সম্ভাবনা কম ছিল। তবে শেষ পর্যন্ত বৃষ্টি কমায় দ্বিতীয় দিনের প্রেক্ষাপট পুরোপুরি আলাদা। পাকিস্তানি বোলারদের রীতিমত শাসিয়ে রানের পাহাড় গড়েছেন কোহলি-রাহুলরা।

সোমবার (১১ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রিজার্ভ ডে’তে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৫৬ রান তুলেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১২২ রান করেছেন বিরাট কোহলি।

রোহিত ও শুভমান গিল মিলে ১২১ রানের বড় জুটি গড়েন। জমে যাওয়া এই জুটি ভেঙে স্বস্তিতে ফেরে পাকিস্তান। ৫৬ রানে রোহিতকে ফিরিয়ে জুটি ভাঙেন শাদাব খান। এরপর আরেক হাফ-সেঞ্চুরিয়ান গিলকে বিদায় করেন শাহিন শাহ আফ্রিদি। ৫৮ রানে ফেরেন গিল। এরপর জুটি বাঁধেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।

ওই জুটির লড়াইয়ের মাঝেই বৃষ্টি নেমে খেলায় বাগড়া দেয়। গতকাল (১০ সেপ্টেম্বর) ২৪.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ভারত ১৪৭ রান সংগ্রহ করার পর বৃষ্টিতে ম্যাচ রিজার্ভ ডে’তে গড়ায়।

আজ শেষ পর্যন্ত অপরাজিত থেকে অবিচ্ছিন্ন ২৩৩ রানের জুটি গড়েই দলকে বড় পুঁজি এনে দেন এই দুই ব্যাটার। লোকেশ রাহুল ১১১ এবং বিরাট কোহলি ১২২ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ৩৫৬/২।
(রোহিত ৫৬, শুভমান ৫৮, কোহলি ১২২*, রাহুল ১১১*; শাহীন ১০-০-৭৯-১, নাসিম ৯.২-১-৫৩-০, ফাহিম ১০-০-৭৪-০, হারিস ৫-০-২৭-০, শাদাব ১০-১-৭১-১, ইফতিখার ৫.৪-০-৫২-০)।

Nagad

সারাদিন/১১ সেপ্টেম্বর/এমবি