মোহাম্মদপুর কৃষি মার্কেট কাঁচা বাজারে আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৫৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৩

মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন। সংগৃহীত ছবি

ঢাকার মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। আগুন লাগার তিন ঘণ্টা পার হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় ঘটনাস্থলে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভোর ৪টা ৫৩ মিনিটে সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দিনগত রাত ৩টা ৪৩ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ধাপে ধাপে ইউনিট বেড়ে আগুন নিয়ন্ত্রণে এখন ১৭টা ইউনিট কাজ করে যাচ্ছে। তবে এখন পর্যন্ত এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলেও জানান ডিউটি অফিসার আনোয়ারুল।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Nagad

সারাদিন.১৪ সেপ্টেম্বর