শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত
মোহাম্মদ সিরাজের বিধ্বংসী বোলিংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে শ্রীলঙ্কা। ক্রিকেটে এমন দিন নিঃসন্দেহে ভুলে যেতে চাইবে দেশটি। গুরুত্বপূর্ণ এ খেলায় মাত্র ৫০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ৫১ রানের মামুলি লক্ষ্য মাত্র ৬.১ ওভারেই পেরিয়ে যায় ভারত। রোহিত-কোহলিরা হয়তো ভাবেননি এত সহজে এশিয়ার সেরা হওয়া যায়!
আজ রোববার (১৭ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এশীয় শ্রেষ্ঠত্বের আসরে যা ভারতের অষ্টম শিরোপা। তাদের চেয়ে বেশি শিরোপা আর জেতেনি কেউ। শেষ ২০১৮ সালে বাংলাদেশকে হারিয়ে সপ্তম শিরোপা জিতেছিল তারা। ৫ বছর পর আবারও তাদের ঘরে উঠল এশিয়া মুকুট।


বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর শুরু হয় খেলা। ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা প্রথম ধাক্কাটা খায় ইনিংসের প্রথম ওভারেই। জাসপ্রিত বুমরাহর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার কুশল পেরেরা।
একের পর এক উইকেট হারানোর মিছিলে বেশিদূর যায়নি শ্রীলঙ্কার ইনিংস। ৫০ ওভারের ম্যাচে লঙ্কানরা টিকতে পেরেছে কেবল ১৫.২ ওভার। ব্যাটারদের হতাশার দিনে মাত্র ৫০ রানেই শেষ স্বাগতিকদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেছেন কুশল মেন্ডিস। বাকিরা কেউ ১৫ রানের এর ঘর পার করতে পারেননি।
ভারতের হয়ে বল হাতে ২১ রান দিয়ে সর্বোচ্চ ৬টি উইকেট নেন মোহাম্মদ সিরাজ। ওয়ানডেতে সিরাজের এটাই সেরা বোলিং ফিগার। আগের সেরা বোলিং ছিল ৩২ রানে চার উইকেট। ২৩ রান খরচায় বুমরাহ নেন একটি উইকেট। তিন রান দিয়ে পান্ডিয়ার শিকার তিনটি।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা : ১৫.২ ওভারে ৫০/২ (পাথুম ২, পেরেরা ০, মেন্ডিস ১৭, সাদিরা ০, চারিথ ০, ডি সিলভা ৪, শানাকা ০, ভেল্লালাগে ৮, হেমন্ত ১৩, মাদুসান ১, পাথিরানা ০; সিরাজ ৭-১-২১-৬, বুমরাহ ৫-১-২৩-১, পান্ডিয়া ২.২-০-৩-৩, কুলদিপ ১-০-১-০)।
ভারত : ৬.১ ওভারে ৫১/০ (ইষান ২৩*, শুভমান ২৭* প্রমোদ ২-০-২১-০, পাথিরানা ২-০-২১-০, ভেল্লালাগে ২-০-৭-০, আসালাঙ্কা ০.১-০-১-০)।