কুমিল্লায় আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
কুমিল্লার মেঘনায় আওয়ামী লীগের দুই গ্রুপের টেটাযুদ্ধে নিজাম সরকার (৪০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। এছাড়া টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন ১০ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কুমিল্লার মেঘনা চাল্লিভাঙ্গা বাজার এলাকায় ঘটে এ ঘটনা।
আহতরা হলেন, আনিস সরকার (১৮), টিটু সরকার (২৮) সুমন (২৫), দেলোয়ার (২৮), ইব্রাহিম (৩০), রমজান (৩৫) শাকিল (২২), খালেদ হাসান (১৯), হানিফ (৪৫) ও ওয়াসিম (৩৫)।
নিহত নিজামের বাড়ি উপজেলার নলচর গ্রামে। তার বাবার নাম মৃত আক্কাস মেম্বার। চালিভাঙা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক তিনি। এছাড়া বালুর ব্যবসা রয়েছে তার।
তার স্ত্রী সালমা আক্তার ও ভাই সানাউল্লাহ সরকার জানান, সকালে চালিভাঙায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ বাধে। খবর শুনে বাড়ি থেকে ঘটনাস্থলে যান নিজাম। সেখানে যাওয়ার পর তাকেও টেটাবিদ্ধ করে প্রতিপক্ষ। নিজাম ছাড়াও বেশ কয়েকজন আহত হন। তাদের সবাইকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তখন চিকিৎসক নিজামকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু সিরাজুল ইসলামসহ স্বজনরা জানান, উপজেলা পরিষদের সদস্য কাউয়ুম ও চালিভাঙা ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির গ্রুপের মধ্যে এই সংঘর্ষ বাধে। নিহত নিজাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউনিয়ন চেয়ারম্যানের গ্রুপের।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর।
সারাদিন. ১৮ সেপ্টেম্বর