তাইওয়ানের চারপাশে চীনের যুদ্ধবিমান, তৎপরতা বন্ধের আহ্বান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩

তাইওয়ানের প্রতিরক্ষা আকাশসীমায় অনুপ্রবেশের ঘটনা ঘটিয়েই চলেছে চীন। চীনের শতাধিক যুদ্ধবিমান শনাক্ত করা গেছে। পাশাপাশি প্রণালিটির চারপাশে শনাক্ত করা গেছে আরও নয়টি যুদ্ধজাহাজ। এ নিয়ে আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) চীনকে ধ্বংসাত্মক একতরফা পদক্ষেপ বন্ধ করতে বলেছে তাইওয়ান। খবর এএফপির।

ভূখণ্ডটির দাবি, এই ধরনের কর্মকাণ্ডে তাইওয়ান প্রণালীর আশপাশে আবারও নতুন করে উত্তেজনা বৃদ্ধি করতে পারে।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, চীন-তাইওয়ানের বিরোধ বেশ পুরোনো। তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ মনে করে বেইজিং। একদিন দ্বীপটিকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার সংকল্প তাদের। এ জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগে দ্বিধা করবে না বলেও হুঁশিয়ারি দিয়ে আসছে বেইজিং। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানে সামরিক ও রাজনৈতিক প্রভাব চরমভাবে বিস্তার করছে তারা।

সম্প্রতি সময়ে তাইওয়ানের চারপাশে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজের বিষয়টিকে অত্যধিক বলে আখ্যা দিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে, এ নিয়ে স্বশাসিত দ্বীপটির কোনো সরকারি কর্মকর্তা মুখ খুলতে রাজি হননি।

বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, এই ধরনের কার্যকলাপ এই অঞ্চলের সকলের ওপর চাপ সৃষ্টি করে। একইসঙ্গে চীনের নৌ মহড়ার মাত্রাকে ‘গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড়’ বলেও অভিহিত করেছের তিনি।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সপ্তাহে উল্লেখ করেছে, বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়টি ঐতিহ্যগতভাবে উপকূলীয় এলাকায় চীনা সামরিক মহড়ার জন্য ব্যস্ততম মৌসুম।

Nagad

এছাড়া তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মাসে তার দ্বিবার্ষিক প্রতিবেদনে বলেছে, তাইওয়ানের দিকে মুখ করে চীন তার বিমান শক্তিকে শক্তিশালী করছে। এ লক্ষ্যে প্রসারিত বিমান ঘাঁটিতে নতুন যোদ্ধা এবং ড্রোন স্থায়ী ভাবেও মোতায়েন করছে দেশটি।

উল্লেখ্য, তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। অবশ্য তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং।