ঢাবিতে ভর্তীচ্ছু ৪৯ খেলোয়াড় প্রাথমিকভাবে নির্বাচিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট থেকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ পেয়েছেন ক্রিকেটার তাওহীদ হৃদয়, ফুটবলার আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিন, ঋতুপর্ণা চাকমা, নিলুফা ইয়াসমিন নিলা ও তিরন্দাজ দিয়া সিদ্দিকীসহ ৪৯ জন খেলোয়াড়।
রবিবার (১৭ সেপ্টেম্বর) কলা অনুষদের ডিন এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আবদুল বাছির এ তালিকা প্রকাশ করেন।
তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, খেলোয়াড় কোটায় ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন বিভিন্ন ডিসিপ্লিনের ৪৯ খেলোয়াড়। ক্রিকেট থেকে সর্বোচ্চ ১২ জন এবং ফুটবল থেকে ৬ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
ক্রিকেট-ফুটবল ছাড়াও অ্যাথলেটিকস, সাঁতার, রোল বল, খো খো, আর্চারি, উশু, ব্যাডমিন্টন, বক্সিং, বাস্কেটবল, ভলিবল, শুটিং, কারাতে, হ্যান্ডবল, হকি, জুডো ও তায়কোয়ানডো ডিসিপ্লিন থেকে খেলোয়াড়রা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খেলোয়াড় কোটায় মূল ভর্তি পরীক্ষা ছাড়াই জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের ভর্তির সুযোগ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সারাদিন. ১৮ সেপ্টেম্বর