বৃষ্টির পর খেলা শুরু, ম্যাচের দৈর্ঘ্য কমে গেছে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩

সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে মিরপুরে। তবে নির্ধারিত সময়ে খেলা শুরু হলে আবার নামে বৃষ্টি। এই বৃষ্টিতে ২ ঘণ্টার ওপর খেলা বন্ধ থাকে। এতে কমে গেছে ম্যাচের দৈর্ঘ্য। অর্থাৎ ৫০ ওভারের বদলে এখন ৪২ ওভারের ম্যাচ হবে।

মিরপুর শেরে বাংলায় টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।

শুরু থেকেই কিউইদের চাপে রাখেন দুই পেসার মোস্তাফিজুর রহমান আর তানজিম হাসান সাকিব। মোস্তাফিজ ২.৩ ওভারে একটি মেইডেনসহ দিয়েছেন মাত্র ২ রান। তানজিম সাকিবের ২ ওভারে খরচ ৬।

নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়ং ৩ আর ফিন অ্যালেন ৫ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুদল। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করছেন লিটন দাস।

সারাদিন/ ২১ সেপ্টেম্বর/

Nagad