তামিম-সাকিব ইস্যুতে উত্তাল ক্রিকেটাঙ্গন , বিসিবিতে মাশরাফী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফাইল ছবি

ভারতের অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগের দিন (২৫ সেপ্টেম্বর) নানান নাটকীয়তার মধ্য দিয়ে গেছে দেশের ক্রিকেট। তবে বাংলাদেশের ক্রিকেটে কোনো সমস্যা দেখা দিলে ইদানীং দৃশ্যপটে হাজির হন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সর্বশেষ তামিম ইকবালের অবসর ও নাটকীয় প্রত্যাবর্তনের ঘটনায় তিনি মধ্যস্থতা করেছিলেন। এবার সাকিব আল হাসানের সঙ্গে তামিমের দ্বন্দ্বের জেরে উদ্ভূত পরিস্থিতিতে আরও একবার সামনে এসেছেন তিনি।

আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা নাগাদ বিসিবিতে প্রবেশ করেন মাশরাফি। সভাপতি পাপানের সঙ্গে বৈঠকের পর বিকেল সাড়ে তিনটা নাগাদ বিসিবি থেকে বেরিয়ে যান তিনি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা অবশ্য অজানা। তবে সাকিব-তামিম ইস্যুতেই যে মাশরাফি এসেছেন এবং কথা বলেছেন এটা মোটামুটি অনুমেয়। দুজনের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

মাশরাফি বিসিবি ত্যাগ করলেও এখনও সেখানে রয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। জানা গেছে, আজই ঘোষণা করা হবে বিশ্বকাপ দল। তার আগে নির্বাচক ও বোর্ড পরিচালকদের সঙ্গে শেষ সময়ের আলোচনা সারবেন পাপন।