টানা তৃতীয় জয়ে সিরিজে এগিয়ে যুবারা, শ্রীলঙ্কাকে হারাল ১৪৬ রানে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, মে ৩, ২০২৫

টানা তৃতীয় জয় তুলে নিয়ে ছয় ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শনিবার (৩ মে) কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কাকে ১৪৬ রানে বড় ব্যবধানে হারিয়েছে যুবারা। ফলে বাকি দুটি ম্যাচ হারলেও সিরিজ ড্র নিশ্চিত করল জুনিয়র টাইগাররা।

টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার জাওয়াদ আবরারের দুর্দান্ত সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩৩৬ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। জাওয়াদ ১১৫ বলে ১৪ চার ও ৩ ছক্কায় করেন ১১৩ রান—যা তার সিরিজে দ্বিতীয় শতক। রিজান হোসেন খেলেন ৭৭ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস।

অধিনায়ক আজিজুল হাকিম (৩১ বলে ২৩), মোহাম্মদ আবদুল্লাহ (২৭ বলে ৩২), সামিউন বশির (৮ বলে ২৩) এবং আল ফাহাদ (৫ বলে ১৯) দলের সংগ্রহে মূল্যবান অবদান রাখেন।

শ্রীলঙ্কার রাসিথ নিমসারা ১০ ওভারে ৯৬ রান দিয়ে ৩ উইকেট নেন—যা যুব ওয়ানডেতে লঙ্কান বোলারের এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড।

জবাবে ব্যাট করতে নেমে ৩৮.৪ ওভারে ১৯০ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। অধিনায়ক বিমথ দিনসারা সর্বোচ্চ ৬৬ রান করেন, আর রাসিথ নিমসারা করেন ২৯ বলে ৩৯।

বাংলাদেশের হয়ে আল ফাহাদ ৪১ রানে ৩ উইকেট নেন। সঞ্জিত মজুমদার ও আজিজুল হাকিম নেন ২টি করে উইকেট।

Nagad