বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে, জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের জয়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৩

ভারত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর বিধ্বংসী ব্যাটিংয়ে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। দুজনের অনবদ্য সেঞ্চুরিতে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করল কিউইরা।

ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হয় নিউজিল্যান্ড। ইংলিশদের রীতিমতো উড়িয়ে দিয়েই ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।

আহমেদাবদে এদিন আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ২৮২ রান। জবাবে ৮২ বল হাতে রেখেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ৩৬.২ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ২৮৩ রান তোলে কিউইরা।

এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নামে ইংল্যান্ড।

শেষ দিকে লিয়াম লিভিংস্টোন আদিল রশিদ, স্যাম কারানদের ছোট ছোট ইনিংসে ভর দিয়ে ২৮২ রান করে ইংল্যান্ড। কিন্তু, এটিকে মামুলি লক্ষ্য বানিয়ে হেসেখেলে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের পক্ষে তিন উইকেট শিকার করেন হেনরি। দুটি করে উইকেট পান স্যান্টনার ও ফিলিপস।

Nagad

সংক্ষিপ্ত স্কোর :

ইংল্যান্ড : ৫০ ওভারে ২৮২/৯। (বেয়ারস্টো ৩৩, মালান ১৪, রুট ৭৭, ব্রুক ২৫, মঈন ১১, বাটলার ৪৩, লিভিংস্টোন ২০, কারান ১৪, ওকস ১১, রশিদ ১৫*, উড ১৩*; বোল্ট ১০-১-৪৮-১, হেনরি ১০-১-৪৮-৩, স্যান্টনার ১০-০-৩৭-২, নিশাম ৭-০-৫৬-০, রাচিন ১০-০-৭৬-১, ফিলিপস ৩-০-১৭-২)

নিউজিল্যান্ড : ৩৬.২ ওভারে ২৮৩/১। (কনওয়ে ১৫২* ইয়ং ০, রাচিন ১২৩*; ওকস ৬-০-৪৫-০, কারান ৬-২-৪৭-১, উড ৫-০-৫৫-০, মঈন ৯.২-০-৬০-০, রশিদ ৭-০-৪৭-০, লিভিংস্টোন ৩-০-২৪-০)

ফলাফল : নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী।