এবার শাকিব খানের নায়িকা বলিউডের ‘সোনাল চৌহান’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৩

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’-এ বলিউড নায়িকা প্রাচী দেশাই, শেহনাজ গিল, জেরিন খান ও নেহা শর্মার অভিনয়ের কথা শোনা গিয়েছিল। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে বেশ কয়েকবার সংবাদও প্রকাশ হয়েছে। অবশেষে চূড়ান্ত হলো। তার-এই ছবিটিতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। অভিনেত্রীর চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে ভারত অংশের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ।

ভারতের উত্তর প্রদেশের শাহি রাজপুত পরিবারের মেয়ে সোনাল চৌহান। তিনি বলিউডের প্রায় বেশ কিছু সিনেমায় অভিনয় করে সবার নজর কেড়েছেন। অভিনয়ের জন্য তিনি স্টারডাস্ট, ফিল্মফেয়ারসহ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

এদিকে গত ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি প্রেক্ষাগৃহে সাড়া ফেলেছে। দেশের প্রেক্ষাগৃহের বাইরেও সিনেমাটি আলোচিত ও প্রসংশিত হয়।

‘দরদ’ সিনেমাটি হতে যাচ্ছে শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। সিনেমাটি পরিচালনা করবেন অনন্য মামুন। এর আগে পরিচালক শাকিবকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘নবাব এলএলবি’।

একাধিক সূত্রে জানা গেছে, অক্টোবর থেকে ভারতে সিনেমাটির শুটিং শুরু হবে। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’মুক্তির পর ‘দরদ’ দিয়ে চলতি মাসের মাঝামাঝি সময়ে শুটিংয়ে ফিরছেন শাকিব খান।

অন্যদিকে ২০০৮ সালে ইমরান হাশমির বিপরীতে ‘জান্নাত’ ছবির মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হয় সোনালের।

Nagad