তিনদিন বন্ধ থাকবে মেট্রোরেল
১৪ ও ১৫ অক্টোবর (শনি ও রোববার) মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। এরমধ্যে শুক্রবার ছুটির দিন বন্ধ থাকে মেট্রোরেল। ফলে টানা তিনদিন মেট্রোরেলে চলাচল করতে পারবেন না যাত্রীরা।
মঙ্গলবার (১০ অক্টোবর) মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


আগামী ১৬ অক্টোবর সোমবার থেকে আগের সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর হতে আগারগাঁও অংশের মেট্রোরেল নিয়মিত চলাচল করবে। আগামী ২৯ অক্টোবর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মেখ হাসিনা।
এদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড (ডিএমটিসিএল) এর সেপ্টেম্বর মাসের এমআরটি-৬ অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত অংশের বাস্তব গড় অগ্রগতি ৯৭ দশমিক ৬২ ভাগ। দ্বিতীয় পর্যায়ে নির্মাণের জন্য আগারগাঁও-মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি ৯৬ দশমিক ৯৬ ভাগ।
মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত পূর্ত কাজের অগ্রগতি ১৩ দশমিক ৯৪ ভাগ। ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক (রেলকোচ) ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি ৯২ দশমিক ৯৬ ভাগ। নয়টি প্যাকেজে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।