ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-আফগানিস্তান। ছবি এএফপি

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-আফগানিস্তান। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে এক প্রকার উড়িয়ে দিয়ে আসরে শুভসূচনা করে ভারত। অন্যদিকে, বাংলাদেশের কাছে শোচনীয় হারে বিশ্বকাপ শুরু হয় আফগানদের। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ভারতের মোকাবিলা করছে আফগানরা।

আজ বুধবার (১১ অক্টোবর) দিল্লিতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন হাশমতউল্লাহ শাহিদি। ব্যাটিংয়ের সিদ্ধান্তের বিষয়ে আফগান অধিনায়ক বলেছেন, ‘আমরা ব্যাটিং করব। কারণ ব্যাটিংয়ের জন্য উইকেটটি ভালো মনে হচ্ছে। প্রতিপক্ষকে আটকে দেওয়ার মতো আমাদের ভালো বোলিং আক্রমণ আছে।’

ভারতের একাদশ:
রোহিত শর্মা, ঈশান কিষান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা।

আফগানিস্তানের একাদশ:
হাশমতউল্লাহ শাহিদি, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন উল হক, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি