রাতভর দক্ষিণ গাজায় বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭১

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৩

ছবি: আল জাজিরা।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক সপ্তাহের বেশি সময় ধরে নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।এমন পরিস্থিতিতে সোমবার (১৬ অক্টোবর) রাতভর দক্ষিণ গাজায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় নারী ও শিশুসহ ৭১ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের রাতভর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭১ জন নিহত হয়েছেন। মেডিকেল সূত্র আরও জানিয়েছে, রাফাহ ও খান ইউনিসের বাড়িগুলোকে লক্ষ্য করে বোমা হামলায় কয়েকশ আহত হয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য করে রাতভর ২০০টিরও বেশি হামলা চালিয়েছে।

গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮০৮ জনে। এই সময়ে ইসরায়েলি হামলার কারণে আহত হয়েছে আরও প্রায় ১১ হাজার। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি হামলায় কেবল বেসামরিক মানুষই নিহত হয়নি, গাজার বিভিন্ন হাসপাতালের অন্তত ৩৭ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। আহতদের মধ্যে চিকিৎসক, প্যারামেডিক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন।

Nagad

এ ছাড়া ইসরায়েলি হামলায় ৩ হাজার ৭৩১টি আবাসিক ভবনের সাড়ে ১০ হাজার হাউজিং ইউনিট বিধ্বস্ত হয়েছে। এর বাইরে আরও প্রায় ১০ হাজার হাউজিং ইউনিট আংশিক বিধ্বস্ত হয়েছে এবং আরও ৭ হাজার ১০০ হাউজিং ইউনিট বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, ১৮টি স্কুল পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে, দেড় শতাধিক স্কুল আংশিক বিধ্বস্ত হয়েছে।

মূলত মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতিস্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত সপ্তাহে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামের একটি অভিযান চালায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের এই অভিযানে কার্যত হতবাক হয়ে পড়ে ইসরায়েল।

হামাসের এই হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা ১৪০০ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ২৮৬ জন সেনাসদস্যও রয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। হামাসের হামলায় আহত হয়েছেন আরও হাজার হাজার ইসরায়েলি। এছাড়া আরও বহু মানুষকে বন্দি করে গাজায় নিয়ে গেছে হামাস।

পরে হামাসের হামলার প্রতিশোধে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্ত প্রাচীরের কাছে অবস্থান নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর শত শত ট্যাংক। গাজায় অব্যাহত বিমান হামলার মধ্যেই গত শনিবার ট্যাংকগুলো গাজার কাছে নিয়ে আসা শুরু হয়। আশঙ্কা করা হচ্ছে যে কোনও সময় গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু হতে পারে।

এছাড়া হামাসের হামলার প্রতিশোধে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল।