আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২৩

নিরাপদ সড়ক দিবস
ঢাকার সড়কে পথচারীদের মৃত্যু বেশি
সড়ক দুর্ঘটনা ও মৃত্যু—দুটোই গত তিন বছরে আশঙ্কাজনকভাবে বেড়েছে ঢাকা শহরে।

পথচারীদের জন্য দেশে সবচেয়ে বিপজ্জনক শহর এখন ঢাকা। সড়ক দুর্ঘটনায় ঢাকা শহরে বছরে যত মানুষ নিহত হন, তার চার ভাগের এক ভাগই পথচারী। গত তিন বছরে ধারাবাহিকভাবে ঢাকায় দুর্ঘটনা ও মৃত্যু—দুটোই আশঙ্কাজনকভাবে বেড়েছে। যার বড় শিকার সাধারণ পথচারীরা। ঢাকায় প্রয়োজনের তুলনায় সড়ক এমনিতেই কম। মোট সড়কের তুলনায় হাঁটার রাস্তা বা ফুটপাত আরও কম। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে সড়কের মোট দৈর্ঘ্য ২ হাজার কিলোমিটারের কিছু বেশি। এর বিপরীতে ফুটপাত রয়েছে মাত্র ৬০০ কিলোমিটারের মতো। আবার যে ফুটপাত রয়েছে, তার বেশির ভাগই চলাচলের অনুপযোগী। সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার সড়কগুলো একেবারেই পথচারীবান্ধব নয়। বেশির ভাগ ফুটপাতও অবৈধ দখলে, যে কারণে অনেক ক্ষেত্রে মূল সড়ক দিয়ে হাঁটতে বাধ্য হন পথচারীরা। আবার পথচারীদের মধ্যেও অসচেতনতা রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সড়কে আধুনিক সংকেতব্যবস্থা না থাকায় সড়কের প্রতিটি মোড় ঝুঁকি নিয়ে পার হতে হয় পথচারীদের। ফলে ঢাকায় দুর্ঘটনায় পথচারীদের মৃত্যু বেশি। সড়ক পার হতে গিয়ে বাসচাপায় বা অন্য কোনো যানবাহনের ধাক্বায় মৃত্যু-ঢাকা শহরে এ রকম ঘটনা প্রায়ই ঘটছে। ২০২১ সালের ২৪ নভেম্বর গুলিস্তানে সড়ক পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান। তাঁর বাবা শাহ আলম গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রাস্তায় নামলে দেখা যায়, কেউ নিয়ম মানতে চায় না। সরকারও কোনো পদক্ষেপ নিচ্ছে বলে মনে হয় না। অন্তত সড়কে যাতে নিয়মশৃঙ্খলা ঠিকভাবে সবাই মানে, এটুকু সরকার নিশ্চিত করুক। সূত্র: প্রথম আলো

বিএনপিকে প্রধানমন্ত্রী
ধ্বংসাত্মক কাজ করলে আমরা ছেড়ে দেব না

বিএনপি-জামায়াত আন্দোলনের নামে নাশকতা করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বিএনপি-জামায়াত মাঠে নামতে চায়, আরো অনেকেই নামতে চায়। তারা আন্দোলন করুক, এতে আমাদের কোনো কথা নেই। কিন্তু তারা যদি আবার অগ্নিসন্ত্রাস, ধ্বংসাত্মক কাজ করে, যদি দুর্বৃত্তপনা করে, আমরা কিন্তু ছেড়ে দেব না। গতকাল শনিবার দুপুরে রাজধানীর হাইকোর্ট এলাকায় বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ১৫ তলা ভবন উদ্বোধন শেষে সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবীদের মহাসমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ এই মহাসমাবেশের আয়োজন করে। আইনজীবীদের নিয়ন্ত্রক ও তদারক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নতুন ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ১৩৮ কোটি টাকা। সূত্র: কালের কণ্ঠ

সাইবার হামলার শিকার ৮০ ভাগ ব্যাংক
♦ ৩২ ব্যাংকের তথ্য নিয়েছে বিআইবিএম ♦ প্রযুক্তিজ্ঞানের অভাবে বাড়ছে দুর্ঘটনা

দেশের ৮০ ভাগ ব্যাংক ২০২২ সালে সাইবার হামলার শিকার হয়েছে। ফলে তথ্য চুরির পাশাপাশি ম্যালওয়্যারের শিকারও হয়েছে অনেক ব্যাংক। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। সংস্থাটি বলেছে, এ ধরনের ঝুঁকি প্রতিরোধের সক্ষমতা নেই দেশের ৮০ ভাগের বেশি ব্যাংকের। সম্প্রতি এক অনুষ্ঠানে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে বিআইবিএম। ব্যাংক খাতের সব ধরনের লেনদেন থেকে শুরু করে হিসাবনিকাশ সবকিছুই এখন প্রযুক্তিনির্ভর। কিন্তু সেই প্রযুক্তি ব্যবস্থা কতটা সুরক্ষিত তা জানার উদ্যোগ নিয়েছিল বিআইবিএম। এ জন্য সংস্থাটি দেশের ৩২টি বাণিজ্যিক ব্যাংকের ওপর জরিপ চালিয়েছে। জরিপে উঠে এসেছে দেশের ৮১ শতাংশ ব্যাংকের সিস্টেম কোনো না কোনো সময় বন্ধ হয়েছে দুর্বল ব্যবস্থাপনার কারণে। তথ্য চুরি হয়েছে ১১ শতাংশ ব্যাংকের। ম্যালওয়্যার (ভাইরাস) হামলার শিকার হয়েছে ৬১ শতাংশ ব্যাংক। সার্ভারে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে ১৫ শতাংশ ব্যাংকের। আর প্রতারণার ঘটনা ঘটেছে ২০ শতাংশ ব্যাংকে। তথ্য হারানো গেছে ৮১ শতাংশ ব্যাংকের। গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান-সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

২৮ অক্টোবর ঘিরে উত্তাপ

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপির পালটাপালটি মহাসমাবেশ ঘিরে ফের উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে।২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিনে একই কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন দলও। ফাঁকা মাঠে বিএনপি নৈরাজ্য চালাতে পারে-এমন আশঙ্কায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাজপথে থাকবেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। আন্দোলনের নামে রাজধানীতে কোনো অশান্তি সৃষ্টি করলে এর কড়া জবাব দিতে পাড়া-মহল্লার মোড়ে পাহারার পাশাপাশি গুলিস্তান এলাকায় মহাসমাবেশের পরিকল্পনা নিয়েছে দলটি। একই দিন প্রায় দুই কিলোমিটার দূরত্বে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত মহাসমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপিও।ওইদিন ঢাকা শহরকে মিছিলের নগরীতে পরিণত করতে চায় দলটি। শান্তিপূর্ণ ওই মহাসমাবেশ থেকে সরকার পতনের একদফা দাবি আদায়ে লাগাতার কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। সূত্র: যুগান্তর

মেয়ে, ভাতিজাসহ আট স্বজনকে অবৈধ নিয়োগ দেন ডা. শফিউল

ট্টগ্রামের জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে অনিয়ম-দুর্নীতির যেন শেষ নেই! নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ কমিটি ও কার্যনির্বাহী কমিটির অনুমোদন ছাড়াই গত ১০ বছরে এখানে অন্তত ৫৩ জন ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন হাসপাতাল পরিচালনাকারী ডা. শেখ শফিউল আজমের মেয়ে, ভাতিজা, গৃহকর্মীসহ ৮ স্বজন। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ নিরীক্ষায় উঠে এসেছে এ তথ্য। জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালটি চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির একটি প্রতিষ্ঠান। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান পদাধিকার বলে এই হাসপাতালের সবকিছু দেখাশোনা করেন। তবে ২০০৯ সাল থেকে গত ২ জানুয়ারি পর্যন্ত হাসপাতালটির সবকিছু তদারকি করেন সোসাইটির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। সোসাইটির নতুন কমিটি দায়িত্ব নেয় গত ৩ জানুয়ারি। ওই দিন থেকে জেমিসন হাসপাতাল তদারকির দায়িত্বেও পরিবর্তন আসে। সূত্র: সমকাল

ইচ্ছা করে দেরি রূপপুরে

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলতি বছরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা ছিল। ইতিমধ্যে রাশিয়া থেকে ইউরেনিয়াম জ্বালানি আমদানি করা হয়েছে। কিন্তু বিদ্যুতের সঞ্চালন লাইনের কাজ পিছিয়ে থাকায় অনেকটা ধীরে চলো নীতিতে চলছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ। এতে সরকারের আর্থিক ক্ষতির শঙ্কা করছেন কর্মকর্তারা।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রমতে, সব প্রক্রিয়া শেষে জ্বালানি লোডের জন্য আগামী বছরের এপ্রিলের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১২০০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটটি প্রস্তুত হবে। একই ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটের কাজও সমান্তরালে দ্রুতগতিতে এগিয়ে চলেছে। পুরোদমে কাজ চললে একই বছরের মধ্যে দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজও শেষ করা সম্ভব। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) বলছে, প্রথম ইউনিটের বিদ্যুৎ সরবরাহ করতে যে সঞ্চালন লাইনের দরকার তা আগামী বছরের সেপ্টেম্বরে শেষ হবে। আর দ্বিতীয় ইউনিটের সঞ্চালন লাইনের কাজ শেষ হবে এরও এক বছর পর অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বরে। সূত্র: দেশ রুপান্তর

হুন্ডিতে জিম্মি রেমিট্যান্স

হুন্ডির প্রভাবে রেমিট্যান্স কমছে প্রতিনিয়ত। আর এর নেপথ্যে হুন্ডির মাথাচাড়া দিয়ে ওঠাকেই মূল কারণ হিসেবে দেখছেন অনেকে।বিষয়টি এখন অনেকটাই ‘ওপেন সিক্রেট’ অবস্থায় পৌঁছেছে। বিদেশে কর্মী যাওয়া বাড়লেও টানা কয়েক মাস ধরে অব্যাহতভাবে রেমিট্যান্স কমে যাওয়ার পেছনে কমবেশি সবাই হুন্ডিকেই দায়ী করছেন। এর প্রভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমেই তলানিতে এসে ঠেকছে। সমালোচনা রয়েছে যে, হুন্ডিওয়ালাদের কাছে রীতিমতো জিম্মি হয়ে পড়েছে রেমিট্যান্স খাত। হুন্ডির দৌরাত্ম্য কমাতে ডলারের দর বাজারভিত্তিক করার ওপর মতামত দিয়েছেন বিশ্লেষকেরা। সূত্র: আজকের পত্রিকা ।

বড় হচ্ছে ব্যবহৃত পোশাকের বিশ্ববাজার

বিশ্বব্যাপী ব্যবহৃত পোশাকের কদর বাড়ছে। ফ্যাশনদুরস্ত নতুন পোশাকের চেয়ে পুরোনো পোশাকের বাজার বাড়ছে দ্রুত হারে। ধারণা করা হচ্ছে, পোশাকের মূল বিশ্ববাজার অর্থাৎ নতুন পোশাকের বৈশ্বিক ফ্যাশন বাজারকে ছাড়িয়ে যাবে পুরোনো পোশাক। বর্তমানে এ ধরনের পোশাকের বাজার ১৭৫ বিলিয়ন ডলারের। আগামী ২০২৭ সাল নাগাদ অর্থাৎ মাত্র চার বছরের ব্যবধানে দ্বিগুণ হবে এটি। ৩৫০ বিলিয়ন ডলারে পরিণত হতে পারে পুরোনো কাপড়ের বিশ্ববাজার।বস্ত্র ও পোশাকবিষয়ক মিডিয়া প্ল্যাটফর্ম টেক্সস্পেস টুডের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। অবশ্য এ সম্পর্কিত পরিসংখ্যানের কোনো সূত্র বা বরাত উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, গত বছর খুচরা বাজারে পোশাক ক্রেতাদের ৫২ শতাংশ সেকেন্ড হ্যান্ড বা ব্যবহৃত পোশাক কিনেছেন। তাদের ৭৫ শতাংশ এ ধরনের পোশাকের প্রতি আগ্রহ দেখিয়েছেন। আরও অবাক করা তথ্য হচ্ছে, ৮৩ শতাংশ জেনারেশন জেড (জেন জেড) প্রজন্মের ভোক্তা ব্যবহৃত পোশাক কেনাকাটা করেছেন বা কেনার ইচ্ছা প্রকাশ করেছেন। সূত্র: ইত্তেফাক

‘১০ টাকায় উৎপাদিত সবজির বাজারমূল্য ১২০ টাকা’

১০ টাকায় উৎপাদিত সবজির বাজারমূল্য ১২০ টাকা – বণিক বার্তার প্রধান শিরোনাম এটি। এ খবরে বলা হচ্ছে, সরকারের কৃষি বিপণন অধিদপ্তর প্রতি মৌসুমেই বিভিন্ন সবজির উৎপাদন খরচের হিসাব রাখে। সংস্থাটির তথ্য অনুযায়ী এক কেজি বেগুন উৎপাদনে খরচ হয় ১০ টাকার কিছু বেশি। অথচ বিভিন্ন হাত ঘুরে রাজধানীর খুচরা বাজারে সেই সবজি ভোক্তাকে কিনতে হচ্ছে ১০ গুণেরও বেশি দামে। আকার ও মানভেদে লম্বা ও গোল বেগুন বর্তমানে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৬০ টাকা কেজি পর্যন্ত। এর কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা সামনে আনেন নানা অজুহাত। প্রায় সব সবজিরই একই অবস্থা। উৎপাদন খরচের সঙ্গে খুচরা বাজারের দামে অনেক বেশি তফাত থাকলেও কৃষকরা এর অংশীদার হতে পারছেন না। সূত্র: বিবিসি বাংলা।

অবশেষে খুলছে চট্টগ্রামের সেই ফিডার রোড

চট্টগ্রাম আউটার রিং রোডে গাড়ি চলাচল শুরুর প্রায় তিন বছর পর ফিডার রোড-৩ চালু হতে যাচ্ছে।
রোববার বিকেলে এ সড়কে যানবাহন চলাচলের উদ্বোধন করবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ ডলফিন।ফিডার রোডটি চালু হলে আউটার রিং রোডের সাথে মূল শহরের যোগাযোগ সহজ হবে। পাশাপাশি কর্ণফুলী নদীর তলদেশে চালু হতে যাওয়া বঙ্গবন্ধু টানেলের গাড়ির চাপও আউটার রিং রোডের ওপর কিছুটা কমবে বলে মনে করেন সিডিএ কর্মকর্তারা।বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প শুরুর আগেই সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে জটিলতা নিরসন করা হলে ফিডার রোডটি চালু করতে এত সময় লাগত না। এতে সড়ক নির্মাণের সুফল মিলত বহু আগেই।আউটার রিং রোড প্রকল্পে নানা জটিলতায় আরো দুটি ফিডার রোডের কাজই এখনো শুরু করা যায়নি। অন্য দুই সরকারি সংস্থার সাথে ভূমি জটিলতায় আটকে থাকা প্রথম ফিডার রোড এখন অন্য একটি প্রকল্পের অধীনে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সিডিএ। সূত্র: বিডি নিউজ