আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
আবারও পশ্চিম তীরে ইসরায়েলের হামলা
ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে একটি শরণার্থী শিবিরে আজ রোববার ভোরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলায় দুজন ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে বিমান হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। সম্প্রতি এ নিয়ে পশ্চিম তীরে দ্বিতীয়বারের মতো হামলা চালাল ইসরায়েল। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে রকেট হামলা চালায়। এরপর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের কর্মকর্তারা বলছেন, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সংস্থা বলছে, জেনিন শরণার্থী শিবিরে আল আনসার মসজিদের কাছে একটি এলাকায় হামাসের ঘাঁটি রয়েছে। এ বছর ইসরায়েলের সেনা অভিযানের অন্যতম লক্ষ্যবস্তু হলো জেনিন।গত বৃহস্পতিবার ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তুলকারম শহরে শরণার্থী শিবিরে তারা বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিন বলেছে এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। সূত্র: প্রথম আলো


গাজায় প্রথম ত্রাণ সঙ্গে কফিনও
► ২০ ট্রাক ত্রাণ প্রয়োজনের তুলনায় নগণ্য ► ইসরায়েলি হামলা আর মৃত্যু অব্যাহত ► দুই মার্কিন জিম্মিকে ছেড়েছে হামাস
মিসরের রাফা সীমান্ত ক্রসিং দিয়ে ধ্বংসস্তূপে পরিণত গাজায় অবশেষে ঢুকেছে ওষুধ, খাদ্যসহ জরুরি ত্রাণবাহী ২০টি ট্রাক। গতকাল শনিবার সীমান্ত পেরিয়ে গাজায় প্রবেশ করা এই ট্রাকগুলোর অন্তত একটি পূর্ণ ছিল লাশ রাখার কফিনে। জাতিসংঘ বলছে, প্রয়োজনের তুলনায় এ সহায়তা অতি নগণ্য। এদিকে হামাস শুক্রবার রাতে প্রথমবারের মতো দুই মার্কিন জিম্মিকে মুক্তি দিয়েছে। তবে এর পরও গাজায় ইসরায়েলের বোমা হামলা অব্যাহত রয়েছে।ইসরায়েলি হামলায় গাজাজুড়ে নিরন্তর রক্তপাতের মধ্যে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গতকাল বলেছেন, ফিলিস্তিনিরা নিজের ভূমি ছাড়বে না। ইসরায়েল ও গাজার কট্টরপন্থী শাসক হামাস গোষ্ঠীর মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে গতকাল মিসরের কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। সূত্র: কালের কণ্ঠ
ইসরায়েলের বিরুদ্ধে একাট্টা আরব নেতারা
অন্য কোথাও যদি মানুষকে ক্ষুধার্ত, এমন হামলা এবং বিদ্যুৎ, পানি ও প্রয়োজনীয় পণ্য থেকে বঞ্চিত রাখা হতো তাহলে এর তীব্র নিন্দা জানাত বিশ্ব
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির নেতৃত্বে শুরু হয়েছে শান্তি সম্মেলন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলা বন্ধের চেষ্টা হিসেবে মিসরে শুরু হয়েছে শান্তি সম্মেলন। এ সম্মেলনে পশ্চিমাদের দ্বিমুখী হিসেবে অভিহিত করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এ ছাড়া ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহও। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাও ইসরায়েলের সমালোচনায় মুখর হয়েছেন। গতকাল মিসরের রাজধানী কায়রোতে শুরু হওয়া এই সম্মেলনে আরব বিশ্বের নেতারা একত্রিত হয়েছেন। এ ছাড়া এতে যোগ দিয়েছেন আফ্রিকা ও ইউরোপের দেশগুলোর প্রতিনিধিরাও। পশ্চিমাদের সমালোচনা করে মিসরের প্রেসিডেন্ট বলেন, আমরা আজ কায়রোতে মিলিত হয়েছি খুবই কঠিন একটি পরিস্থিতিতে। যেটি আমাদের মানবিকতা এবং মানবিকতার ওপর বিশ্বাসের দাবির পরীক্ষা নিচ্ছে। কয়েক শ বছর ধরে আমরা যে মানবিক সভ্যতার নীতি তৈরি করেছি সেটি কোথায়? সূত্র: বিডি প্রতিদিন।
বিদ্যুৎ নেই, গাজায় চিকিৎসা চলছে মোবাইলের আলোয়
ভয়ংকর পরিস্থিতির মধ্যে পড়েছে আমাদের গাজা উপত্যকা। বিশেষ করে আমাদের স্বাস্থ্য নীড়। ইসরাইলের বিবেকশূন্য হামলায় সৃষ্ট বিদ্যুৎ বিভ্রাট ও জ্বালানির তীব্র ঘাটতিতে গাজার সব স্বাস্থ্য সুবিধা প্রায় বন্ধের পথে। বিনা চিকিৎসায় মৃত্যুর ঝুঁকিতে আছেন শত শত রোগী। জ্বালানি সংরক্ষণে হাসপাতালের লাইটগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ কিছুটা বাঁচানো যায় কিনা সেই চেষ্টায় আছেন হাসপাতালের কর্মীরা। দক্ষিণ হাজার খান ইউনুসের নাসের হাসপাতালের শুধু নিবিড় পরিচর্যা ইউনিটে এখনো আলো জ্বালিয়ে রাখা হয়েছে। হাসপাতালের কিছু কিছু বিভাগে মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট ব্যবহার করে চিকিৎসা কাজ চালাচ্ছেন চিকিৎসকরা। জ্বালানি নেই, বিদ্যুৎ নেই, ওষুধ নেই-এ অবস্থা চলতে থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই লাশের বহরে আরও বাড়বে আমাদের প্রিয়জনের মুখ!শুধু বেসামরিক স্থাপনা বা হাসপাতালগুলো নয়-গুরুতর রোগীবাহী অ্যাম্বুলেন্সগুলোকেও সরাসরি লক্ষ্যবস্তু করেছে ইসরাইল। গত ১৫ দিনের হামলায় ২৩টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও দুঃখজনক হলো, ধ্বংস করে দিয়েছে হাসপাতালে যাওয়ার রাস্তাগুলোও। যার কারণে অনেক আহতই হাসপাতালে পৌঁছাতে পর্যন্ত পারছেন না। স্বাস্থ্যকর্মীদেরও ছাড় দিচ্ছে না ইসরাইল। ৭ অক্টোবরের হামলার পর থেকে এ পর্যন্ত ৪৪ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৭০ জন। আমাদের হাতে আসা শেষ রিপোর্ট (শনিবার) পর্যন্ত ১৯টি স্বাস্থ্য সুবিধাকেন্দ্রকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। সূত্র: যুগান্তর
ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর আরও ৬ সদস্য নিহত
ইসরায়েল-লেবানন সীমান্তে ইসরায়েলের রকেট হামলায় হিজবুল্লাহর ৬ সদস্য নিহত হয়েছেন। এই নিয়ে হিজবুল্লাহর ১৯ সদস্য নিহত হয়েছে বলে সংগঠনটির পক্ষে জানানো হয়েছে। খবর: আল-জাজিরা
স্থানীয় সময় শুক্রবার হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরাইলি সেনা কমান্ডার নিহত হন। এতে আহত হন আরও দুই সেনা। এর জবাবে পাল্টা হামলা চালায় ইসরায়েল। এতে এক দিনে হিজবুল্লাহর ৬ সদস্য নিহত হয়েছে।ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তারা লেবানন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে শনিবার হিজবুল্লাহর বেশ কয়েকটি আস্তানায় হামলা চালিয়েছে। তবে হিজবুল্লাহকে নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। কারণ ইরান-সমর্থিত হিজবুল্লাহর হাজার হাজার রকেট এবং ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিভিন্ন ধরণের ড্রোন সমন্বিত অস্ত্রের ভাণ্ডার রয়েছে এবং উত্তর ইসরায়েলে আক্রমণ চালানোর পাঁয়তারা করছে হিজবুল্লাহ। সূত্র: সমকাল
বড় কথা ছোট আশা
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলা বন্ধের চেষ্টা হিসেবে মিসরে শুরু হয়েছে শান্তি সম্মেলন। গতকাল শুরু হওয়া ওই সম্মেলন থেকে গাজায় অমানবিক হামলার জন্য ইসরায়েলের সমালোচনা করেছেন আরব নেতারা। ওই সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে ফিলিস্তিনিদের পাশে থাকার কথা বলেছেন আফ্রিকার নেতারাও। সম্মেলনের স্বাগতিক দেশ মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসি ইসরায়েলের কড়া সমালোচনার পাশাপাশি পশ্চিমাদের দ্বিমুখী হিসেবে অভিহিত করেছেন। ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহও। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও বলেছেন, ইসরায়েলে ফিলিস্তিন ভূখণ্ডে প্রতিটি পদক্ষেপেই মানবাধিকার লঙ্ঘন করছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাও ইসরায়েলের সমালোচনায় মুখর হয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, শান্তি সম্মেলন থেকে আরব নেতারা কঠোর ভাষায় ইসরায়েল বা পশ্চিমাদের সমালোচনা করলেও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তা খুব একটা ভূমিকা রাখবে না। তাদের মতে, হামাস-ইসরায়েল সংঘাত বন্ধে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে কেবল যুক্তরাষ্ট্র। অথচ ইসরায়েলের হামলা বন্ধের বিষয়ে এখনো ইঙ্গিত পাওয়া যায়নি দেশটি থেকে। এছাড়া এই শান্তি সম্মেলনেও তাদের ডাকা হয়নি। যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে এই সম্মেলনি ইসরায়েলের হামলা কতটুকু কমাতে পারবে বা বন্ধ করতে পারবে তা নিয়ে সংশয় থেকেই যায়। সূত্র: দেশ রুপান্তর
ইসরায়েল-লেবানন সীমান্তে বাড়ছে সহিংসতা, ৬ হিজবুল্লাহ যোদ্ধা নিহত
ইসরায়েল-লেবানন সীমান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় ৬ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। সে সঙ্গে, ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ১ জন ইসরায়েলি সেনার নিহত হওয়ার কথাও জানিয়েছে আইডিএফ। রয়টার্সের এক প্রতিবেদনে শনিবারের এই হামলার কথা জানান হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েল ও লেবাননের মধ্যে ছড়িয়ে পড়েছে সংঘাত। রয়টার্স বলছে, হামাসের বিরুদ্ধে চলমান ভয়াবহ যুদ্ধের মধ্যেই ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে, তারা লেবাননের সীমান্ত বরাবর অন্তত চারটি ভিন্ন এলাকায় হিজবুল্লাহর সঙ্গে গোলা বিনিময় করেছে।আইডিএফ আরও জানায়, ইসরায়েলি শহর বার’আমের কাছে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন ইসরায়েলি সেনা গুরুতর আহত এবং দুই সেনা কিছুটা আহত হয়েছেন। সূত্র: আজকের পত্রিকা।
নওয়াজের ফিরে আসা ও পাকিস্তানের রাজনীতিতে প্রভাব
লন্ডনে নির্বাসনে থাকা পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সাধারণ নির্বাচনের তিন মাস আগে দেশে ফিরেছেন। দুর্নীতির অভিযোগে ২০১৮ সালে সাত বছরের কারাদণ্ড হয় তার। অসুস্থতার কারণে নওয়াজ শরিফ জামিন নিয়ে ২০১৯ সালে চিকিৎসার জন্য ব্রিটেনে যান। তবে শর্ত ছিল- তিনি সুস্থ হলেই ফিরে যাবেন পাকিস্তানে। কিন্তু পরে তিনি আর পাকিস্তানে ফিরে যাননি।পাকিস্তান মুসলিম লীগের ৭৩ বছর বয়সী এই নেতা বরাবরই বলে আসছেন, তার বিরুদ্ধে থাকা অভিযোগ মিথ্যা। তড়িঘড়ি করে তার বিচার শুরু করা, দোষী সাব্যস্ত করা ও কারারুদ্ধ করা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সূত্র: ইত্তেফাক
পশ্চিম তীরে হামাস সেলে ইসরায়েলের বিমান হামলা, গাজায় নতুন সতর্কতা
ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে, তারা ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে হামাসের একটি সেল রয়েছে, এমন একটি ভূগর্ভস্থ রুট লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় রোববার ভোরে ওই হামলায় অন্তত দুজন নিহত এবং অনেকে আহত হয়েছে।তবে এটি এখনো নিশ্চিত নয়, রয়টার্স যে বিমান হামলার কথা বলছে সেটিই আইডিএফ সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ পোস্ট করে যে হামলার কথা জানিয়েছে তা একই হামলা কি-না।ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার বলেছেন, গাজায় ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের বিষয়টি নিয়ে ইসরায়েলিদের সঙ্গে তিনি কথা বলছেন। সূত্র: বিবিসি বাংলা।
ইসরায়েল জিম্মিদের গ্রহণ করতে রাজি হয়নি: দাবি হামাসের
দুই জিম্মিকে মানবিক কারণে মুক্তি দিয়েছে হামাস। একই কারণে সংগঠনটি শুক্রবার আরো দুই জিম্মিকে মুক্তি দিতে চেয়েছিল। কিন্তু ইসরায়েল ওই দুই জিম্মিকে গ্রহণ করতে রাজি হয়নি বলে দাবি তাদের। এদিকে, হামাসের এই দাবিকে ‘প্রপাগান্ডা’ বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল।কাতারের মধ্যস্থতায় শুক্রবার হামাস তাদের হাতে জিম্মি যুক্তরাষ্ট্রের নাগরিক মা জুডিথ তাই রানান ও তার ১৭ বছর বয়সী মেয়ে নাতালিকে মুক্তি দেয়।হামাসের মুখপাত্র আবু উবাইদা বলেন, ওই মা-মেয়ের সঙ্গে তারা শুক্রবার আরো দুই জিম্মিকে মুক্তি দিতে চেয়েছিল এবং নিজেদের এই ইচ্ছার কথা কাতারকে জানিয়েও ছিল।পরে আরেক বিবৃতিতে আবু উবাইদা বলেন, জুডিথ ও নাতালিকে যে প্রক্রিয়ায় মুক্তি দেওয়া হয়েছে ঠিক সেই প্রক্রিয়ায় হামাস রোববার আরো দুই জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত আছে। সূত্র: বিডি নিউজ