শাকিব খানের অনীহা, ‘কবি’ হলেন রাজ-নায়িকা ইধিকা
শাকিব খানকে নিয়ে ‘সত্তা’ সিনেমা বানিয়েছিলেন নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। সিনেমাটি মুক্তির পাঁচ বছর পর শাকিব খানকে নিয়ে ‘কবি’ নামে আরও একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। তবে ঘোষণাতেই শেষ নয়, সিনেমাটির গল্প শুনে নড়েচড়ে বসেছিলেন শাকিব খানও। পরিচালককে জানিয়েছিলেন, ছবিটি তিনি নিজেই প্রযোজনা করবেন। শাকিবের এস কে ফিল্মস থেকে তৈরি হবে কল্লোলের ‘কবি’।
কিন্তু ‘কবি’ আর শুটিং ফ্লোরে গড়ায়নি। শাকিব খানও সিনেমাটি থেকে সড়ে দাঁড়িয়েছেন।তাই অন্যপথথে হাটতে হয়েছে পরিচালককে। শাকিব খানের জায়গায় অভিনেতা শরিফুল রাজকে ‘কবি’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। ছবিতে রাজের সঙ্গে জুটি বাঁধবেন ‘প্রিয়তমা’ খ্যাত ইধিকা পাল।


সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র খবরটি নিশ্চিত করেছে। তবে পরিচালক, নায়ক এখনই এই বিষয়ে মন্তব্য করতে রাজি নন।