আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
হুঁশিয়ারি, বাধা উপেক্ষা করেই ২৮ অক্টোবর মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি
২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে সরকারের হুঁশিয়ারি, বাধা, পুলিশি ধরপাকড়, মামলা—এসব উপেক্ষা করেই বিএনপি ওই কর্মসূচির ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে বলে দলটির নেতারা জানিয়েছেন। তাঁরা বলছেন, এখন শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ সফল করাটাই তাঁদের লক্ষ্য। বিএনপি আগ বাড়িয়ে কোনো সংঘাতে যাবে না, এই নির্দেশনা দলের সব পর্যায়ের নেতা–কর্মীদের দেওয়া হয়েছে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনের চূড়ান্ত ধাপে এই মহাসমাবেশ থেকে মহাযাত্রা শুরুর কথা বলেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই প্রেক্ষাপটে মহাসমাবেশ থেকেই বিএনপি ঢাকার রাজপথে বসে পড়বে কি না, এ ধরনের নানা আলোচনা চলছে। গতকাল দলের এক যৌথসভার পর সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য বলেছেন, ‘২৮ অক্টোবরের সমাবেশ কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের ঢাকায় এসে বসে পড়তে বলা হয়নি। আমরা বলেছি, ২৮ তারিখে কর্মসূচির পরে যে যার জায়গায় চলে যাবে এবং পরবর্তী কর্মসূচির জন্য তারা অপেক্ষা করবে।’ দলটির একাধিক নেতা জানিয়েছেন, পরবর্তী কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে ২৮ অক্টোবরের মহাসমাবেশ শেষ করা হবে, এমন পরিকল্পনা নিয়েই তাঁরা এগোচ্ছেন। সূত্র: প্রথম আলো


দুই দিন আগেই ঢাকায় আসবেন নেতাকর্মীরা
আগামী ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে অন্তত দুই দিন আগে নেতাকর্মীদের ঢাকায় আসার নির্দেশ দিয়েছে বিএনপি। দলটির আশঙ্কা, জেলা ও উপজেলা পর্যায় থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে বাধার মুখে পড়তে পারেন। তাই বাধাহীনভাবে ঢাকায় আসা এবং গ্রেপ্তার এড়িয়ে কিভাবে ঢাকায় থাকবেন সে বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হচ্ছে। দলের একাধিক সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। বিএনপি নেতারা কালের কণ্ঠকে বলেন, ঢাকায় মহাসমাবেশ ঘিরে তাঁদের অতীত অভিজ্ঞতা ভালো নয়। যখনই মহাসমাবেশ ডাকা হয়েছে, তখনই ঢাকায় আসতে নেতাকর্মীদের পথে পথে বাধা দেওয়া হয়েছে। গত বছর বিভাগীয় পর্যায়ে গণসমাবেশ ঠেকাতে বাস ধর্মঘটও ডাকা হয়েছিল। তাই এবারের মহাসমাবেশ সফল করতে একটি নির্দেশিকা তৈরি করে তা জেলা নেতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সূত্র: কালের কণ্ঠ
‘ঘুষ’সহ গ্রেপ্তারের আড়াই বছর পর দুদকই বলছে নির্দোষ
কক্সবাজারের চকরিয়া সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে ঘুষের টাকাসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়। ২০২১ সালের ১ এপ্রিলের এ ঘটনায় ওই দু’জনসহ মোট তিনজনের বিরুদ্ধে মামলা করে দুদক। তাদের মধ্যে একজন দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন। কিন্তু এ ঘটনার আড়াই বছর পর তিনজনকেই নির্দোষ বলে আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেছে দুদক। তাদের মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে। গত বৃহস্পতিবার আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় দুদক। প্রতিবেদনটি রোববার আদালতে উপস্থাপন করা হয়। শুনানি সাপেক্ষে আদেশের জন্য আগামী ৩১ অক্টোবর দিন ধার্য করেন কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন। দুদকের আইনজীবী আব্দুর রহিম এসব তথ্য জানিয়েছেন। সূত্র: সমকাল
কর্তাদের ভয়ংকর থাবা গরিবের টাকায়
অতিদরিদ্র মানুষের দরিদ্রতা দূর করে আর্থিকভাবে স্বাবলম্বী করার কথা যাদের, তারাই লোপাট করেছেন গরিবের টাকা। দরিদ্র মানুষের জন্য বরাদ্দ করা টাকা তাদের মাঝে বিতরণ না করে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে পকেটে ঢুকিয়েছেন প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কতিপয় অসৎ কর্মকর্তা। আবার মোটা অঙ্কের আর্থিক সুবিধা নিয়ে নামসর্বস্ব আর্থিক প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা হয়েছে গরিবের জন্য বরাদ্দকৃত শত শত কোটি টাকা। এই তালিকায় আলোচিত পিকে হালদারের প্রতিষ্ঠানও রয়েছে। ফলে লাভ দূরের কথা, বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আবার স্বাস্থ্যসেবার নাম করে গরিব মানুষের কাছ থেকে টাকা তুলে করা হয়েছে আত্মসাৎ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রতিষ্ঠান পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) অর্থ লোপাট ও নানা অনিয়ম-দুর্নীতির এমন ভয়াবহ চিত্র বেরিয়ে এসেছে খোদ মন্ত্রণালয়ের তদন্তে। মন্ত্রণালয়ের সুপারিশে এই দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে তদন্ত কমিটি জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করলেও তা কার্যকর হয়নি।অভিযোগ আছে, পিডিবিএফের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোদন মোহন সাহা এসব দুর্নীতিতে সরাসরি জড়িত। আর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মওদুদ উর রশীদ সফদরের স্বেচ্ছাচারিতায় অনিয়ম-দুর্নীতি বেপরোয়া গতি পেয়েছে। এরপরও ৩ বছরের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হওয়ার আড়াই মাস আগেই তড়িঘড়ি করে তার চুক্তির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: যুগান্তর
বাজিকরের ফাঁদ উড়ছে টাকা
প্রতি ম্যাচেই কোটি কোটি টাকা, সাড়ে ৩ হাজার সাইট বন্ধের পরও থেমে নেই জুয়া হচ্ছে মুদ্রা পাচার
জয়ের নেশায় মাঠে নামে দুই দল। তবে মাঠের বাইরে থাকছে আরও তিনটি পক্ষ। একপক্ষে থাকে বাজিকর। বাকি দুই পক্ষে থাকে বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষ। মাঠের খেলাকে কেন্দ্র করে বাইরের বাজিকরের ছুড়ে দেওয়া সে খেলায় অংশ নিচ্ছে রাজধানীসহ দেশের নানা প্রান্তের অগণিত মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, শুধু চলমান বিশ্বকাপ ক্রিকেট নয়, বাজিকররা থেমে থাকে না ফুটবল এবং ক্রিকেটের অন্যসব আসরেও। আইপিএল, বিপিএল, ইউরোপ নেশন্স কাপ-উয়েফা, স্পেনিশ লিগ, কোপা আমেরিকা কাপকে কেন্দ্র করে তারা পসরা উন্মুক্ত করে হাতিয়ে নিচ্ছে কাঁড়ি কাঁড়ি অর্থ। পাচার করে দিচ্ছে বিদেশে। খোঁজ নিয়ে জানা গেছে, অনলাইন বেটিং সাইটগুলোর অনেকগুলোয় এমনিতেই যে কেউ ঢুকতে পারেন। তবে কোনো কোনো বেটিং সাইটে নিবন্ধন করে ঢুকতে হয়। নিবন্ধন করতে আবার দ্বিগুণ টাকা দিতে হয়। কোনো কোনো সাইটে ডলার দিয়ে প্রবেশ করতে হয়। আবার যে দেশগুলোর সাইট নিজস্ব তাদের টাকা দিয়ে কয়েন ক্রয় করে সাইটগুলোতে প্রবেশ করতে হয়। আর এর লেনদেন হচ্ছে বিকাশ, নগদ, রকেট বা ভিসা, মাস্টারকার্ডে। তবে এ মাধ্যমে লেনদেনে জড়িত থাকে স্থানীয় এজেন্টরা। কোনো বেটিং সাইটে বিট কয়েনের মাধ্যমে কেউ কেউ অংশ নিচ্ছে। জুয়ার পর ওই সব টাকা ক্রেডিট কার্ড, ই-ব্যাংকিং ও হুন্ডির মাধ্যমে পাচার হচ্ছে। সূত্র: বিডি প্রতিদিন।
বিল ভরাট করে ইপিজেড
নদী প্রবাহ, খাল-বিল, জলাশয় ভরাট করে কোনো স্থাপনা বা শিল্প না করার ব্যাপারে কঠোর নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর। এ নির্দেশনার উল্টো পথে হাঁটছেন সরকারি কর্মকর্তারা। যশোরের ভবদহ বিলের একটি অংশ ধলার বিল। প্রায় পুরোটাই ব্যক্তি মালিকানায় থাকা এ বিলে মাছ চাষ করেন স্থানীয় লোকজন। স্থানীয় বাজারের মাছের বড় উৎসও এ বিল। কিন্তু না মানা হচ্ছে পরিবেশের আইন, না মানা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশনা। যেখানে যুগের পর যুগ মানুষ মাছ চাষ করে আসছেন, এমন একটি বিলেই তৈরি হতে যাচ্ছে যশোর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেড।বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) প্রস্তাবিত ১ হাজার ৮৯৭ কোটি টাকার যশোর ইপিজেড প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপনের জন্য প্রস্তুত করা হয়েছে। অনুমোদন হলে এটি হবে দেশের দশম ইপিজেড। পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ধলার বিলে কোথাও কোথাও প্রায় ১৫ থেকে ২০ ফুট গভীরতা রয়েছে। ইপিজেড বাস্তবায়ন করতে হলে এ গভীর জলাশয় ভরাট করেই করতে হবে। জলাশয় ভরাট হলে পরিবেশের ক্ষতি হবে কি না, তা তারা বেপজার কাছে জানতে চেয়েছেন। জবাবে বেপজা জানিয়েছে, ইপিজেড হলে পরিবেশের ক্ষতি হবে না। বরং ইপিজেড স্থাপনের পর একটি খাল করে দেওয়া হবে, যাতে ভৈরব নদে ইপিজেডের পানি প্রবাহিত হতে পারে। সূত্র: দেশ রুপান্তর
রাস্তায় আইন মানছেন না পুলিশ সদস্যরাও
ব্যক্তিগত গাড়ি ব্যবহারে আইন মানছেন না অনেক পুলিশ সদস্যও। কেউ চালকের লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছেন, আবার কেউ নিবন্ধনবিহীন গাড়ি নামাচ্ছেন সড়কে; সেসব গাড়িতে থাকছে পুলিশের স্টিকারও। তা দেখিয়েই বেপরোয়াভাবে চলছেন সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা। পুলিশের অভ্যন্তরীণ নজরদারিতেই আইন না মানার এমন তথ্য উঠে আসার পর পুলিশ সদর দপ্তর প্রতিটি ইউনিটকে নোটিশ করেছিল। তবে দুই বছরেও তা না শোধরানোয় আবার ইউনিটগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করছেন, সড়কে পুলিশের এমন বিশৃঙ্খলভাবে চলায় পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই বৈধ কাগজপত্র ছাড়া ব্যক্তিগত যানবাহন না চালাতে পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে সদর দপ্তর থেকে। তাতে বলা হয়েছে, কেউ তা অমান্য করলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: আজকের পত্রিকা।
নগদ, কড়িসহ ডিজিটাল ব্যাংক হচ্ছে আটটি
দেশে চালু হতে যাওয়া ডিজিটাল ব্যাংক খোলার প্রাথমিক অনুমোদন পেয়েছে আটটি কোম্পানি। এরমধ্যে দুটি লাইসেন্সের ভিত্তিতে পরিচালিত হবে এবং প্রথম ধাপে অন্য তিনটি ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকায় সরাসরি কার্যক্রম চালাতে পারবে। শুরুতে এই পাঁচ ডিজিটাল ব্যাংকের সেবা পর্যালোচনার পর পরে আরও তিনটিকে কার্যক্রম শুরুর জন্য লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক।থম ধাপে অনুমোদন পাওয়া কোম্পানিগুলো হল- মোবাইলে আর্থিক সেবাদাতা নগদ, এসিআই এর ‘কড়ি’, কয়েকটি ব্যাংকের যৌথ উদ্যোগ ডিজি টেন, ব্র্যাকের উদ্যোগ বিকাশ ও ব্যাংক এশিয়ার উদ্যোগ ডিজিটাল ব্যাংক লিমিটেড।
দেশের ব্যাংকিং খাতে ডিজিটাল লেনদেনের জন্য পৃথক ব্যাংকিং ব্যবস্থা ডিজিটাল ব্যাংকের সেবা দিতে লাইসেন্স পেতে একক ও যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে ৫২টি আবেদন জমা পড়েছিল। সেগুলো যাচাই বাছাই করে এসব কোম্পানিকে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। সূত্র: বিডি নিউজ
‘অগ্নিসন্ত্রাসে’র মামলা নিয়ে কী করছে আইন মন্ত্রণালয়, বিএনপি কী বলছে
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সরকার বিরোধী আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনায়’ যেসব মামলা হয়েছে সেগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ দেয়ার পর, দেশটির আইনমন্ত্রী আনিসুল হক বিবিসিকে বলছেন পুরনো মামলাগুলোর দ্রুত বিচারে সক্রিয় হতে সরকারের আইন কর্মকর্তাদের ইতোমধ্যেই নির্দেশনা দেয়া হয়েছে।
“আমরা বিচার কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারি না। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। তবে আমি আমার আইন কর্মকর্তাদের বলেছি, যাতে তারা আইন অনুযায়ী এগুলোর দ্রুত নিষ্পত্তিতে আরও উদ্যোগী হয়। যাতে করে বিচারের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত হয়। আমরা বিএনপি বা কোন দল হিসেবে দেখছি না,” বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। শনিবার ঢাকায় আইনজীবীদের এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই তাগিদ দেন, যেখানে তিনি বলেন, “২০১৩ সালে যারা অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত, সেগুলো বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।”তবে, মামলা দ্রুত বিচারে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ’ হিসেবে অভিহিত করে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে মি. আলমগীর বলেন, “প্রধানমন্ত্রী বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করেছেন। আওয়ামী লীগ সরকার সরাসরি ফরমায়েশ করে বিচার বিভাগকে প্রভাবিত করছে। ক্ষমতা টিকিয়ে রাখতে তারা আদালত ব্যবহার করছে।” সূত্র: বিবিসি বাংলা।
দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অযোগ্য: হাইকোর্ট
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতির মামলায় দুই বছরের ওপর সাজাপ্রাপ্ত আসামি সাংবিধানিকভাবেই জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য বলে মন্তব্য করে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছেন।এর আগের দেওয়া এক রায়ের পূর্ণাঙ্গ কপি রোববার (২২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সূত্র: ইত্তেফাক