কালীগঞ্জে ভুল অপারেশনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ প্রতিনিধি:
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩

ঝিনাইদহের কালীগঞ্জে ভুল অপারেশনের মাধ্যমে সন্তান জন্মদানের কয়েকদিন পর পাপিয়া খাতুন নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার রাতে তার মৃত্যু হয়। পাপিয়া খাতুন উপজেলার ঘিঘাটি গ্রামের ওহিদুল ইসলামের মেয়ে।

নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, গত দেড় বছর আগে মেয়েকে বিয়ে দেন দিনমজুর বাবা ওহিদুল ইসলাম। গত ১৮ দিন আগে প্রসব বেদনা উঠলে মেয়েকে শহরের ফাতেমা প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। এরপর পাপিয়া খাতুনকে আল্ট্রোসনোগ্রাম করান ডাক্তার শারমিন আক্তার। অস্ত্রোপচারের মাধ্যমে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম হয়। অপারেশনের পর থেকেই পাপিয়া খাতুনের পেট ফুলতে থাকে। প্রচণ্ড ব্যথা অনুভব করায় পাপিয়া খাতুনকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে খুলনায় রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে (২২ অক্টোবর) পাপিয়া খাতুনের মৃত্যু হয়। সোমবার দুপুরে বাবার বাড়ি পাপিয়া খাতুন এর নামাজের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। স্বজনদের অভিযোগ, সিজারের সময় নাড়ি কাটা এবং পেটের মধ্যে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পাপিয়ার মৃত্যু হয়েছে।

পাপিয়া খাতুনের স্বামী আরাফাত ইসলাম বলেন, ফাতেমা প্রাইভেট হাসপাতালে সিজার অপারেশন করার পর থেকে তার বউ সুস্থ হয়নি। দুইদিন পর থেকে পেট ফুলতে থাকে। এসময় ক্লিনিকে যোগাযোগ করা হলে তারা জানায়, রোগীর পেটে গ্যাসের কারণে এরকম হচ্ছে। গ্যাসের জন্য চিকিৎসা করলেও অবস্থার কোন উন্নতি না হলে খুলনা পর্যন্ত নিয়ে যায় রোগী। খুলনার চিকিৎসকরা জানায়, সিজারের সময় নাড়ি কাটা এবং পেটের মধ্যে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে এই অবস্থা হয়েছে।

কালীগঞ্জ ফাতেমা প্রাইভেট হাসপাতালের চিকিৎসক শারমিন আক্তার জানান, পাপিয়া খাতুনের সিজার তিনিই করেছিলেন। তিনি যখন সিজার করেছেন, তখন রোগী ভালো ছিল। সব রিপোর্টও ভালো ছিল। পরবর্তীতে রোগীর কি অবস্থা এবং কি ঘটেছে তার কিছুই ক্লিনিক কর্তৃপক্ষ জানায়নি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, ব্যাপারটি আমার জানা ছিল না। খোঁজ খবর নিয়ে দেখব।

এর আগে গত ১৪ জুন ফেব্রুয়ারি ফাতেমা প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় মরিয়ম খাতুন নামে দুই সন্তানের জননীর মৃত্যু হয়। এরপর ১৮ জুন অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান এবং দায়িত্বে অবহেলার কারণে স্বাস্থ্যহানির ঘটানোয় ফাতেমা প্রাইভেট হাসপাতালকে ৫০ হাজার জরিমানা করা হয়।

Nagad