দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ২৩, উদ্ধারকাজে র্যাব-বিজিবি
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। দীর্ঘ হচ্ছে লাশের সারি। দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি থেকে একে একে বের করা হচ্ছে মরদেহ। এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন ভৈরব বাজার ফায়ার স্টেশনের ফাইটার মোশাররফ।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানা গেছে। এ ছাড়া উদ্ধার কাজে যোগ দিয়েছে র্যাব ও বিজিবি।


উল্লেখ্য, আজ সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে এগারসিন্ধুর ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে চুর্ণবিচুর্ণ হয়। দুর্ঘটনাস্থলে এর মধ্যেই ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাবসহ উদ্ধার ও নিরাপত্তা প্রদানকারী সংস্থার সদস্যরা পৌঁছেছেন। তবে উৎসুক জনতার জন্য উদ্ধার তৎপরতা ব্যাহত হয় বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের নিচে এখনো মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে। তাদের উদ্ধারকাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে হাজারও উৎসুক জনতা ভিড় করেছে। উপস্থিত হয়েছেন দুর্ঘটনাকবলিত ট্রেনে থাকা যাত্রীদের স্বজনরা। তাদের অভিযোগ, স্টেশন মাস্টারের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে।