হামাসকে সমর্থন করায় গ্রেপ্তার ইসরাইলি অভিনেত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে সমর্থন করায় ইসরাইলি অভিনেত্রী মাইসা আবদ আল-হাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ অক্টোবর ইসরাইলের উত্তর নাজারেথ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাইসা আবদ এল-হাদিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ইসরাইলি পুলিশ এক বিবৃতিতে বলেন, এই অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার উত্তর নাজারেথ শহরের বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় সন্ত্রাসীদের (হামাস) প্রশংসা এবং ঘৃণ্য বক্তব্য প্রচার করার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবাদের প্রতি সমর্থন ও উসকানিদাতের বিরুদ্ধে পুলিশের এই লড়াই সব সময় অব্যাহত থাকবে।

মাইসা তার সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেন। তার একটিতে দেখা যায়, হামাসের হাতে জিম্মি হওয়া একজন ইসরাইলি প্রবীণ নারীকে। এ ছবিতে হাসির ইমোজি দিয়েছেন মাইসা। অন্য ছবিতে দেখা যায়, ইসরাইলের নিরাপত্তা সীমানা ভেঙে প্রবেশ করছে হামাস। এ ছবির ক্যাপশনে লিখেছেন, চলো যাই, বার্লিন স্টাইলে।

সারাদিন. ২৫ অক্টোবর