ডাচদের পেয়ে বিশ্বরেকর্ড গড়ল অস্ট্রেলিয়ার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৩

নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে জিতল প্যাট কামিন্সের দল অস্ট্রেলিয়া। বুধবার (২৫ অক্টোরব) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অসিদের ব্যাটিং দেখে মনে হয়েছে, তারা একদল ক্ষুধার্ত বাঘ। শুরু থেকে শেষ অবধি বলেকয়ে ডাচ বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন। শেষটার কথা তো বলতেই হবে। গ্লেন ম্যাক্সওয়েল-ঝড়! না, ঝড় বললেও কম বলা হবে; রীতিমতো টর্নেডো ইনিংসই উপহার দেন তিনি। যার সুবাদে ৩৯৯ রান তোলে অস্ট্রেলিয়া।

এই বিশাল লক্ষ্য মাথায় নিয়ে একেবারে ভেঙে পড়ে নেদারল্যান্ডস। ১০ জন মিলে ১০০ রানও করতে পারেনি। আর ম্যাচটা ৩০৯ রানে জিতে নেয় অস্ট্রেলিয়া, যা কিনা ওয়ানডে বিশ্বকাপে রানের দিক থেকে সবচেয়ে বড় জয়।

নেদারল্যান্ডসের পক্ষে ৭৪ রানে চার উইকেট শিকার করেন ফন বিক। ডি লিড দুই উইকেট পেলেও ১০ ওভারে দেন ১১৫ রান।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া : ৫০ ওভারে ৩৯৯/৮। (মার্শ ৯, ওয়ার্নার ১০৪, স্মিথ ৭১, লাবুশেন ৬২, ইংলিশ ১৪, ম্যাক্সওয়েল ১০৬, গ্রিন ৮, স্টার্ক ০, কামিন্স ১২*, জাম্পা ১* ; আরিয়ান ৭-০-৫৯-১, অ্যাকারম্যান ৪-০-১৯-০, ফন বিক ১০-০-৭৪-৪ , ফন মিকেরেন ১০-০-৬৪-০, বিক্রমজিৎ ৪-০-২৭-০, ফর মারউই ৫-০-৪১-০, ডি লিড ১০-০-১১৫-২)

নেদারল্যান্ডস : ২১ ওভারে ৯০/১০। (বিক্রম ২৫, দোদ ৬, অ্যাকারম্যান ১০, সাইব্র্যান্ড ১১, ডি লিড ৪, এডওয়ার্ডস ১২*, তেজা ১৪, ফন বিক ০, ফর মারউই ০, আরিয়ান ১, ফন মিকিরেন ০; স্টার্ক ৪-০-২২-১, হ্যাজেলউড ৬-০-২৭-১, কামিন্স ৪-০-১৪-১, মার্শ ৪-০-১৯-২, জাম্পা ৩-০-৮-৪)

Nagad

ফল : অস্ট্রেলিয়া ৩০৯ রানে জয়ী।