আশুলিয়ায় হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী অশ্রু গ্রেপ্তার!

সাভার প্রতিনিধি:সাভার প্রতিনিধি:
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৩

সাভারের আশুলিয়ায় ডিস ব্যবসাকে কেন্দ্র করে গুলি করে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী তানজিম আহম্মেদ ওরফে অশ্রু (৩০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল।

বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর কোতয়ালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তানজিম আহম্মেদ ওরফে অশ্রু (৩০) আশুলিয়ার কাঠগড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে র‍্যাব সদরদপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-৪ ও র‍্যাব-১০ এর আভিযানিক দল রাজধানীর কোতয়ালী এলাকায় অভিযান পরিচালনা করে। পরে আশুলিয়ার কাঠগড়া এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রুপের প্রধান ও কাঠগড়া এলাকায় ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যা চেষ্টা মামলার প্রধান পরিকল্পনাকারী তানজিম আহম্মেদ ওরফে অশ্রু (৩০)কে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার অশ্রু ইতিপূর্বে একটি হত্যা মামলায় প্রধান আসামী হিসেবে বেশ কিছুদিন কারাবরণ করে, যা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানায় র‍্যাব।

Nagad

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেফতারকৃত আসামীকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।