আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২৩

ডিম আসেনি, আলু কি আসবে

দাম কমানোর জন্য শুধু ‘আমদানির ঘোষণা’র অস্ত্রে এখন আর কাজ হচ্ছে না। কয়েক দফায় ১৫ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়ার দেড় মাস পার হয়েছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কয়েক দফা ‘ডিম আসছে’ বলে আশ্বাস দিয়েছেন। একটি ডিমও আমদানি হয়নি, বাজারে দামও কমেনি। উল্টো বেড়েছে। এ অবস্থায় দামের লাগাম টানতে নতুন করে আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। তাই প্রশ্ন উঠেছে, আলু আমদানি হবে কি।
গত ১৪ সেপ্টেম্বর কৃষি মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বৈঠক করে খুচরা বাজারে প্রতিটি ডিমের দাম ১২ টাকা এবং প্রতি কেজি আলুর দাম ৩৫ থেকে ৩৬ টাকা বেঁধে দেয়। একই সময় দেশি পেঁয়াজের দামও ৬৪ থেকে ৬৫ টাকা বেঁধে দেওয়া হয়। কিন্তু দাম বেঁধে দেওয়ার পর দেড় মাস অতিবাহিত হলে বাজারে এ দাম কার্যকর হয়নি।তাই বেঁধে দেওয়া দাম কার্যকরে ডিম আমদানির অনুমতি দিয়েই দায়িত্ব সেরেছে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু দাম কমানোর সঙ্গে আরও যেসব বিষয় জড়িত, সেগুলোর বিষয়ে কোনো উদ্যোগ নেই। সূত্র: প্রথম আলো

বিশেষ নিরাপত্তায় চলবে পণ্য ও যাত্রীবাহী গাড়ি

বিশেষ নিরাপত্তায় দূরপাল্লার বাস চলাচলের উদ্যোগ নিচ্ছে সরকার। রাজধানীতে কাঁচা সবজিসহ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পণ্যবাহী গাড়ি চলাচলও নিশ্চিত করা হবে। এ জন্য পরিবহন মালিক ও পুলিশ বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবহন চলাচল স্বাভাবিক ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল বুধবার বিকেল ৪টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফিজুর রহমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সংসদ সদস্য শাজাহান খান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা এবং সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ প্রমুখ। সূত্র: কালের কণ্ঠ

বিএনপি এখন কী করবে
সরকার পতনের এক দফা আন্দোলন

দেশজুড়ে বিএনপি নেতাকর্মীর নামে দেওয়া হচ্ছে একের পর এক মামলা; গ্রেপ্তারে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান। দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতাদের কারাবন্দি করা হচ্ছে। নেতাদের বাসায় বাসায় চলছে পুলিশি হানা। গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। কেন্দ্রীয় ও গুলশান কার্যালয়ে ঝুলছে তালা। পুলিশি পাহারায় থাকা কার্যালয় দুটিতে যাচ্ছে না নেতাকর্মী। সব মিলিয়ে সরকার পতনের এক দফা চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে বিএনপি।একই সঙ্গে চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি কঠোর হাতে বিরোধী দলের আন্দোলন মোকাবিলার হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন তিনি। মহাসমাবেশ ও হরতালের পর টানা তিন দিন সারাদেশে অবরোধ কর্মসূচি দিয়ে সরকারকে ‘চাপে’ ফেলতে গিয়ে উল্টো এখন নিজেরা ‘বিপদে’ পড়েছে। সূত্র সমকাল

Nagad

বিএনপি-জামায়াতের সর্বাত্মক অবরোধ
দ্বিতীয় দিনেও সংঘর্ষ অগ্নিসংযোগ
৩ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গ্রেফতার কয়েকশ * ফরিদপুরে বিএনপির দুই নেতা গুলিবিদ্ধ

বিএনপি-জামায়াতের ডাকা ৩ দিনের সড়ক, রেল ও নৌপথে অবরোধের দ্বিতীয় দিন বুধবার দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, সংঘর্ষ, যানবাহন চলাচলে বাধা সৃষ্টি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। চলার পথ অবরোধ করে বিক্ষোভ হয়েছে অনেক স্থানে। আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়েছে।এদিন রাজধানী ঢাকায় তিনটিসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ১৮টি গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। পাবনার ঈশ্বরদীতে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রোলবোমা ও পাথর মেরে দুটি জানালার গ্লাস ভাঙচুর করে দুর্বৃত্তরা। কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েকটি মালবাহী ট্রাকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে ২ ঘণ্টা পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ফটকে তালা দেয় ছাত্রদল। পরে সহকারী প্রক্টরের নির্দেশে তালা খুলে দেন নিরাপত্তা প্রহরীরা। ফরিদপুরে জেলা বিএনপির সদস্য সচিবসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। সিলেটে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে ছাত্রদলের ধাওয়া-পালটাধাওয়া হয়েছে। বগুড়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় তিনমাথা রেলগেট এলাকা। এসব ঘটনায় বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের আরও প্রায় তিন হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। সূত্র: যুগান্তর

বাংলাদেশ-ভারত তিন প্রকল্প যৌথভাবে উদ্বোধনকালে নরেন্দ্র মোদি
শেখ হাসিনার প্রতি ভারত কৃতজ্ঞ
প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে দেশের উন্নয়ন হয় : প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশ-ভারত সহযোগিতা আরও নিবিড় হতে চলেছে। বাংলাদেশের উন্নয়নে ভারত বৃহত্তম অংশীদার। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভারত কৃতজ্ঞ। বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরির স্বপ্নপূরণে ভারত সহযোগী থাকবে। গতকাল নয়াদিল্লির সাউথ ব্লকের নিজ অফিস থেকে ভিডিও ভাষণে তিনি এ কথা বলেন। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোতাম টিপে উদ্বোধনী ফলক উন্মোচন করে যৌথভাবে ১২ দশমিক ২৪ কিলোমিটার আখাউড়া-আগরতলা আন্তসীমান্ত রেলসংযোগের উদ্বোধন করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন। একই অনুষ্ঠানে দুই প্রধানমন্ত্রী যৌথভাবে ভারতের সহায়তার আরও দুটি উন্নয়ন প্রকল্প খুলনা-মোংলা বন্দর রেললাইন এবং মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্লান্টের দ্বিতীয় ইউনিটও উদ্বোধন করেন। সূত্র: বিডি প্রতিদিন।

টাকা পে কার্ড উদ্বোধন: গ্রহণযোগ্যতা ও ডলার সাশ্রয় নিয়ে অনিশ্চয়তা

ডলার সাশ্রয় ও লেনদেন সহজ করতে টাকা পে কার্ডের ব্যবহারের গ্রহণযোগ্যতা এবং ডলার সাশ্রয় নিয়ে নানা অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষ করে টাকা পে কার্ড গতকাল উদ্বোধন হলেও কবে সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে, তা নিয়ে কিছু জানায়নি কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি পে কার্ড ব্যবস্থাপনায় অনভিজ্ঞতার বিষয়টি সামনে এসেছে। আবার বিদেশে ব্যবহার করার জন্য চুক্তি, শর্ত ও প্রতিযোগিতায় টিকে থাকা ব্যাপারটি এই কার্ডের জন্য গুরুত্বপূর্ণ। আবার মাস্টার কার্ড ও ভিসা কার্ডের পরিবর্তে ব্যবহার নিয়ে শঙ্কা এবং এসব কার্ডের পাশাপাশি টাকা পে কার্ডের ব্যবহারে বাড়তি খরচ প্রভৃতি ইস্যুতে এই কার্ডের ব্যবহার নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে বলে সংশ্লিষ্টদের অভিমত। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ডলার সাশ্রয়ের লক্ষ্যে প্রাথমিকভাবে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য টাকা পে কার্ড উদ্বোধন করা হয়েছে। দেশে সফলভাবে চালু হতে সময় লাগবে। দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা এবং প্রতিযোগিতায় কীভাবে টিকে থাকবে, তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট বক্তব্য নেই। মানুষ টাকা পে কার্ড ব্যবহারে আগ্রহ দেখাবে কি না, সেটি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আবার অন্যান্য কার্ডের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকবে কি না, সেটিও সামনের দিনে দেখার বিষয়।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, বাংলাদেশ ব্যাংক পরিচালিত ইলেকট্রনিক পেমেন্ট প্ল্যাটফর্ম ‘ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ’ ব্যবহারের মাধ্যমে জাতীয়ভাবে একই সেবা দেবে ‘টাকা পে’। প্রাথমিকভাবে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য এটি চালু হলেও পরে টাকা-রুপি কার্ড চালু করা হবে; যা দিয়ে গ্রাহক ভারতে লেনদেন করতে পারবেন। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম স্থানীয় মুদ্রা কার্ড ‘টাকা পে’ উদ্বোধন করেন। এর লক্ষ্য হচ্ছে ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্সের মতো আন্তর্জাতিক কার্ডের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা।’ ব্যাংক কর্মকর্তারা জানান, ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্সের মতো আন্তর্জাতিক সেবাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব প্ল্যাটফর্ম আছে এবং তাদের কার্ড সারা বিশ্বে গ্রহণযোগ্য। লেনদেন মধ্যস্থতা করার নিজস্ব ব্যবস্থাও তাদের আছে। সূত্র: আজকের পত্রিকা।

সিঙ্গাপুর যাচ্ছে এলএনজি স্টেশন

গ্যাসের অভাবে দীর্ঘদিন ধরেই শিল্প কারখানায় অন্তত ৪০ শতাংশ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকরাও ভুগছেন গ্যাস সংকটে। সার কারখানায় রেশনিং করে গ্যাস সরবরাহ করা হচ্ছে। অনেক সার কারখানা বন্ধ থাকে গ্যাসের অভাবে। চলমান এই সংকটের মধ্যে রক্ষণাবেক্ষণের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের দুটির মধ্যে একটি আজ বৃহস্পতিবার থেকে বন্ধ হচ্ছে। ফলে জাতীয় গ্রিডে দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস কম সরবরাহ হবে। এতে সংকট আরও প্রকট আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, শীতে বিদ্যুতের চাহিদা কমে যাওয়ায় উৎপাদন কমে। ফলে বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের চাহিদা কমে যায়। বিদ্যুতের গ্যাস অন্যস্থানে সরবরাহ করে সমন্বয় করার চেষ্টা করা হবে। এরপরও কিছু সংকট থাকবে। সূত্র: দেশ রুপান্তর

প্রবাসী আয়ে গতি
অক্টোবরে এল প্রায় ১৯৮ কোটি ডলার

বাড়তি প্রণোদনায় ডলারের দাম বেশি পাওয়ায় বৈধ পথে বেড়েছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। সদ্য সমাপ্ত অক্টোবর মা‌সে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন প্রায় ১৯৮ কোটি ডলার। এই অঙ্ক গত তিন মা‌সের স‌র্বোচ্চ।গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। খাত-সংশ্লিষ্টরা বলছেন, বৈ‌দে‌শিক মুদ্রার সংকট কাটা‌তে লোকসান দি‌য়ে বেশি দা‌মে ডলার কিনতে পারছে ব্যাংকগু‌লো। প্রবাসী আয়ে সরকারের আড়াই শতাংশ প্রণোদনার স‌ঙ্গে ব্যাংকগুলো বাড়তি ২ দশমিক ৫ শতাংশ বেশি দামে ডলার কিনতে পারছে। এতে মোট ৫ শতাংশ প্রণোদনা পাচ্ছে। ফ‌লে বৈধ প‌থে দেশে রে‌মিট্যা‌ন্স আসছে। যার কারণে রেমিট্যান্স প্রবাহ কিছুটা বেড়েছে। ত‌বে রেমিট্যান্সে প্রণোদনা দীর্ঘমেয়াদি সুফল আসবে না। এ ছাড়া মধ্যপ্রা‌চ্যের দেশ ওমান বাংলা‌দে‌শ থে‌কে শ্র‌মিক নে‌বে না ব‌লে ভিসানী‌তি দি‌য়ে‌ছে। ফ‌লে আগামী‌তে প্রবাসী আ‌য়ের এই ইতিবাচক ধারা অব্যাহত না থাকার শঙ্কা র‌য়ে‌ছে। সূত্র: দেশ রুপান্তর

নেতাদের গ্রেফতার-কারাদণ্ড বিএনপির জন্য কি নতুন চ্যালেঞ্জ?

বাংলাদেশের বিরোধী দল বিএনপির কয়েকজন সিনিয়র নেতাকে গ্রেফতারের পর বাকী নেতাদের অনেকেই গ্রেফতারের আশংকায় আত্মগোপন করেছেন।বিশেষ করে দলটি যখন তাদের ‘সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের’ কর্মসূচি পালন করছে তখন সিনিয়র নেতাদের গ্রেফতার বা আত্মগোপন নতুন করে দলটির জন্য কোন সংকট তৈরি করছে কি-না সেই প্রশ্নও উঠছে। তবে দলটির নেতারা দাবি করছেন যে গ্রেফতার বা মামলায় সাজা দিয়ে অনেক নেতাকে রাজনীতির মাঠ থেকে সরানো হলেও তাতে দলের অভ্যন্তরে কোন সংকট তৈরি হবে না। কারণ তারা মনে করেন দলটিতে নেতৃত্বের ধারাবাহিকতা আছে এবং কেউ গ্রেফতার হলে বিকল্প নেতারাই দায়িত্ব কাঁধে তুলে নিবেন।“এমনটি যে ঘটতে পারে তা আমাদের জানাই ছিলো। এজন্য আগে থেকেই দল প্রস্তুত আছে। সে কারণে নেতাদের গ্রেফতার কিংবা শাস্তিতে দলে সংকট হবে না। বরং আন্দোলনর মাধ্যমেই আটক নেতারা বেরিয়ে আসবেন,” বিবিসি বাংলাকে বলছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সূত্র: বিবিসি বাংলা।

আগাম পেঁয়াজ লাগাতে দেরি, মিলবে কবে?
দেশে উৎপাদিত পেঁয়াজের ১৪ শতাংশ রাজবাড়ীতে হয়ে থাকে বলে জানান জেলা কৃষি

রাজবাড়ীতে প্রতি মৌসুমে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজের আবাদ করা হয়; কিন্তু এ বছর বৃষ্টিতে চারা রোপণ কিছুটা পিছিয়েছে। এতে এবার এ পেঁয়াজ বাজারে আসতে একটু দেরিই হবে বলে মনে করছেন চাষিরা। তবে দেরিতে আবাদ ও উপকরণের মূল্য বাড়লেও ভালো ফলন আর লাভের আশা করছেন তারা। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এ পেঁয়াজ বাজারে এলেই রান্নায় ব্যবহৃত এ নিত্যপণ্যের চড়া বাজার কমে আসবে এমনটা হয়।এ বছর জেলার সদর, পাংশা, কালুখালী, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলায় মুড়িকাটা জাতের পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল পাঁচ হাজার হেক্টর। কিন্তু অতিবৃষ্টিতে আবাদ পিছিয়ে যাওয়ায় এখন পর্যন্ত জেলায় ২৫ শতাংশ পেঁয়াজ রোপণ করা হয়েছে বলে জানিয়েছে রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাকি জমিতেও শিগগির আগাম পেঁয়াজ লাগানো হবে বলে আশা করছেন কর্মকর্তারা। মুড়িকাটা পেঁয়াজ রোপণের ৯০ দিনের মধ্যে ফলন তোলা যায়। ফলে লাভের আশায় চাষিরা এ জাতের পেঁয়াজের আগাম চাষ করেন। কিন্তু এবার অতিবৃষ্টির কারণে একটু দেরিতে পেঁয়াজ লাগিয়েছেন তারা। সূত্র: বিডি নিউজ