অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় কথিত প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রাফিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৩ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।


তিনি বলেন, হোমায়রা হিমুর মৃত্যুর পর অভিযোগ পাওয়া যায়, বয়ফ্রেন্ড রাফির সঙ্গে হিমুর বিয়ের কথাবার্তা চলছিল। কয়েকদিন ধরে হিমুর সঙ্গে রাফির ঝগড়া-বিবাদও হয়েছে। হাসপাতালে হিমুকে ফেলে রাফি পালিয়ে যায়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রাফিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, হোমায়রা হিমুর মৃত্যুর রহস্য রহস্য উদঘাটন করা হবে।
এর আগে, গতকাল বিকেলে হিমুকে ছোট বোন মিহির ও প্রেমিক রাফি উত্তরার বাংলাদেশ মেডিক্যালে নিয়ে যান। তারা জানান, তিনি অসুস্থ। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরই তার সাথে থাকা প্রেমিক হিমুর মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
হিমু একটা সময় অনেক জনপ্রিয় শিল্পী ছিলেন টিভি নাটকের। অভিনয় দিয়ে অল্পদিনের মধ্যেই দেশব্যাপী তারকাখ্যাতি পান। তবে বিগত কয়েক বছর তাকে সেভাবে অভিনয়ে পাওয়া যায়নি।হুমায়রা হিমু অভিনীত সাড়া জাগানো অনেক নাটকের পাশাপাশি ‘আমার বন্ধু রাশেদ’, ‘এক কাপ চা’ সিনেমাগুলোতে তার অভিনয় দারুণ প্রশংসা কুড়ায়।
হুমাইরা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং এ কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নামক নাট্য দলের হয়ে তিনি অভিনয় করেন। তার মামা মূর্শেদ নাটকটিতে নির্দেশনা দিয়েছিলেন।