বিশ্বকাপ থেকে ইংলিশদের বিদায়, সেমির পথে অস্ট্রেলিয়া

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দুই দলের কাছেই আজ ম্যাচটি গুরুত্বপূর্ণ। প্রথম দুই ম্যাচ হারা অস্ট্রেলিয়া যে এভাবে দারুণভাবে ফিরে আসবে সেটা অন্যরা বিশ্বাস না করলেও অস্ট্রেলিয়া ঠিকই বিশ্বাস করতো। ইংল্যান্ডকে ৩৩ রানে হারিয়ে বিশ্বকাপে নিজের অস্তিত্ব জানান দিল কামিন্সের দল৷

টানা পাঁচ ম্যাচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে সেমিফাইনাল থেকে আর মাত্র এক ধাপ দূরে অবস্থান করছে অজিরা।

আজ শনিবার ম্যাচটিতে আগে ব্যাট করে ২৮৬ রান করে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ৪৮.১ ওভারে ২৫৩ রানেই থেমে যায় ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার জয়ে বড় ভূমিকা বোলারদেরই। লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ২১ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। সমান দুটি করে নিয়ে ভূমিকা রেখেছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক।

এর আগে আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না অস্ট্রেলিয়ার। ৩৮ রানের মধ্যে তারা হারিয়ে বসে দুই ওপেনার ট্রাভিস হেডকে (১১) আর ডেভিড ওয়ার্নারকে (১৫)।

এরপর হাল ধরেন স্টিভেন স্মিথ আর মার্নাস লাবুশেন। স্মিথ ফিফটির কাছে এসে ফেরেন ৪৪ করে। লাবুশেন করেন ৭১।

Nagad

১১৭ রানে ৪ আর ১৭৮ রানে হারিয়েছিল ৫ উইকেট। ইংলিশ বোলিংয়ে অস্ট্রেলিয়া বেশ কোণঠাসা হয়ে পড়েছিল। এরপর ক্যামেরুন গ্রিন ৪৭, মার্কাস স্টয়নিস ৩৫ আর শেষদিকে অ্যাডাম জাম্পা ১৯ বলে অপরাজিত ২৯ রানে দলকে লড়াকু পুঁজি এনে দেন। ৪৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে অস্ট্রেলিয়া তুলেছে ২৮৬ রান।

ইংলিশ পেসার ক্রিস ওকস ৫৪ রানে নেন ৪টি উইকেট।